নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
লুটেরা তুমি
হৃদয়খানি লুটে নিয়েছো
দস্যুর মত—
১২ টি দীর্ঘশ্বাস ,
জন্ম দিয়েছো—
খেলায় মেতেছো।
রাতের ঘুম,নিদ্রা কুসুম
কেড়ে নিয়েছো—
সুখী পৃথিবী—স্বপ্ন সাধনা
লুটে নিয়েছো—
খেলায় মেতেছো।
কিছু হাহাকার —কিছু ব্যর্থতার
পাহাড় গড়েছো—হৃদয়ে আমার।
অতপর হারিয়ে গেছ
সাত জনমের অাঁধার হয়েছো—
লুটে নিয়ে হৃদয়টারে—
খেলায় মেতেছো।
সোনার ভোরে
কপাটখানি বদ্ধ করে
দূরে রেখেছো—
চাতকের চোখে অশ্রুফোটা
ঢেলে দিয়েছো—
কেমন ছলায় আশার আলোটি
নিভে দিয়েছো—
লুটে নিয়েছো —লুটে নিয়েছো
মিথ্যে প্রবোধ অঙ্গে মেখেছো—
অপেক্ষার প্রহর সাজিয়ে দিয়েছো—
এখনো এ হৃদয়ে ঘাসফুল
এ দেহ ঘাসফড়িং
এ দুটি চোখ জোনাক আলো
এ মনটা প্রজাপতি—
তাতে তুমি কি করেছো?
লুটে নিয়েছো লুটে নিয়েছো—
হদয়টাকে ভেঙে দিয়ে লীন হয়েছো—
লুটেরা হয়েছো।
১২ টি দীর্ঘশ্বাস ,
জন্ম দিয়েছো—
০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: গুণে গুণে ১২টা পেয়েছি এই কেনর উত্তর নেই।
২| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:৩১
ক্লান্ত তীর্থ বলেছেন: অতি সুস্বাদু হয়েছে,পাঠে তৃপ্ত!
০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:৩৯
সুমন কর বলেছেন: পড়তে মজাই লাগল।
০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।
৪| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:৪৮
বেলা শেষে বলেছেন: It is now better picturing with devolupt pogramm.
Good , beautiful.
০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:০৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ভাল লাগা ।
৫| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:৪৯
নিশাত তাসনিম বলেছেন: দোহায় লাগে লুটেরা সেলিম ভাইরে হৃদয় খানি ফিরাইয়া দেও
০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:২০
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ধন্যবাদ ।
৬| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:০১
টুম্পা মনি বলেছেন: চমৎকার লিখেছেন।
০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:২৪
সেলিম আনোয়ার বলেছেন:
৭| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:১৮
এহসান সাবির বলেছেন: লুটে নিয়েছো লুটে নিয়েছো—
হদয়টাকে ভেঙে দিয়ে লীন হয়েছো—
লুটেরা হয়েছো।
মাত্র ১টি দীর্ঘশ্বাস ,
জন্ম দিয়েছো—
কবিতায় ভালোলাগা কবি।
০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:৩০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় এহসান সাবির ।
৮| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
ঐ চোখে তাকিওনা আমি লুটপাট হয়ে যাব..........
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৮:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ কান্ডারী ।
৯| ০২ রা মার্চ, ২০১৪ রাত ২:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
লুটে নিয়েছো লুটে নিয়েছো—
হদয়টাকে ভেঙে দিয়ে লীন হয়েছো—
লুটেরা হয়েছো।
১২ টি দীর্ঘশ্বাস,
জন্ম দিয়েছো—
ভালো লাগলো কবি।
গানের কথা মনে পড়লোঃ
তুমি যে ডাকাত তুমি চোর,
লুটে নিয়েছ হৃদয় মোর
চুরি করেছো কখন গোপনে
আমার এ ছোট্ট মনটা।
গানটা উপহার দিলাম আপনাকে
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৮:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার গান । গানে ভাল লাগা ।
১০| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১০:২১
এম এ কাশেম বলেছেন: এক যুগ বা ১২ বৎসর
১২টি দীর্ঘ নিঃশ্বাস বুঝি?
০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৩০
সেলিম আনোয়ার বলেছেন: হু ধরে ফেলেছেন্।যদিও এটি রুপক হিসেবে।১২ মাস হলেই বা ক্ষতি কী।
সুন্দর কমেন্টে ধন্যবাদ।
১১| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১০:৩৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার! অনেক চমৎকার হযেছে। ভালো লাগা রইলো।
ধন্যবাদ।
০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:১০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।
১২| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:০১
ঢাকাবাসী বলেছেন: সুন্দর লিখেছেন।
০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৩| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:১৭
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: সাধু সাধু। ১২ মাস?
০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:২৩
সেলিম আনোয়ার বলেছেন: ১২ মাস ব্যাপারটা সর্বকালীন। তাই একযুগের চেয়ে ব্যাপ্তি বেশি । ভাল থাকবেন।
১৪| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:০৫
স্বপ্নবাজ অভি বলেছেন: লুটেরার ১২ বার ফাঁসি চাই !
০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:১২
সেলিম আনোয়ার বলেছেন: ১২ মাস ফাসি।
১৫| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:৫৬
মামুন রশিদ বলেছেন: লুটপাটের কবিতা ভালো লাগছে । ইদানিং আপনার কবিতাগুলোর ভিন্ন আঙ্গিক ভালো লাগছে ।
০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:১০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:৩০
বৃষ্টিধারা বলেছেন: ১২টি ই কেনো ? কোনো বিশেষ কারণ আছে কি ?
কেমনাছেন ?