নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বাসন্তী

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৩

বসন্ত বীণা







ছবিঃ নিজস্ব এলবাম





গোপনে আসা যাওয়া________কেবল দুঃখ পাওয়া

কত ফাগুন যাবে এভাবে সময়ের স্রোতে ?

এসেছিলে ফুল হাতে________ ভালবাসা ছিল তাতে

রেখেদিলে তা যতনে কোন সে সোনার পাতে।

মনের ভিতরে যারে__________দিয়েছো অধিকার

কেন তারে কাছে টেনে নিতে পারছোনা আর?

এ কেমন খেলা তব__________বেদনা নাও নব নব

গোপন করে ব্যথা গড়ছো শোকের পাহাড়।

হাত পেতে আমি আছি ________ হৃদয়ের কাছাকাছি

প্রেমের প্রাসাদ গড়বো তোমায় সাথী করে

বুঝেছো তুমি কী তা__________এ যে প্রেমের বারতা

থাকো কেন দূরে সরে এসো না পাঁজর জোড়ে।

একটু সুবাস দাও_________ আবেগে জড়িয়ে নাও

সুখছুঁয়া ,মধুমায়া আদরে সোহাগে দাও;

দিবে কীনা সখি বলো?______কত যে ফাগুন গেল!

ভাসাবে কীনা সখী আমার এই ছোট নাউ?

সুখ পাখি থাকে হেথা_____ঘুরে মরছো অযথা

সুখের নোঙর ফেলে বলে দাও মন কথা।

এসেছে ঋতু ফাগুন______মনে সুপ্ত আগুন

চল হয়ে যাই উদাসী, উষ্ণ প্রস্রবণ ।

কান পেতে আমি আছি_____ শুনতে সে আহবান

মনের বেদনা সব হয়ে যাক প্রশমন।




প্রপোজাল



বসন্তের মাতাল হাওয়ায় মাতোয়ারা যদি এ মন

_________________দোষ কী মনের বল?

ফাগুনের উতাল হাওয়ায় আততায়ী যদি এ মন

__________________দোষ কী মনের বল?

যদি রাসপুটিন হয়ে যাই তোমাকে পাওয়ার আশায়

___________________দোষ দেবে কী?

যদি পরম আদরে জীবনসঙ্গী করে নিতে চাই

__________________ফিরিয়ে দেবে কী?






বসন্তের ফুল





ছবি-কোবিদ



ফাল্গুনে একদিনে ঝরেছিলো পুষ্প-এক নিরবে

শোকছিলো তারমনে বিষাদের নীলরঙে

ঘিরেছিলো নির্জনতা সাতপ্রহরের

সুন্দর একটা মনছিল

তাতে ভালবাসার রং ছিলো

সফলতা ছিল খ্যাতি ছিল তার

মেধাছিল উর্দ্ধসীমানার

বন্ধুছিল সুসময়ের সঙ্গীছিল

অনেক মানুষের মাঝেও শুধু একজন ছিলনা তার

তাই সব থেকেও নিদারুণ এককিত্ব তাকে গ্রাস করেছিলো

নির্বাসিত করেছিলেন তিনি নিজেকে

একজনের আগমনের প্রতীক্ষায়

দিনরাত মাস বছর গেলো

কার প্রতীক্ষায় ছিলেন কেউ জানেনি

সবাই জানতো তিনি প্রতীক্ষায় আছেন

প্রতীক্ষায় বসন্তের শুরুতে

ভোরের শিশিরের মতন নিরব প্রস্থান হলো তার।

মধুর বসন্তে ফুলে ফুলে ভরা সমাধি হলো তার

আর মানুষের ঢল -যারা ভালবসতো তাকে

এসেছিলো তারা অশ্রুমুক্তো আর ফুল হাতে

সেই মানুষের ঢলে হয়তো আসা হয়নি তার

সেই সে মানুষ যিনি ছিলেন নিদারুণ প্রতীক্ষার।





উৎসর্গঃ প্রয়াত অভিনেতা প্রিয় মানুষ হুমায়ূণ ফরীদি। আল্লাহ তাকে জান্নাত বাসী করুক।তিনি ভাষা আন্দোলনের বছরে জন্মেছিলেন। মরে গেলেন বসন্তের ১ম দিনে।তাই তিনি বসন্তের ফুল।

মন্তব্য ৪০ টি রেটিং +২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯

সুমন কর বলেছেন: মনে হয়, উনাকে আপনি পছন্দ করেন। কারণ আপনার প্রোপিকে উনি।
উৎসর্গ আর কবিতা ভাল হয়েছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৬

মেহেরুন বলেছেন: ভাইয়া কেমন আছেন? তিনটা কবিতাই ভালো তবে আমার বেসি ভালো লেগেছে প্রথমটা। ++++

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: প্রথমটা বেশি ভাল লাগায় ভাল লাগলো। ওটা মাত্রা পর্ব মিলিয়ে লিখা একটি কবিতা ।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩০

মেহেরুন বলেছেন: :) ফাল্গুনের শুভেচ্ছা রইলো ভাইয়া। আমার ব্লগে আমন্ত্রন রইলো।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ফাল্গুনের শুভেচ্ছা আর অভিন্দন ।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৯

নিশাত তাসনিম বলেছেন: উৎসর্গঃ প্রয়াত অভিনেতা প্রিয় মানুষ হুমায়ূণ ফরীদি। আল্লাহ তাকে জান্নাত বাসী করুক।তিনি ভাষা আন্দোলনের বছরে জন্মেছিলেন। মরে গেলেন বসন্তের ১ম দিনে।তাই তিনি বসন্তের ফুল।

বসন্তের ১ম দিনের পোস্টে ১ম +

শুভ ফাল্গুন ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৪

হাতীর ডিম বলেছেন: "সন্তের মাতাল হাওয়ায় মাতোয়ারা যদি এ মন
_________________দোষ কী মনের বল"

চমৎকার লাগলো কবিতাগুলো।

প্রিয় অভিনেতা হুমায়ূণ ফরীদিকে আল্লাহ জান্নাত বাসী করুক। (আমিন)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর শুভকামনায় ধন্যবাদ । ভাল থাকবেন ।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৮

লাবনী আক্তার বলেছেন: কবি ভাই সবগুলো কবিতাই ভালো লাগল খুব।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ আপু । ভাল থাকবেন সবসময় ।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২০

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: অনেক সুন্দর ভাইয়া

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ আর শুভকামনা ।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৪

আমি শঙ্খনীল কারাগার বলেছেন: সবগুলো কবিতাই অসাধারণ। কবিতা ও উৎর্গের প্রতি শ্রদ্ধা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

পেন্সিল চোর বলেছেন: উৎসর্গের জন্য রইলো শ্রদ্ধা।
কবিতাগুলোর জন্য প্লাস

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ পেন্সিল চোর ।

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

ঢাকাবাসী বলেছেন: চমৎকার কবিতার জন্য আপনাকে শুভেচ্ছা আর বন্ধু ফরীদির আত্মার জন্য দুয়া।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
যদি পরম আদরে জীবনসঙ্গী করে নিতে চাই
__________________ফিরিয়ে দেবে কী?


সুন্দর আকুতি।

হুমায়ুন ফরিদীর প্রতি শ্রদ্ধাঞ্জলি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬

বোকামন বলেছেন:
সুন্দর ! সুন্দর !
হুমায়ুন ফরিদীর প্রতি শ্রদ্ধাঞ্জলি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৯

পাঠক১৯৭১ বলেছেন: আপনার কবিতা তো বাতায়নে বসন্ত নিয়ে এলো!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৪

ঝিনুক ওয়াজিহা বলেছেন: হুমায়ুন ফরিদীর প্রতি শ্রদ্ধাঞ্জলি

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৪

সেলিম আনোয়ার বলেছেন: পরিকল্পনা করেছি ফরীদি ফ্যান ক্লাব গঠন করার। যেটি সামহুয়ারইন ব্লগারদের নিয়ে গঠন করা করা হবে । যারা ফরীদির হয়ে বেচে থাকবেন বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে ।

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ অভি । ভাল থাকবেন সবসময় ।

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০১

Eisenheim বলেছেন: মাত্রাসহ কবিতা তেমন একটা পড়া হয়না, তাও দ্বিতীয় কবিতাটা বেশ ভালো লাগলো :) শুভ বসন্ত

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৬

সেলিম আনোয়ার বলেছেন: মাত্রাসহ মাত্রাছাড়া সব কবিতা লেখার প্রচেষ্টা থাকবে।

ছন্দ ছাড়া কবিতা গুলোর সৌন্দর্য নির্ভর করে তার ভাব আর চমৎ শব্দ ব্যবহারে।

আর ছন্দ মাত্রা সহ কবিতা কিন্তু প্রকৃত অর্থে কবিতা যেগুলো কথার ছলে বলে ফেলে তৃপ্তি মেটে ।

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৮

সায়েদা সোহেলী বলেছেন: শ্রদ্ধাঞ্জলি


কবি কে শুভেচ্ছা

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে সুস্বাগতম। ভাল থাকবেন সবসময় ।

১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০১

মোঃ ইসহাক খান বলেছেন: খুব দ্রুত কবিতা আসছে আপনার। সাধুবাদ রইলো।

শ্রদ্ধেয় হুমায়ূন ফরিদীর জন্য ভালোবাসা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩২

এহসান সাবির বলেছেন: ফাগুনের শুভেচ্ছা রইলো।

শ্রদ্ধেয় হুমায়ূন ফরিদীর জন্য ভালোবাসা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ এহসান সাবির ।

২০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৩

অবচেতনমন বলেছেন: মনের ভিতরে যারে__________দিয়েছো অধিকার
কেন তারে কাছে টেনে নিতে পারছোনা আর?

অসাধারন

প্রয়াত অভিনেতা প্রিয় মানুষ হুমায়ূণ ফরীদি, বসন্তের ফুল।

শ্রদ্ধা ও ভালবাসা রইল তার প্রতি, তাহার আত্নার অন্তিম শান্তি মিলুক।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ভাল থাকবেন সব সময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.