নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ফাগুনের যৌবনে চৈত্রের সুশোভিত সজ্জা শেষে;
প্রকৃতির সঞ্চিত রূপসজ্জায় বৈশাখী প্রলয়
করেছে সঞ্চার নব জীবনের প্রত্যয়
নতুন উপলব্ধি—নতুন করে পথ চলার
দৃপ্ত শপথ—শেকড়ের ব্যবচ্ছেদ—
বর্ষপরিক্রমার নিয়ত সূচনা—দারুণ অাবেশে।
উৎসব মুখর প্রয়াসে শত ব্যর্থতার
সূর্যতাপিত সৎকার, পাখিদের নীড়ে
সবুজ বণানী ঘিরে
প্রত্যাশার ব্যারোমিটার হাওয়ায় উড়ে
পুরোনো বছরের সালতামামি
আর নতুন দিনের আলোকমাখা হাতছানি
সুন্দর নতুনকে ঘিরে
তাই ক্ষণিকের আয়োজন —যুগ যুগ ধরে
বাংলার ঘরে ঘরে—সীমানারও ওপারে।
যদিও পার্থিব জীবন ,নয় কোন অনন্ত পথ
জানি একদিন শেষ হয়ে যায় সব;
তবু চলতে থাকে জনপদে
উৎসাহে উদ্যমে পাখিদের কলতানে
আনন্দ বেদনার সম্মিলিত আয়োজনে
আমের বনে ভ্রমরের গুঞ্জনে
পান্তা ইলিশে রমনীর অপরূপ সাজে বৈশাখী মেলায়
কপোত কপোতির হাসি খেলায়
বাতাবী নেবুর ঘ্রাণে;
কুঁড়ে ঘরে, প্রাসাদে
আনন্দে বিষাদে ,
সবখানে—
নতুন সম্ভাবনার অনুরণন
তাই বুঝি এত আয়োজন
বাংলামায়ের কোলে
তারও কোল ছেড়ে দূরে এই স্বজনহীন দূর পরবাসে
আজ এত আয়োজন —আমাদের নীড়ে
আমাদের ঘিরে —বহু আকাঙ্খিত অভিপ্রায়
বাংলা সংস্কৃতির সিড়ি বেয়ে
ভালবাসার ঝড় উঠুক
লাগুক আম কুড়ানোর সুখ
সুখের হাওয়ায় ভরে যাক বুক
একটি মাধবী ফুটুক
সম্ভাবণার নতুন সূর্য উঠুক
চৈত্রের অবসন্ন দেহ—মন শীতল করে, মানুষের নীড়ে
সুখের ঝড়ণা ধারা ঝরুক।
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা কবি।
২| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১৩
মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন ।
নববর্ষের শুভেচ্ছা সেলিম ।
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১৭
সেলিম আনোয়ার বলেছেন: মামুন ভাই আপনাকেও শুভেচ্ছা। আর অনেক ধন্যবাদ কমেন্টে।আর নিরন্তর শুভকামনা ।
৩| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৭
নিশাত তাসনিম বলেছেন: বৈশাখী কবিতায় বৈশাখের শুভেচ্ছা ।
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২২
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও..এখানে অলরেডি পহেলা বৈশাখ
৪| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৩
স্বপ্নবাজ অভি বলেছেন: নববর্ষের শুভেচ্ছা সেলিম ভাই
কবিতা দুর্দান্ত হইছে !
১৪ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ অভি। শুভনববর্ষ।
৫| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৪
তারছেড়া লিমন বলেছেন: শুভ নববর্ষ ১৪২১...............................................
৬| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
শব্দটা কি ভাইয়া সালতামামী না সালতানামী হবে ?
নতুন বছরের শুভেচ্ছা ও সালাম রইল।
১৪ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: আসলে সালতামামি-সমার্থ হিসাবনিকাশ।
তোমাকেও নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা ।
৭| ১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০০
স্নিগ্ধ শোভন বলেছেন:
ফাগুনের যৌবনে চৈত্রের সুশোভিত সজ্জা শেষে;
প্রকৃতির সঞ্চিত রূপসজ্জায় বৈশাখী প্রলয়
করেছে সঞ্চার নব জীবনের প্রত্যয়
নতুন উপলব্ধি—নতুন করে পথ চলার
দৃপ্ত শপথ—শেকড়ের ব্যবচ্ছেদ—
বর্ষপরিক্রমার নিয়ত সূচনা—দারুণ অাবেশে।
নববর্ষের শুভেচ্ছা কবি।
৮| ১৪ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩২
উদাস কিশোর বলেছেন: ভাল লেগেছে কবি !
নববর্ষের শুভেচ্ছা
৯| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩০
অন্ধবিন্দু বলেছেন:
ওহে কবিসকল !
বৈশাখ হতে পান্তা ইলিশ, বাদ দেন ! বাদ দেন !
১০| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪১
এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।
১১| ২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৩
অদৃশ্য বলেছেন:
একটি মাধবী ফুটুক
সম্ভাবণার নতুন সূর্য উঠুক
চৈত্রের অবসন্ন দেহ—মন শীতল করে, মানুষের নীড়ে
সুখের ঝড়ণা ধারা ঝরুক।
________ আপনার মতো করে আমিও বলে গেলাম... চমৎকার লিখা সেলিম ভাই...
আর আমিও বলি বৈশাখ হতে পান্তা ইলিশটা বাদ দেন... ভর্তারা সব আত্মহত্যা করবে কিন্তু বলে রাখলাম...
শুভকামনা...
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লাগল
নববর্ষের শুভেচ্ছা কবি