নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

হে শূণ্যতা একবার শুধু পূর্ণতা কি এনে দেবে?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৩





প্রতিটি ভ্রমণে অদৃশ্য তুমি একজন

শূণ্যতায় ভরে দাও এ মন

সাগরের ঢেউয়ে আকাশের নীলে

অথবা বিষাদের অনলে

যেন এক বুক শূণ্যতা রেখেছো ঢেলে;

এই মনে।

তবে এই কি প্রেমের পরিণতি!

শুধু বিষাদী কাব্য লিখা দেবদাস —পার্বতী।

আমার এ একাকি ভ্রমণে

কেন সঙ্গী হয়ে শূন্যতা দানো প্রাণে।

গভীর প্রেমে বিচ্ছেদের জ্বালা কেন দিলে

বিষাদী পাখির একটি ডানা হয়ে তাই পড়ে থাকি বিফলে।

দ্বিতীয় ডানাটি যেন শুধু অপেক্ষার দহনের পেয়ালা

তাই রাতের তিমির নিরব—নিথর ,হলো না জোনাক জ্বলা ।

হে শূণ্যতা একবার শুধু পূর্ণতা কি এনে দেবে?

তোমার অধরে তৃষিত এই ঠোট প্রেরণা শুষে নেবে তবে ।



--------------------------

হেনতিয়েন ,কাজাং সেলাঙ্গর থেকে।

মন্তব্য ৩৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫০

নাসরীন খান বলেছেন: সুন্দর।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫২

অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা প্রিয় কবি ভ্রাতা ++++++


নিকের বেলায় আমি কিন্তু এখন পূর্ণ :)
ভালো থাকবেন :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৭

সেলিম আনোয়ার বলেছেন: আগেও তো পূর্ণ ছিলেন ।


আপনিও ভাল থাকবেন।


৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৮

জুন বলেছেন: সত্যিকারের ভালোবাসার কাউকে খুজে পান সেই কামনাই করি ।
মরিচীকার পেছনে ছুটে চলেছেন মনে হলো।
কবিতা ভালোলাগলো সেলিম আনোয়ার।
+

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ। সিঙ্গাপুর যাওয়তে রিপ্লা ই দিতে দেরী হওয়ায় দুঃথিত। সবার জন্য তা প্রযোজ্য ।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫১

সুমন কর বলেছেন: আপনার শূণ্যতা দূর হোক-এ কামনা করি।

৩য় +।

ভ্রমনে = ভ্রমণে

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৯

আবু শাকিল বলেছেন:
কবিতা সুন্দর এবং অর্থবহ ।আপনার কবিতা পড়তে ভাল্লাগে :) :)


জুন আপু বলেছেন "মরিচীকার পেছনে ছুটে চলেছেন মনে হলো। "

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৮

আহসানের ব্লগ বলেছেন: +

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৬

মামুন রশিদ বলেছেন: শুন্য থেকেই সৃষ্টি, শুন্য থেকেই পূর্ণ ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: দারুন তত্ত্ব । মামুন ভাই আমার কবিতগুলিকে একটি নির্দেশনা দিয়ে দেয় আপনার কমেন্ট।

আপনার প্রতিভায় আমি মুগ্ধ।

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৬

নাসরিন চৌধুরী বলেছেন: পড়তে বেশ লেগেছে।
ঠুঁট----ঠোঁট

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: ঠিক করে দিলাম আপু। আমার কবিতা ভুল ধরিয়ে দেয়ায় অনেক ধন্যবাদ। ভাল থাকবেন সবসময় ।

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৪

টুম্পা মনি বলেছেন: অসাধারণ কবিতা। সাথে লাল বকটা। কিছু কিছু শুন্যতা থেকে সুন্দর কিছু সৃষ্টি হয়। আপনার শুন্যতাও তাই। এই শুন্যতা বেঁচে থাকুক।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর কামনা ।

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৭

কলমের কালি শেষ বলেছেন: কবিতা পাঠে চমৎকার অনুভূতি পান করলাম । B-))

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ৫ম ভালো লাগা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগা ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর। ভালোলাগা জানবেন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৪৩

ডট কম ০০৯ বলেছেন: হে শূণ্যতা একবার শুধু পূর্ণতা কি এনে দেবে?

পূর্নতার সংজ্ঞা কি কবি?

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: এর জবাব কি দেবো?

সংক্ষেপে বলি পূর্ণতা মানে এমন যাতে মনে হবে কোন কিছুর ঘাটতি নে ই ।

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫২

ফা হিম বলেছেন: ডট কম ০০৯ বলেছেন: হে শূণ্যতা একবার শুধু পূর্ণতা কি এনে দেবে?

পূর্নতার সংজ্ঞা কি কবি?

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: বড় কঠিন প্রশ্ন । এ ব্যাপারটা আপেক্ষিক ।

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৭

পরিবেশ বন্ধু বলেছেন: অপূর্ব

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ভাল থাকবেন সবসময় ।

১৬| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৩

লিরিকস বলেছেন: আমার ভালো লাগা একটা গান দিয়েছি, যদিও ইংরেজী গান বলে মুছে ফেলা হবে, তারপরও একবার হলেও পড়বেন এন শুনবেন :) ভালো লাগবে।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: পড়েছিলাম্ ।ধন্যবাদ ।

১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:১০

কান্ডারি অথর্ব বলেছেন:




বিষাদী পাখির একটি ডানা হয়ে তাই পড়ে থাকি বিফলে।
দ্বিতীয় ডানাটি যেন শুধু অপেক্ষার দহনের পেয়ালা
তাই রাতের তিমির নিরব—নিথর ,হলো না জোনাক জ্বলা ।

দারুণ +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.