নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

টুয়েন্টি টুয়েন্টি টু থাউজেন্ড ফরটিন।

১৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৯



কী ক্রেজ ক্রিকেট

ক্রিকেট কী ক্রেজ

পৃথিবী জুড়ে লাগলো আমেজ

টুয়েন্টি টুয়েন্টি

টু থাউজেন্ড ফরটিন

ব্যাটের বলের ম্যাজিক প্রতিদিন

কী ক্রেজ ক্রিকেট

হয়তো ছক্কা নয়তো উইকেট

আবাল বৃদ্ধ বণিতা

দেখে যা দেখে যা

বলের ঘূর্ণিতে

কিংবা দূরন্ত গতিতে

ব্যাটসম্যান ধরাশায়ী

কখনো বা উল্টো

সীমানার বাইরে বলটা পড়লো

দর্শক উত্তাল—উত্তাল জনপদ

জিততেই হবে দেখবে বিজয়রথ

টুয়েন্টি টুয়েন্টি

টু থাউজেন্ড ফরটিন

ব্যাটের -বলের লড়াই প্রতিদিন

বিশাল ছক্কা মাটি কামড়ানো চার

দর্শনীয় ভঙ্গিতে ক্যাচ দৃষ্টি কাড়বে সবার

আছে কত ভেলকী

ব্যাটে বলের লড়াইয়ে

মনে লাগে দোলা কি?

জয় আর পরাজয়

নাই ডর নাই ভয়

জয়পরাজয় মাঝে

ক্রিকেটের বিজয় আছে

আরো আছে বীরত্ব

ত্যাগের মহিমা

ক্রিকেট কী ক্রেজ!

করেছে বিশ্বজয়

পত্রিকার পাতায় —চায়ের টেবিলে

আড্ডায় মুখর —সমর্থক সকলে

ব্যাটের বলের মনকাড়া জাদুতে

আমরা সবাই মেতে উঠি ক্রিকেটে

ক্রিকেট কী ক্রেজ!

ক্রিকেট জ্বরে —সকলেই সতেজ

টুয়েন্টি টুয়েন্টি

টু থাউজেন্ড ফরটিন।

--------------------------------

খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ২০১৪। স্বগতিক দেশ হিসেবে আমাদের গর্বের শেষ নেই। বাংলাদেশের টাইগাররা চমৎকার খেলে দেশবাসীর মুখ উজ্জ্বল করুক। চমৎকার সব বিজয় অর্জন করে ক্রিকেট বিশ্বে নিজের অবস্থান টুকু বুঝিয়ে দিক। আর চমৎকার আয়োজনের মধ্য দিয়ে দেশের সুনাম বৃদ্ধি পাক।ক্রিকেটের জয় হোক। ক্রিকেটের উন্মাদনায় মেতে উঠি সবাই। ক্রিকেট জ্বরে লাগুক কাঁপন সারা বিশ্বে। আবারো শুভকামনা বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। আবারো শুভকামনা সুুন্দর ক্রিকেটের জন্য ।

ছবি -নেট

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩০

মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর হইছে!

১৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা মামুন ভাই।

২| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১:০১

উজবুক ইশতি বলেছেন: সুন্দর। ভালো লাগলো

১৬ ই মার্চ, ২০১৪ ভোর ৬:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সবাই মেতে উঠুক আনন্দে ।ক্রিকেটে ।

৩| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ২:১৭

রাসেলহাসান বলেছেন: চমৎকার হয়েছে। :)

১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: আজ বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য থাকলো শুভকামনা্ ।

৪| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৫৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর।

৫| ১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৭

শক্তি শুধা বলেছেন: আসলেই পুরো দেশে বর্তমানে ক্রিকেট উন্মাদনায় আছে।

৬| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:০০

সাজিদ উল হক আবির বলেছেন: আপনার কবিতায় ক্রিকেট টিম কি উজ্জীবিত হয়ে গিয়েই ধোলাই দিলো আফগানিস্তানকে, সেলিম ভাই? !:#P !:#P

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি দারুণ বিজয় ছিনিয়ে এনেছে বাংলার দামাল ছেলেরা ।

৭| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:

সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.