নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অনুসন্ধান

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৬

তোমার হৃদয়ের গলনাঙ্ক কত জানার সাধ হয় ।

আমার থার্মোমিটারে সেই মাত্রার পরিমাপক আছে কীনা?

কতটুকু সুপ্ততাপ এ মনের আগ্নেয়গিরিতে পুঞ্জীভূত হয়েছে জানা নেই

সেই প্রস্তর যুগ থেকে জমছে উত্তাপ আর ছুটছে প্রেরণার টগবগে ঘোড়া

সেটি যথেষ্ট কী না বহু কাঙ্খিত তোমার প্রস্তর উপত্যকা পুড়ে খাঁটি সোনা গড়তে ?

পারবো কী না বইয়ে দিতে তাতে প্রেমের জলপ্রপাত?

হৃদয় গলনের সূত্র গড়ে পারবো কী ঝরাতে প্রেমের বারিপাত?

বোস-আইনস্টাইন থিওরীর মতন যৌথ কোন প্রয়াস হতে পারে কী ?

নিউটনের তৃতীয় সূত্র কী প্রযোজ্য হতে পারে না প্রেমে ?___ভালবাসার বিনিময়ে ভালবাসা___ সমানে সমান প্রতিদান ।

না কী অন্য কোন সূত্র মেনে চলে তোমার হৃদয় ? যেটির আবিষ্কার হয়নি এখনো।

কিসে বিগলিত তোমার হৃদয়? কেমনে তা আবেগাপ্লুত হয়? আদরে সোহাগে নাকি প্রচন্ড পরাভবে? কিসের প্রেরণায় তোমার সোনার পদযুগল ছড়িয়ে দাও ময়ূরীর পেখম তোলার মত।

ফাগুণের মাতাল হাওয়ায় ,নাকী চৈত্রের দাবদাহে ভরদুপুরে অলস বেলায় !

তোমার হৃদয় গলাতে কতটুকু প্রেরণা চাই ?

তোমার ভালবাসার প্রেরণা বিকশিত হয় কতটুকু আর্চনায় ?

মন্তব্য ৩১ টি রেটিং +১/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:০১

এম এ কাশেম বলেছেন: চমৎকার সেলিম ভাই।

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।

২| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:০৩

বৃষ্টিধারা বলেছেন: তোমার ভালবাসার প্রেরণা বিকশিত হয় কতটুকু আর্চনায় ?

৩| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:২১

অদৃশ্য বলেছেন:






চমৎকার হয়েছি... খুবই ভালো লাগলো লিখাটি আমার সেলিম ভাই...


শুভকামনা...

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৪৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এবারের লেখাটিও খুবই চমৎকার হয়েছে সেলিম ভাই!!
ভালো থাকবেন।










ধন্যবাদ।

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।

ভাল থাকবেন ।

৫| ০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:০৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অসাধারণ +++++++++++++++

০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৬| ০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:৩২

হাতীর ডিম বলেছেন: মাথার উপর দিয়ে গেল B:-) B:-) B:-)

০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:০৩

সেলিম আনোয়ার বলেছেন: আমার এক বন্ধুর দারুণ প্রেমানুভূতি নিয়ে কবিতাটি লিখেছিলাম। বা লেখার চেষ্টা করে ছিলাম ।সে নিজের প্রেম কিভাবে সফলতার সঙ্গে উপস্থাপন করবে সে ব্যাপারে সেটা আকুতি থেকে লিখা।

৭| ০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

অর্থনীতিবিদ বলেছেন: ১৯৯৬ সালে একবার পদার্থ বিজ্ঞানের সাথে মানব অনুভূতি মিলিয়ে একটি কবিতা লেখার ব্যর্থ চেষ্টা করেছিলাম। দুটি লাইন এখনও মনে আছে।

‘‘তুলাদন্ডে স্থিরীকৃত ভাগ্য রজনীতে,
বিধাতা নেমে এসেছিলেন স্লাইড ক্যালিপার্স হাতে। ’’

ছাতামাতা আরও কী কী যেন লিখেছিলাম ঠিক মনে নেই। আপনার কবিতাটি পড়ে মনে হলো, এমন ব্যতিক্রম কবিতা আর কখনও পড়া হয়নি। আমি হয়তো এমন কিছুই লিখতে চেয়েছিলাম তখন। কবিতায় একরাশ ভাললাগা।

০২ রা মার্চ, ২০১৪ রাত ৮:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: এটাও ২০০৫ সালে আমার লেখা একটা কবিতা ।এডিট করে নিয়েছি। কবিতাটি আমার কাছে অড মনে হয়েছিল। এ্রখন আর কবিতায় এসব ব্যবহার করিনা।

৮| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:৩৩

মামুন রশিদ বলেছেন: তোমার হৃদয় গলাতে কতটুকু প্রেরণা চাই ?
তোমার ভালবাসার প্রেরণা বিকশিত হয় কতটুকু আর্চনায় ?


বড় জানতে ইচ্ছে করে !

০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: আমারো........

কমেন্টে ধন্যবাদ। মামুন রশিদ ভাই।

৯| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:১০

কান্ডারি অথর্ব বলেছেন:

না কী অন্য কোন সূত্র মেনে চলে তোমার হৃদয় ? যেটির আবিষ্কার হয়নি এখনো।

অনবদ্য সেলিম ভাই।

০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১০| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:৫৯

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: খাইছে।

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১০:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: খাইছে মানে? খেয়ে হজম করে ফেলেছে।কমেন্টে ধন্যবাদ।

১১| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১২:২৫

আশিক মাসুম বলেছেন: চ্রম :)

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১০:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। কবি।

১২| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১:৫৬

তওসীফ সাদাত বলেছেন: মাথায় ঢোকে নাই সেলিম ভাই :(

০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। বোস আইনস্টাইন থিওরী ব্যাপক জটিল যদিও সত্যেন বোস নোবেল পাননি আইনস্টাইন ঠিকই নোবেল পেয়েছেন। নিউটনের ৩য় সূত্র খুব সহজ।সমান আর বিপরীত মানের বলতে ভালবাসার বিনিময়ে ভালবাসা বুঝিয়েছি। ঘৃণা বুঝাই নি। বাকী টুকু সহজ। আর থার্মোমিটার। বুঝতে চাওনা বুঝনা কথাটার উত্তর ভবতে পারেন্।আর প্রিয়ার মন যখন দূর্বোধ্য তখন সবাই বোধ হয় অবাক হয়ে খুজে আসলেই আছে কী কোন সূত্র যেটি দিয়ে প্রিয়ার ভালবাসা লাভ করা যায় ।

১৩| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:২৬

মেহেরুন বলেছেন: জটিল কিন্তু সুন্দর :)

০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: জটিল কিন্তু সুন্দর দারুন কমেন্ট।কমেন্টে ভাল লাগা।

১৪| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৩৬

নীলসাধু বলেছেন: কিসে বিগলিত তোমার হৃদয়? কেমনে তা আবেগাপ্লুত হয়? আদরে সোহাগে নাকি প্রচন্ড পরাভবে? কিসের প্রেরণায় তোমার সোনার পদযুগল ছড়িয়ে দাও ময়ূরীর পেখম তোলার মত।
ফাগুণের মাতাল হাওয়ায় ,নাকী চৈত্রের দাবদাহে ভরদুপুরে অলস বেলায় !
তোমার হৃদয় গলাতে কতটুকু প্রেরণা চাই ?
তোমার ভালবাসার প্রেরণা বিকশিত হয় কতটুকু আর্চনায় ?


অসাধারণ! ভাল লাগা রইলো।

শুভেচ্ছা সেলিম আনোয়ার ভাই।

০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে সুস্বাগতম সুপ্রিয় নীল সাধু।কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৫| ০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২০

অরুদ্ধ সকাল বলেছেন:

দুর্দান্ত শব্দকল্পময়!

কবিতায় অনেক কিছু পেলাম

০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৬| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৯

ফারজানা শিরিন বলেছেন: মন কিসে গলে মানুষ তা জানেনা ।

০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.