নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
অমর একুশে
এই বাংলার প্রন্তরে বায়ান্নর ফাল্গুনে
দুখিনি বর্ণমালা ভেঙে পড়ে ক্রন্দনে
মুছে দিবে বাংলা তাই মিলিয়েছিলো হাত
কুচুটে সব মিলে সৃজেছিল তিমির রাত
করে রুদ্ধ টুটি —প্রিয় বাংলা ভাষার
হাজার শত্রু জুটি —নেভাতে আলো আশার।
দুখিনি বর্ণমালা তাই নিরবে নিভৃতে কাঁদে
বেদনার অনুভবে।
বাংলার দামাল ছেলের দল উচ্ছল— চঞ্চল
হয়েছিল যে আগুয়ান
নিয়েছিলো বুক পেতে
শকুনীর বুলেট বান— তাজা রক্ত ঢেলে
তিমির আঁধার ঠেলে —দুখিনি বর্ণমালার
দুঃখ ঘুচিয়ে দিলো—
বিজয় সূচিত হলো —কাঙ্খিত বিজয় ,মায়ের ভাষার
অমর একুশে আজ বিশ্বজুড়ে মানুষের-মানবতার।
মাতৃভাষার বর্ণমালা মতৃদুগ্ধের মত, শ্রবণে- বচনে
মিশে গিয়ে চেতনায় ,তৃপ্তি দানে অনুভবে- প্রাণে।
একুশ আসে ফিরে
একুশ আসে ফিরে ফুলের নুপুর পরে
ফাগুন হাওয়ায় বাংলা মায়ের ঘরে
_______________নাঙা পায়ে।
ভোরের শিশির ভেজা তাজা রক্তগোলাপে,
প্রাণের ছোঁয়া লাগে চেতনারা সব জাগে
_______________গান গেয়ে।
ফাগুনের ছুঁয়ায় রাজপথে ,সবখানে
আনন্দমাখা বেদনায় ফুলের বর্ষা নামে
_______________অশ্রুনয়নে।
তিমিরহারা ভোরে বাংলার ঘরে ঘরে
শহীদ স্মৃতি স্মরণে মুক্ত পাখিরা গায়
______________ শ্রদ্ধামনে।
বাঙলা বর্ণমালা তৃষ্ণা মেটায় প্রাণে
স্বপনে, বচনে ,অমর একুশে গানে
______________ মুগ্ধতানে।
দৃষ্টি আকর্ষণঃ এই একুশে চলুন সমস্বরে বলি
একুশ আমার চেতনা______ একুশ আমার বিশ্বাস
একুশ আমার প্রেরণা ______একুশ আমার নিশ্বাস ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবেসের ভাষা শহীদও সৈনিকদের শ্রদ্ধাঞ্জলী।
ছবি নেট
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১০
মামুন রশিদ বলেছেন: একুশ আমার চেতনা______ একুশ আমার বিশ্বাস ।
আপনাকেও একুশের শুভেচ্ছা কবি ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: একুশের চেতনায় উদ্ভাসিত হোক এ দেশের মানুষ। একুশে শহীদদের আত্নত্যাগ শ্রদ্ধা ভরে স্বরণ করছি। আজ একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মান লাভ করেছে। দিনটি বেদনার হলেও আমাদের জন্য গৌরবেরও বটে।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৮
শুভ্র দা বলেছেন: একুশের শুভেচ্ছা
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৮
শুভ্র দা বলেছেন: একুশের শুভেচ্ছা
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০০
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও মাতৃভাষা চর্চায় সবাই দায়িত্ববান হোক।
শুভকামনা থাকলো ।
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২২
ইখতামিন বলেছেন:
সুন্দর লাগলো..
একুশের শুভেচ্ছা..
একুশের ফেবু কভার..
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২১
নিশাত তাসনিম বলেছেন: সুন্দর কবিতায় অপরূপ দেশ দেশ প্রেম ফুটে উঠেছে।
বাংলা আমার প্রাণ । আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় লিখি বাংলায় গান গায় ।
ব্যস্ততার কারণে আজ ১ম + দিতে পারিনাই তাই ৩য় + দিয়ে গেলাম।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ । নিরন্তর শুভকামনা । ভাল থাকবেন ।
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সুন্দর কবিতা....
একুশ আমার প্রেরণা.... একুশ আমার নিঃশ্বাস।
কবিকে একুশের শুভেচ্ছা!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০২
সেলিম আনোয়ার বলেছেন: আসলে একুশের শুভেচ্ছা ব্যাপারটা অনুভূতি প্রকাশের জন্য সম্পূর্ণ নয় বোধ করি আমার ই ভুল হয়েছে। ব্যাপারটির সঙ্গে মিশে আছে দারুণ বেদনাময় ইতিহাস। তাই ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধাঞ্জলী। দেশের মানুষ একুশের চেতনায় উদ্বুদ্ধ হোক এই কামনা সুপ্রিয় ব্লগার।
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৫
স্বপ্নবাজ অভি বলেছেন: একুশ আসে ফিরে
যুগের চাহিদা অনুযায়ী একুশের চেতনাকে আরো সার্বজনীন করতে হবে , নিজস্বতা টিকিয়ে রাখতে হলে !
চমৎকার সেলিম ভাই !
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৪
সুমন কর বলেছেন: সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবেসের ফুলেল শুভেচ্ছা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৫
সেলিম আনোয়ার বলেছেন: ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধাঞ্জলী। আর ফুলেল শুভেচ্ছা যাদের উদ্যোগে এটি আন্তজাতিক মাতৃভাষার দিবসের সম্মান অর্জন করেছে ।
১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫
পরিবেশ বন্ধু বলেছেন: একুশের শুভেচ্ছা
ভাললাগা +
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩২
সেলিম আনোয়ার বলেছেন: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধাঞ্জলী ।
১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৭
বশর সিদ্দিকী বলেছেন: একুশের শুভেচ্ছা
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩২
সেলিম আনোয়ার বলেছেন: comentey dhonno bad nirontor suvokamona
১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৭
সানড্যান্স বলেছেন: শহীদ দের রুহের মাগফিরাত কামনা করছি।
ভাষা দিবসের কবিতায় প্লাস!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৭
উদাস কিশোর বলেছেন: একুশের শুভেচ্ছা
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: একুশের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে সবাইকে এগিয়ে যেতে হবে।
শ্রদ্ধাঞ্জলী ভাষা শহীদদের প্রতি ।
১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৩
নীল-দর্পণ বলেছেন: সুন্দর !
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪
মোঃ ইসহাক খান বলেছেন: একুশ নিয়ে কবিতা। ভালোলাগা।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৫
বেলা শেষে বলেছেন: For Brother সেলিম আনোয়ার:
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: ভাষা সৈনিকদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি ।
১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৮
অস্পিসাস প্রেইস বলেছেন: চমৎকার সেলিম ভাই !
সুন্দর লাগলো..
একুশের শুভেচ্ছা..
শহীদ দের রুহের মাগফিরাত কামনা করছি।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।
১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০২
মায়াবী ছায়া বলেছেন: কবিতায় ভাল লাগা।।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবেসের ফুলেল শুভেচ্ছা।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।
১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০১
ক্লান্ত তীর্থ বলেছেন: এত ভালো লিখেন কেমনে ভাই??হিংসা হিংসা হিংসা!
একুশের শুভেচ্ছা!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০০
পাঠক১৯৭১ বলেছেন: ২১শের শুভেচ্ছা পেলাম; বাংলা পড়তে জানি তাই শিভেচ্ছাটুকু নিতে জানলাম।
কত কোটী মানুষ আপনার শুভেচ্ছাটুকু আকাশে লিখে দিলেও পড়তে পারবে না; তারা কি শহীদের কথা ভাবে?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৩
সেলিম আনোয়ার বলেছেন: পরের বছর ইংরেজীতে অমর একুশে কবিতা লিখার চেষ্টা করবো ।
কমেন্টে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৩
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: অসাধারন.. জয় বাংলা