নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
সুখপ্রপাত
সময় এসেছে প্রেমের এই ফাল্গুনে
ফুলেরা ফুটেছে কুসুম বাগে আনমনে
মৌমাছি ছুটছে চপল প্রাণে গুনগুণিয়ে
পাখিরা গাইছে মিষ্টি গান ঘুমভাঙিয়ে।
এসেছে মধুর লগন এই বসুন্ধরায়
লাগলো দোলন প্রাণের ভিতর দারুন মায়ায়।
এখন সময় রক্ত রাঙা ভালবাসার
পলাশ শিমুল ফুটলো তাই পথহারাবার।
হারিয়ে যাওয়া লগ্ন এল বুঝি
ব্যস্ততা সরিয়ে অলস বেলা তাই খুঁজি ।
কিছুটা সময় চাই ,যেন দারুণ সুখপ্রপাত
তোমার হাতে হাত সে যে মুগ্ধ ধারাপাত।
চল ছুটে যাই
কোন এক ভোরে চল ছুটে যাই দূরে
যেখানে নির্জনে ভালবাসা ছুঁয়ে যায়,
যেখানে অপার সবুজ তৃষ্ণা মেটায়
ক্লান্তি যেথায় দূর -আকাশের পরে;
নদীর ছোটে চলা সাগর পানে
নিস্পৃহ জ্বালা নেই কোন খানে।
যেখানে কুসুম কুসুম সুখ থাকে
যেখানে স্বপ্নরা সুখের ছবি আঁকে।
চাতক-চাতকী তৃষিত হৃদয়ে উড়ে
আঁধার হারানো সুর্য রাঙা কোন ভোরে;
চল ছুটে যাই দূরে ক্ষনিকের তরে
অবসাদ হারানো গোপন অভিসারে।
সেখানে সবুজ- ছোঁয়া যৌবনের রাগে
যেথা ভালবাসা ফুল ফোটে অনুরাগে।
ভালবাসা
ভালবাসা প্রাণের আকুতি
মানেনা যে কোন আইন;
ভালবাসা না পেলে প্রেমিক
বুকে নিতে পারে মাইন।
ভালবাসা না পান করে না খায়
তবু তা না পেলে জীবন হতাশায়।
ভালবাসার কী রঙ লাল নীল না কী শাদা
যদিও তা রুপ-রস-গন্ধ ছাড়া এক ধাঁধা
ভালবাসা ছাড়া সব ফ্যাকাসে যেন মাটি কাদা।
ভালবাসাময় ধরণী স্বর্গ সুখ এনে দিতে পারে
ভালবাসাহীন স্বর্গটাও নরক মনে হতে পারে।
ভালবাসা এক অমোঘ শক্তি সৃষ্টি বিধাতার
ভালবাসা তাই দারুণ কাম্য অপার মুগ্ধতার।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩০
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ মামু্ন ভাই।ভাল থাকবেন সবসময় ।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৭
এম এ কাশেম বলেছেন: চমৎকার ৩টি কবিতা,
অনেক ভাল লাগা,
শুভ কামনা।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ এম এ কাশেম। আছি কবিতা প্রচেষ্টায়। মাত্রা আর ছন্দ মিলিয়ে সত্যিকারের কবিতা সাধনায়।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৮
ঢাকাবাসী বলেছেন: ভালবাসা কাম্য, ভাল লাগল।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ সুপ্রিয় ঢাকাবাসী ভাল থাকবেন সবসময়।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৩
নিশাত তাসনিম বলেছেন: চমৎকার একটি কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো নিশাত তাসনিম ।ভাল থাকবেন।
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৪
সুমন কর বলেছেন: ছন্দময় ৩টি ভালবাসার কবিতা। চমৎকার !!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা সুমন কর।
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫০
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: অসাধারন
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৬
মেহেরুন বলেছেন: ভালো লাগলো ভাইয়া। ২ নং কবিতায় ছোটে যাই না দিয়ে ছুটে যাই দিলে বেশি মানানসই মনে হত।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১০
সেলিম আনোয়ার বলেছেন: বেশি মানান সই করে দিলাম। কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৮
মেহেরুন বলেছেন: এখন পড়তে ভালো লাগছে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ধন্যবাদ ভালো লাগায়। মেহেরুন আপু আপনার খবর কী। বই মেলায় গিয়েছেন?
৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৯
মেহেরুন বলেছেন: খবর আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো। বই মেলায় এখনো যাই নি। সামনের সপ্তাহে যাবার ইচ্ছে আছে। আপনি গিয়েছেন???
ভালো থাকবেন।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪১
সেলিম আনোয়ার বলেছেন: এখনো যাওয়া হয়নি। আগামীকাল সাহিত্য আড্ডা তো বইমেলাতেই চলে আসুন। অনেকে থাকবে। আর ভালোও লাগবে।
১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৪
মেহেরুন বলেছেন: তাই নাকি?? সাহিত্য আড্ডা বিষয়টা কি?? কোথায় হবে??
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: বাংলা একাডেমির লিটলম্যাগ প্রাঙ্গণ। আড্ডার বিষয় সাহিত্য। সামু ব্লগারদের সাহিত্য বিষয়ক আলোচনা। একটি ত্রৈমাসিক ও হাতে পাবেন আশা করি।যেখানে সামুর ব্লগারদের দারুন সব লেখা থাকবে।
আর নামকরা সব ব্লগারদের সান্নিধ্য দারুন মজার হবে।
১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
সোনালী ডানার চিল বলেছেন:
তিনটি কবিতাই সুন্দর, তবে 'চল ছুটে যাই'
টি বেশি ভালো লাগলো!
শুভকামনা কবি!!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় সোনালী ডানার চিল । ভাল থাকবেন সবসময় ।
১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
টুম্পা মনি বলেছেন: অনেক চমৎকার লিখেছেন। খুব ভালো লাগল।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১১
মোঃ ইসহাক খান বলেছেন: কবিতার স্রোত বইতে থাকুক .........
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় মোঃ ইসহাক খান । ভাল থাকবেন।
১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩
পাঠক১৯৭১ বলেছেন: শেষ কবিতাটা কবি আলাওলের কবিতার মত: অনেক আগের বাংলা কবিতার মতো।
ভালোবাসা হৃদকে জাগিয়ে তোলে, রং এর ছোঁয়া দেয়, প্রকৃতি হৃদয়ের অনুভুতিকে ধারণ করে।
কবিতায় প্রাণ আছে, আলো আছে!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা । কবিতা হয়ে যাক সর্বকালীন। ভাল থাকবেন সবসময় ।
১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯
অস্পিসাস প্রেইস বলেছেন:
"ভালবাসা এক অমোঘ শক্তি সৃষ্টি বিধাতার
ভালবাসা তাই দারুণ কাম্য অপার মুগ্ধতার।"
ভালো লাগলো।
শুভ কামনা রইলো সেলিম ভাই। ভালো থাকুন।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ অস্পিসাস প্রেইস। ভাল থাকবেন সবসময় ।
১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: ছন্দমিলযুক্ত কবিতা ভাল লাগল।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ প্রোফেসর শঙ্কু । ভাল থাকবেন সবসময় ।
১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫
শুভ্র দা বলেছেন: সুন্দর
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা।
১৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩০
রাসেলহাসান বলেছেন: দারুন ৩ টি কবিতা!!
ভালবাসাময় ধরণী স্বর্গ সুখ এনে দিতে পারে
ভালবাসীহীন স্বর্গটাও নরক মনে হতে পারে।
খুব ভালো।।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৮
রোকেয়া ইসলাম বলেছেন: চমৎকার কবি.........।।
তিনটি কবিতাই অসাধারণ। খুব খুব ভাল লেগেছে।
শুভ কামনা জানবেন......।।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
২০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এতগুলো এক সাথে দিলে পড়তে কষ্ট হয়।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৭
সেলিম আনোয়ার বলেছেন: মাত্র তিনটা কবিতা। ভাগ্যিস ব্যস্ত থাকি ।তোমর কষ্ট কম হচ্ছে।
তোমার সাজেশন বলো কী করা যায় ?
সামনে বছর খানেক আমার কবিতা খরা যাবে।
তখন আর কষ্ট হবে না স্বর্ণলতা ।
২১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালোবাসা অথবা ভালবাসা দুটোর গুরুত্বই মাঝে মাঝে বুঝিনা।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২১
সেলিম আনোয়ার বলেছেন: জটিল ব্যাপার। তবে গুরুত্ব আছে। মাঝে মাঝে অগুরুত্বপূর্ণ হতে পারে । আবার মাঝে মাঝে অক্সিজেনের মত না হলে চলে না।
কী আ বাত হে কান্ডারী ।
২২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৩
হাতীর ডিম বলেছেন: চমৎকার।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩২
আমি শঙ্খনীল কারাগার বলেছেন: সেলিম ভাই বরাবরের মতই অসাধারণ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৩
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভালো লাগলো
মাঝের টা বেশি ভালো
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
নীল-দর্পণ বলেছেন: ২য় টা
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাললাগায় ধন্যবাদ ।
২৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০১
পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন কবিতা
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ বন্ধু ।
২৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৩
বিপ্লব06 বলেছেন: কোথায় যেন শুনলাম আপনি নাকি দেশের বাইরে যাচ্ছেন? কোথায় কি কাজে? পড়তে?
আপনার প্রোপিক দেখে আপনার পোস্টে কমেন্ট করতে ভয় পাই :#>
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৬
সেলিম আনোয়ার বলেছেন: ভয়ের কীছু নেই। এটা প্রফেশনাল ট্যুর ।
২৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৫
আমিই মিসিরআলি বলেছেন: চমৎকার লাগলো সেলিম ভাই
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।
২৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৩০
অনিকেত নন্দিনী বলেছেন: ভালবাসারা ছুটে চলুক জলপ্রপাতের মতো
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও শুভকামনায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
৩০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৪২
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ভালোবাসারা ভালোবাসার মত ভালোভাবে বেচে থাকুক...প্রেমের জয় হোক..
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ বন্ধু তুহিন প্রাঙ্গনে মোর।
৩১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৮
আমি সাদমান সাদিক বলেছেন: ভালো লাগা রইল
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার ভাল থাকবেন ।
৩২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৮
ক্লান্ত তীর্থ বলেছেন: ভালবাসা প্রাণের আকুতি
মানেনা যে কোন আইন;
ভালবাসা না পেলে প্রেমিক
বুকে নিতে পারে মাইন।
সহমত!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ক্লান্ত তীর্থ ।
©somewhere in net ltd.
১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৭
মামুন রশিদ বলেছেন: সুখ প্রপাত বয়ে চলুক নিরবধি ।