নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আঁধারের প্রহেলিকা

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৪

বিশুদ্ধতায় লেপে দিলে কলঙ্ক

মুগ্ধতায় ঢেলে দিলে বিষবাষ্প____

আখির নোনাজলে তাই মরভূমি হলো সমুদ্র

ব্যথার দহনে আজি শুধু ভরদুপুরের রৌদ্র।

চোখের জ্যোতিতে ছিলে হয়ে অনন্য জোতিষ্ক

সরসভূমে লু হাওয়া দিয়ে করেছো তা শুষ্ক ।

বিনিময়ে কী পেলে?

সুখের পেয়ালা ? নাকী বিষাদের জ্বালা ?

পার যদি দাও ফিরিয়ে একটি অলস প্রহর !

জানি পারবে না ফিরিয়ে দিতে___ অতীত হওয়া সুখের নহর।

পারবে কী ফিরিয়ে দিতে___ একটি গোধূলীবেলা,

যেটি হাতছাড়া হয়ে গেছে তোমার মায়াজালে— বিরাগে ।

উপহাস আজ বিশুদ্ধ ভালবাসার প্রতিদানে

এ কেমন নিয়তি?____কী পেলে বিনিময়ে

কতটুকু মূল্য তোমার নিত্য প্রেমের আয়োজনে।

ভেবে দেখেছো কী___ কি করে কাটছে বেলা।

সাধনার জঠরে যেথা বহুপ্রতীক্ষার ভ্রুণ

তাকে ঘিরে আসছে ধেয়ে কেমন পরাগ রেনুমালা ।

এই বুঝি মৈথুন?_____এই বুঝি পরিনীতা?

অনন্ত প্রতীক্ষার মুক্ত বলাকা, শুধু দূরে দূরে থাকা

রূপালী জোছনার রাতে কেবলই আঁধারের প্রহেলিকা।

মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০১

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই কবিতা ভাল হইছে কিন্তু আপনার কাছে একটা ছবি সহ বিদেশ ভ্রমন পোস্ট চাই।

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: ভ্রমনপোস্ট হবে্ । ঘুরে এলাম পুত্রজায়া সেটি নিয়ে ভ্রমন পোস্ট দেয়ার ইচ্ছা আছে।

২| ১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:১২

মামুন রশিদ বলেছেন: বিষাদমাখা কবিতা ভালো লাগছে সেলিম । ভালো থাকবেন ।

১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।

৩| ১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর কবিতা সেলিম ভাই।

১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা্ ।

৪| ১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতায় ভালো লাগা রইলো সেলিম ভাই!

দূর পরবাসে দিনগুলো কাটছে কেমন? ওখানকার কথাও লিখবেন আশা করি!

ভালো থাকুন!

দূরে আছেন, আপনার জন্য বেশী বেশী শুভকামনা রইলো!

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কবি বেশ আছি্ লিখবো।

শুভকামনা আপনাকেও।

৫| ১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: সত্যি কথা বলতে কি আপনার কবিতা মিস করছিলাম !
আশা করি বেশ আছেন পরবাসে !
বিদেশিনী ভাবী চাই :)

১৩ ই মে, ২০১৪ রাত ১০:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুবকামনা ।

৬| ১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৩

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: খুব ভালো সেলিম ভাই।

১৩ ই মে, ২০১৪ রাত ১০:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।

৭| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:২৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর!

১৩ ই মে, ২০১৪ রাত ১০:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ।

৮| ১১ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:১৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভালো লাগলো বেশ!
কেমন আছেন??

১৩ ই মে, ২০১৪ রাত ১০:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: ভাল আছি।

কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৯| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫২

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: অনেক ভালো লাগলো।

এই বুঝি মৈথুন?_____এই বুঝি পরিনীতা?
অনন্ত প্রতীক্ষার মুক্ত বলাকা, শুধু দূরে দূরে থাকা
রূপালী জোছনার রাতে কেবলই আঁধারের প্রহেলিকা।

১৩ ই মে, ২০১৪ রাত ১০:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: আজকে রূপাল জোছনার রাত।কমেন্টে ধন্যবাদ ।

১০| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৭

উদাস কিশোর বলেছেন: চমত্‍কার কবি. . .
বিষাদের কবিতায় ভাল লাগা

১৩ ই মে, ২০১৪ রাত ১০:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধণ্যবাদ নিরন্তর শুভকামনা ।

১১| ১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: খুবই সুন্দর লাগলো।

১২| ১৩ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৪

মাহবুবুল আজাদ বলেছেন: সাহিত্য আড্ডায় আপনার লেখা

১৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩১

অদৃশ্য বলেছেন:





___ চমৎকার ___




শুভকামনা...


১৪| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৭

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,



পার যদি দাও ফিরিয়ে একটি অলস প্রহর !
কেউ পারেনা ....!

সুন্দর শুভেচ্ছা সহ ।

১৫| ১৩ ই মে, ২০১৪ রাত ৯:৫২

জাহাঙ্গীর.আলম বলেছেন:
সুন্দর লিখেছেন ৷



উপমা ও অনুসর্গে রূপকল্প নান্দনিক হল ৷


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.