নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব বেহায়ার নির্লজ্জ উরুতে স্বদেশ

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৬

অতঃপর বাণিজ্য হবে বীরাঙ্গনার বেদনার্ত দেহখানা

শুধু বাণিজ্য হবে লাখ স্বজনহারার নির্মম বেদনা

সিংহাসনের প্রবল প্রতাপে খেই হারাবে চেতনা।



এ রক্ত চোষা মাটি , এ মাংসভূজী মাটি

লাশের গন্ধে ভারী হাওয়া তাই হারায় যেন গতি।

স্বার্থ নামের ভুতের ঘাড়ে জানি সম্ভ্রম কিছু নয়

পোড়ামাটির হৃদয় খুঁড়ে খুঁড়ে তাই নৈঃশব্দেরা বাঙময়।

প্রহসনে প্রহসনে যুবতীর উন্মুক্ত যৌবনে,

শকুনীর করাল ঠোকরে যেন রক্ত জবা ফোঁটে

আনন্দ বিনোদনে পিশাচের কামার্ত সব চোখেে

আজও ধর্ষিতার মত মাথা হেট করে সূর্য যেন ওঠে।

অতঃপর প্রকাশ্য দিবালোকে স্পষ্টতর হয় শঠের প্রতিমূর্তি

বিশ্ববেহায়ার নির্লজ্জ উরুতে তখন ভীষণ রকম স্ফূর্তি।

ক্রমাগত জটিল সমীকরণে

তাই বিবেক আর বোধের জরায়ুতে নিত্য গর্ভপাত

আর বলাৎকারের নিষিদ্ধতায় জুটে বৈধ বাসর রাত ।



ব্যথার কি দোষ বল?

সময়ের পরিক্রমায় তার মিশে যেতে হয় ( এ যে নিয়তি)

মিথ্যে মিথ্যে খেলায়

সত্যরা সব লুকিয়ে কাঁদে কলঙ্কের কাঠগড়ায়্ ।



যারা এ দেশের মানচিত্র খাবলে দিল প্রচণ্ড জিঘাংসায়,

এখন তাদের দারুন প্রতাপ স্বাধীন বাংলায়;

তাদের শেকড় এই মাটির সুগভীরে ক্ষমতার পরম্পরায়।



তাই সম্ভ্রমহারা স্বজনহারা বিষে ভরা বাঙলা হৃদয়ের

প্রতিকী কাঠগড়াটি ক্ষয়ে যায় ক্ষয়িষ্ণু চাঁদের মত।

আর জারজের অট্টহাসিতে বুঝি পাপের প্রয়শ্চিত্য হয়

হয়তো বেশি দূরে নয় ,হায়েনার হাতে কচু কাটা হবে স্বাধীন বাঙালী হৃদয়

এ যেন নিমর্ম সত্যি ক্ষমতার বাণিজ্যে কেবল পাপের বেসাতি হয় ।

মন্তব্য ৩৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৫

মামুন রশিদ বলেছেন: লজ্জা লজ্জা !

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সহমত ।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৫

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: সন্তানের কাছে প্রশ্ন, বাবা- মার নাম ভাঙিয়ে যুদ্ধে নামার নাম করে কোন প্রাপ্তির অভিপ্রায়ে ধর্ষকের সাথে আপোষ?????!!!!!!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২১

সেলিম আনোয়ার বলেছেন: দারুন প্রশ্ন ছুড়ে দিলেন । এর জবাব কে দেবে?

ভাল থাকবেন শুভকামনা থাকলো ।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৮

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: প্রথম চরণেই ধাক্কাটা দিলেন।সত্যি! এবার দুশ্চিন্তা, কোনদিন এই ব্যাবসাও শুরু হয়............!






সম্ভ্রমহারা স্বজনহারা বিষে ভরা বাঙলা হৃদয়ের
প্রতিকী কাঠগড়াটি ক্ষয়ে যায় ক্ষয়িষ্ণু চাঁদের মত।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫১

এমএম মিন্টু বলেছেন: এ রক্ত চোষা মাটি , এ মাংসভূজী মাটি
লাশের গন্ধে ভারী হাওয়া তাই হারায় যেন গতি
অসাধারন হয়েছে ৩য় প্লাস

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। যে মাটিতে এত রক্ত এত ধর্ষণ আর এত অবিচার তাকে কি বলবো বলুন ?

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
যারা এ দেশের মানচিত্র খাবলে দিল প্রচণ্ড জিঘাংসায়,
এখন তাদের দারুন প্রতাপ স্বাধীন বাংলায়;
তাদের শেকড় এই মাটির সুগভীরে ক্ষমতার পরম্পরায়।

শক্তিশালী দ্রোহের কবিতায় মুগ্ধতা ! ++

ভালো থাকুন সেলিম ভাই ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: ভেবেছিলাম চুপ করে থাকি। তবু পারা গেলনা ।

সুন্দর কমেন্টে ধন্যবাদ ।
ভাল থাকবেন সুপ্রিয় ব্লগার।

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: স্বার্থ নামের ভুতের ঘাড়ে জানি সম্ভ্রম কিছু নয় +++

প্রায় ১৫ বছর আগে একই তামাশার নাচন দেখে তরুন মনে কিছু ভাবনা এসেছিল, সেই থেকে একটা কবিতা লিখেছিলাম। সামুতে একাউণ্ট খোলার শুরুর দিকে কবিতাটা পোস্ট করেছিলাম। আজ আপনার এতো চমৎকার কবিতাটা পড়ে নিজের সেই অকবিতাটার কথা মনে পড়ে গেল। লিংক দিলাম, কিছু মনে করবেন না প্লিজঃ খেলারাম তুই খেলে যা

শুভকামনা রইল প্রিয় সেলিম ভাই।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ পরিবেশ বন্ধু । ভাল থাকবেন সব সময় ।

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

সুমন কর বলেছেন: ধিক্কার ! ধিক্কার !!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ন্যাক্কার জনক অবস্থা ।

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৮

আবু শাকিল বলেছেন: শিরোনাম টা আকর্ষণ করল।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট আর পাঠে ধন্যবাদ। ভাল থাকেবন সবসময় ।

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:১৩

সোনালী ডানার চিল বলেছেন:
কবি, দারুণ বলেছেন!!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ কবি।

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৫

সোহানী বলেছেন: সত্যিই তাই........

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৭

টাবলীগহেপী বলেছেন: বিশ্ব বেহায়ার নির্লজ্জ উরুতে স্বদেশ
পুরো সারাংশটাই - একেবারে আগুনে জ্বালা.....।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।ভাল থাকবেন সবসময় ।

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪

মৃদুল শ্রাবন বলেছেন:



জ্বালাময়ী প্রতিবাদ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ মৃদুল শ্রাবন । ভাল থাকবেন ।

১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

নাসরিন চৌধুরী বলেছেন: পড়লাম ---কি বলব !! এমনত হবার কথা ছিলনা। শুধু এতটুকুই বলব ---সবুজের বুকে আজও স্বাধীনতা খুঁজি

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় ।

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

কলমের কালি শেষ বলেছেন: :( :( :( X(( X(( এই নিয়ে তামাশা দেখতে দেখতে কতজন গেছে হারিয়ে । এখনো বয়ে চলছে সেই তামাশার ধোঁয়াশা ।

কবিতায় বেদনাদায়ক ভালোলাগা রইল ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

তামিম ইবনে আমান বলেছেন: স্ট্রং পোয়েম। লাইকড ইট!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ সুপ্রিয় তামিম ইবনে আনাম ।

১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৭

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: এ যেন নিমর্ম সত্যি ক্ষমতার বাণিজ্যে কেবল পাপের বেসাতি হয় ।"


আজকাল সবকিছুতেই নিচে নামবার এক অশ্লীল প্রতিযোগীতা চালু হয়েছে । এটা প্রগতিশীলতা না প্রতিক্রীয়াশীলতা সেটা ভেবে দেখার এখনই সময় ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১১

জসীম অসীম বলেছেন: বলেছেন: আপনার লেখা পড়েছি । ভালো লাগলো । লেখার ভিতরের বিষয়ে অন্য সময় মতামত প্রকাশ করবো। আমি এখন ব্লগে লিখলে লেখা লেখা প্রথম পাতায় প্রকাশ হয়না। এ বিষয়ে আপনি কি আমাকে কোনো সহযোগিতা করতে পারেন ? ভীষণ দুশ্চিন্তায় আছি। উপযুপরি অনিয়ম আমি কিভাবে করেছি, আমি জানি না। আমার লেখা কতদিন প্রথম পাতায় প্রকাশ হবে না। মডারেটর উপস্থিত উপস্থিত থাকলে তার তার বিবেচনা সাপেক্ষে আমার লেখা প্রথম পাতায় প্রকাশ করা হতে পারে। কিন্তু সেটা কিভাবে সম্ভব ? ব্লগ সাইটের নিয়ম শৃঙ্খলা কোথায় জানতে পারবো ? আমাকে এ বিষয়ে সমাধান দিতে পারবেন কি? আমার উপর নজর রাখা বন্ধ হওয়ার জন্য আমি কি করতে পারি ? প্লিজ, সম্ভব হলে আমাকে সহযোগিতা করুন। আমি ব্লগিংয়ের সকল নিয়ম মেনেই লিখতে চাই। ধন্যবাদ। ভালো থাকবেন। অনেক ভালো থাকবেন।

১৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:১১

কান্ডারি অথর্ব বলেছেন:



বিশ্ব বেহায়ার নির্লজ্জ উরুতে স্বদেশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.