নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আমি কার কাছে ফিরে যাবো ?
কোন মুখে বিরহ বুকে বাংলায় আমি রবো !
যেখানে হিজলের বনে
পাখিরা সদা মুখর কলতানে;
কেন যাবো আমি সেখানে?
ডজন খানেক বিরহের প্রাসাদ সৃজনে?
নাকী অবজ্ঞার কুড়ে ঘরে দূর্ভিক্ষ লেগেছে ?
সেটি দূর করার দায় এই স্কন্ধে পড়েছে ?
প্রচন্ড পরাভবে ,
তাই পূজো দিতে হবে ।
শুধু তাই ফিরে যেতে হবে?
ফিরে যেতে হবে সহাস্য অবয়বে
এ কেমন ফিরে যাওয়া —তবে
এ কেমন দায় মুক্ত হওয়া ।
স্বদেশভূমি তুমি কল্লোলিত হও
পুষ্প আর ভ্রমরের মধুর মিলনে;
স্বদেশভূমি তুমি আলোকিত হও
চাঁদের জোছনা আর জোনাকীর আগুনে;
আমি তিমিরের বিভীষিকা
এটি ই কি ঢের ভাল নয়?
প্রবাসেই জ্বলে পোড়ে মরি একা।
তাই বলি সোনার বাংলায় কার কাছে ফিরে যাবো?
এই কি ঢের ভাল নয় এখানেই রয়ে যাবো !
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কি যে বলেন কো থায় মাইকেল আর কোথায় ছাইফেল ।
কবিতা পাঠে ও কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৬
কলমের কালি শেষ বলেছেন: কান্না না করে মায়ের সন্তান মায়ের কোলে ফিরে আসুন । প্রবাস জীবন স্বদেশ প্রেমের অনুভূতি জাগায় । এই অনুভূতি কিন্তু বেশ যেমন ঈদের দিনের জন্য পূর্ব অপেক্ষাগুলো ঈদ থেকেও চমৎকার অনুভূতি দেয় । শুভ কামনা রইল ।
কবির লেখা নিজের প্রতি নিজের অভিমান মিশ্রিত কবিতা ভাল লেগেছে ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ ।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৯
অপূর্ণ রায়হান বলেছেন: স্বদেশপ্রেমের কবিতায় অনেক ভাললাগ রইল ভ্রাতা +
শুভ রাত্রি
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ভ্রাতা ।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪১
আরজু পনি বলেছেন:
আপনার কষ্টটা বড্ড লাগছে...
জানি না কিসের কষ্ট তবে প্রকাশটা সুন্দর ।
শুভকামনা রইল ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনি অন্তত আমার কষ্ট অনুধাবন করছেন।
ভাল থাকবেন এই শুভকামনা থাকলো ।
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫২
মামুন রশিদ বলেছেন: তবু ফিরে আসেন । শুভকামনা সেলিম ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩২
সেলিম আনোয়ার বলেছেন: ফিরে এসে কি হবে ? দূরে আছি সেই ভাল নিয়ে বেদনা ।
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০২
সুমন কর বলেছেন: তাই বলি সোনার বাংলায় কার কাছে ফিরে যাবো?
এই কি ঢের ভাল নয় এখানেই রয়ে যাবো!
ভাল লাগল।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্টে ধন্যবাদ সুমন কর ।
৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৮
জাফরুল মবীন বলেছেন: সোনার বাংলায় সোনার মানুষের খুব অভাব হওয়ায় আজকের এ দশা।ফিরে আসুন এ বাংলায় সোনার মানুষ হয়ে।
“এমন দেশটি কোথাও খুঁজে /পাবে নাকো তুমি/সকল দেশের রাণী সে যে/আমার জন্মভূমি”
কবিতায় ভাললাগা জানিয়ে গেলাম।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও ভাল লাগায় ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৫৯
দুখাই রাজ বলেছেন: কবিতাখানি ভালো লেগেছে ভাই । শুভ সকাল ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাল লাগায় ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৪৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
শেষ লাইনগুলোতে দৃষ্টি আটকে গেলো!
এই আক্ষেপ প্রবাসে গেলে আসতেই পারে...
তবু স্বদেশ ছাড়া কি মানুষের পরিপূর্ণতা আসে?
নিজ দেশে কেউ বলবে না, আপনি কোন দেশের... অস্তিত্ব নিয়ে কেউ প্রশ্ন করবে না। অস্তিত্বই যদি প্রশ্নবিদ্ধ, তবে আর কী থাকলো
কবির জন্য শুভকামনা........
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় আর কমেন্টে ধন্যবাদ ।
ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।
১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৫
জুন বলেছেন: সোনার বাংলায় কার কাছে ফিরে যাবো
মা আর মাটির কাছে সেলিম আনোয়ার ।
+
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০০
সেলিম আনোয়ার বলেছেন: জুনাপি দারুন কমেন্ট করেছেন
কবিতার ভাষায়
স্বদেশভূমি তুমি কল্লোলিত হও
পুষ্প আর ভ্রমরের মধুর মিলনে;
স্বদেশভূমি তুমি আলোকিত হও
চাঁদের জোছনা আর জোনাকীর আগুনে;
আমি তিমিরের বিভীষিকা
এটি ই কি ঢের ভাল নয়?
প্রবাসেই জ্বলে পোড়ে মরি একা।
ভাল থাকবেন ।
১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১১
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০১
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় আর পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৯
সুখেন্দু বিশ্বাস বলেছেন: বিদেশ বিভূঁইয়ে থেকে দেশের জন্য আকুতি দারুণ লেগেছে।
শুভেচ্ছা কবিকে।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০২
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে শুভেচ্ছা আর শুভকামনা কষ্ট করে অকবিতা পড়েছেন তাই।
ভাল থাকবেন সবসময় ।
১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৮
মামুন ইসলাম বলেছেন: আমরা আমদের সেলিম ভাইকে দেশের ছেলে দেশেই দেখতে চাই কোথাউ হারিয়ে যেতে দেওয়া যাবে না আপনাকে সেলিম ভাই ।++++
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আবেগ আপ্লুত হলাম ।
তারপরও বলবো কবিতায় যা বলার বলেছি ।
সামনে প্রচন্ড ব্যস্ততা তারপর দেখা যাবে কি হয় ।
ভাল থাকবেন সবসময় ।
১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: স্বদেশভূমি তুমি কল্লোলিত হও
পুষ্প আর ভ্রমরের মধুর মিলনে;
স্বদেশভূমি তুমি আলোকিত হও
চাঁদের জোছনা আর জোনাকীর আগুনে;
সুন্দর !
দেশ তো আমাদের নিয়েই , তাই আমাদেরই নিতে হবে দেশকে আলোকিত করার দায়িত্ব । কবিতায় প্লাস ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ গিয়াস লিটন ভাই ।
ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।
১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তবু এই হতভাগা দেশে ফিরে আসুন। এই দেশ যে আপনার দুখিনী মা!
ধন্যবাদ, ভাই সেলিম আনোয়ার।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৪
সেলিম আনোয়ার বলেছেন: আপনি একজন দেশপ্রেমিক সেভাবেই কথা বলেছেন । অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ থাকলো আপনার জন্য ।
ভাল থাকবেন সবসময় ।
১৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১
শক্তপাল্লা বলেছেন: সুন্দর!
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। ভাল থাকবেন সবসময় ।
১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১
নাসরিন চৌধুরী বলেছেন: কষ্ট বাড়িয়ে দিলেন ---হুম তিলে তিলে অনুভব করি নিজের দেশ ,নিজের স্বজন কিন্তু কোথায় যেন হাত পা বাঁধা ।
ভাল লাগা জানিয়ে গেলাম কবিতায়,। ভাল থাকা হোক অবিরত।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনিও ভাল থাকবেন সব সময় সেই কামনা থাকলো ।
কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ ।
১৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৮
রোদেলা বলেছেন: তাই বলি সোনার বাংলায় কার কাছে ফিরে যাবো?
এই কি ঢের ভাল নয় এখানেই রয়ে যাবো !
-----------------------------------------
সত্যি তাই।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা আপু । ভাল থাকবেন সবসময় ।
১৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩০
বাংলার পাই বলেছেন: স্বদেশভূমি তুমি কল্লোলিত হও
পুষ্প আর ভ্রমরের মধুর মিলনে;
স্বদেশভূমি তুমি আলোকিত হও
চাঁদের জোছনা আর জোনাকীর আগুনে;
কবিতা পড়ে মনে হচ্ছে কষ্টে আছেন।
নিজের দেশেই ফিরে আসেন। সোনার বাংলার বুকেই ফিরে আসেন।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
২০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৯
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আমি তিমিরের বিভীষিকা
এটি ই কি ঢের ভাল নয়?
প্রবাসেই জ্বলে পোড়ে মরি একা।
তাই বলি সোনার বাংলায় কার কাছে ফিরে যাবো?
এই কি ঢের ভাল নয় এখানেই রয়ে যাবো !
এটুকুতে আটকে রইলাম...!
সুন্দর সাবলীল প্রকাশে ভালোলাগা রইলো আবারো...
ভালোলাগা রইলো কবিতায়...
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
২১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৫
মি. আলম বলেছেন: [১৫ বছর বিদেশ করে
পাইলাম ঘোড়ার আন্ডারে,
যারে দেখি সে নারাজ
টাকা খাইলো কেডারে ।। (ঐ)
্প্রথম প্রথম যাওয়ার সময়,
কত আবেগ নিয়া,
ভাই বন্দু আত্বীয় স্বজন দিত আগাইয়া,
এখন শুধু একলা আসি (২)
সংগে নাই আর কেউরে।। (ঐ)
কারো দরকার টাকা পয়সা,
কারো দরকার ভিসা,
সব কিছুরই যোগান দিতে,
আমি হারাই দিশা,
আপন মানুষ পর হইয়াছে (২)
বিদেশ থাকি বলিরে ।। (ঐ)
এক বিছানার মেহমান আমি,
থাকি বিদেশ পড়ি,
হাসি খুশি ঈদ আনান্দ,
আপন জনদের ছাড়ি
স্বর্ণের হরিণ ছোবল দিয়া (২)
সব নিল বুঝি কাড়িরে।।(ঐ)
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩২
সেলিম আনোয়ার বলেছেন: হৃদয়বিদারক কবিতার লিখেছেন ।
ভাল লাগলো কবিতা পাঠে ও কমেন্টে।
দেশের বাইরে থাকতে কার ভাল লাগে।
বিশেষ করে দেশে দারুন সম্মানজনক পেশা থাকতে।
ভাল থাকবেন সবসময় ।
২২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫২
এহসান সাবির বলেছেন: কি যে যা তা বলেন!!!
আমরা সবাই আপনাকে অনেক ভালোবাসি। আপনি আমাদের মাঝে ফিরে আসবেন।
সুখে দুঃখ ঝগড়া বিবাদে আমরা আমরাই থাকব।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ এহসান সাবির ভাই ।
২৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৬
টুম্পা মনি বলেছেন: আমি তিমিরের বিভীষিকা
এটি ই কি ঢের ভাল নয়?
প্রবাসেই জ্বলে পোড়ে মরি একা।
চমৎকার লিখেছেন।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৬
দৃষ্টিসীমানা বলেছেন: সামহোয়্যার ইন ব্লগ চমৎকার একটা মঞ্চ, যেখান থেকে আমাদের হাসি কান্না
আনন্দ বেদনা কি সাবলীল ভাবে সবার সাথে শেয়ার করি এবং ক্রমান্নয়ে আমরা বেদনা ভুলে যাই আর আনন্দের কুড়িগুল কি চমৎকার ভাবে ফুলে
রুপান্তরিত হয়ে সুবাস ছড়াতে থাকে ।আমাদের মন ভাল হয়ে যায় । সুন্দর
কবিতা পড়ে কেমন আবেগ প্রবণ হয়ে গেলাম ভাল থাকুন সব সময় ।
পোষ্টে + + + ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো আপনার জন্য ।
২৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৫
লিমা মেহরিন বলেছেন: আমি কার কাছে ফিরে যাবো ?
কোন মুখে বিরহ বুকে বাংলায় আমি রবো
সুন্দর। ভালো লাগলো খুব।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এ পাঠে ধন্যবাদ ।
২৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৯
পার্থ তালুকদার বলেছেন: ভাললাগা রইল কবি ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৪
ডি মুন বলেছেন: এতো অভিমান কেন কবি?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২২
সেলিম আনোয়ার বলেছেন: কোন অভিমান নেই ডি মুন ।
বাস্তবতা এমনটাই শুধু হৃদয় খানের গান মনে পড়ছে.....মন ছুটেছিস তোর ই মতন...................................
২৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫২
আবু শাকিল বলেছেন:
দেশে থাকতে মুঞ্চায়।দেশে ডাল ভাত খাওয়ার নিশ্চয়তা কে দিবে??
'আমি তিমিরের বিভীষিকা
এটি ই কি ঢের ভাল নয়?
প্রবাসেই জ্বলে পোড়ে মরি একা।"
আপনি অবশ্যই ভাল লেখেন।কবিতায় সব সময় ভাল লাগা থাকে।
আজ ও ছিল।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
২৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩২
ফেরারী আউট-ল বলেছেন: চমৎকার!!!
প্লাস!!!
৩০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩২
পরিবেশ বন্ধু বলেছেন: বদেশভূমি তুমি কল্লোলিত হও
পুষ্প আর ভ্রমরের মধুর মিলনে;
স্বদেশভূমি তুমি আলোকিত হও
চাঁদের জোছনা আর জোনাকীর আগুনে;
অপূর্ব ।।
৩১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭
এম এ কাশেম বলেছেন: সুন্দর!
শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪১
যাযাবর বেদুঈন বলেছেন: কবি মাইকেল মধুসূদন দত্তের কাহিনী মনে আছে আপনার। তার করুণ পরিনতির কথা মনে করে হলেও দেশের কতিপয় মানুষের জন্য দেশের সাথে রাগ করা চলেনা।
দেশে ফিরে এসে অনবদ্য সনেট লিখুন মাইকেলের মত। দেখবেন আপনি রয়ে যাবেন প্রিয় কিছু মানুষের হৃদয় জুড়ে।
অনেক ভাল থাকুন আপনি।