নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তারপরও স্মৃতি থেকে যায়
মরণেরও পরে পদচিহ্ন রেখে যায়
অমর স্মৃতিগুলো ;ভালবাসার ,ঘৃণার
কিংবা মেঠো পথের বালুকণা ধূলো ;
স্মৃতিরা খেলে যায় ।স্মৃতিরা খেলে যায় প্রগাঢ় বনে
পাহাড়ের ঢাল ঘেষে ।স্মৃতিগুলো এসে যায় আনন্দ অশ্রু স্নানে।
স্মৃতিরা খেলা করে বাড়ির উঠুনের কোনে,
মায়াবী স্বপনে ,কখনোবা ব্যথা ভরা ব্যথার কাহনে।
স্মৃতিরা থেকে যায় বাংলা কবিতা ,গানে
স্মৃতিরা থেকে যায় বাংলার মেঠো পথ ঘেষে গোধূলির রঙিন আলোয়
শীতের ঝরা পাতার নুপুর বাজার তানে।
স্মৃতিরা এসে যায় বদ্ধ ঘরের চাবি ভেঙে;নিরবে কখনো বা প্রকাশ্য ব্যঞ্জনে
স্মৃতিরা মিশে থাকে সুরম্য প্রাসাদে, হিজলের বনে।
স্মৃতিরা ভিজে যায় ঘন বরষার প্রবল বর্ষণে
হাড় কাঁপানো শীতে।
রূপসীর উন্নত স্তনে ,গ্রীবায় সাধনার উরুতে
স্মৃতিরা হেসে যায়; স্মৃতিরা কেঁদে যায়
স্মৃতিরা গেঁথে যায় ,পুরুষের যৌবনে -বার্ধক্যে -মরণে
স্মৃতিরা আকাশ হয়ে মিশে যায় আকাশলীনায়।
স্মৃতিরা স্মৃতি হয়ে থেকে যায়
গল্প গানে কবিতায় স্মৃতির লোমকূপে;
স্মৃতিরা ভালবাসা হয়ে আসে স্বপ্নের বাংলাদেশে
৭১ এর মহান বিজয় উদযাপনে
স্মৃতিরা অপসরা রূপে স্বর্ণ কমল হাতে
দোলা দিয়ে যায় মনে ;স্মৃতির অবগাহণে ।
০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫২
সেলিম আনোয়ার বলেছেন: সারাদিনের ক্লান্তি দূরকরার হাতিহার হিসেবে কবিতাকেই বেছে নিলাম।
লিখে ফেললাম .......................। প্রথম কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৬
নাসরিন চৌধুরী বলেছেন: কবিতায় ভাল লাগা --স্মৃতিরা শব্দটি খুব বেশি ব্যবহার হয়েছে তাই পড়তে গিয়ে বারবার একই শব্দ পড়তে ভাল লাগছিলনা। জানিনা এটা হয়ত আমার ক্ষেত্রেই হয়েছে।
ভাল থাকবেন ব্যস্ততার মাঝেও।
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৩
সেলিম আনোয়ার বলেছেন: আসলে এটা কবিতা নয় শুধু স্মৃতিময়তা ।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪২
মামুন রশিদ বলেছেন: স্মৃতিরা সব সুখস্মৃতি হয়ে উঠুক ।
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৪
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ধন্যবাদ মামুন ভাই । শুভকামনা থাকলো ।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৪
সোহানী বলেছেন: শেষের ৭১ এর লাইনটা একটু কেমন যেন উড়ে উড়ে বসেছে লাগছে..... আগের লাইনে আধা ছোয়া হলে কি ভালো হতো !!!!
সরি .....নামী কবিদের কবিতায় ইন্টারফেয়ার করার মতো সাহস দেখালাম যদিও কবিতা কিছুই বুঝি না................
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৭
আহসানের ব্লগ বলেছেন: ভাল লিখেছেন
৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২২
বলেছেন: খুব ভাল লাগলো।
৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৭
ডি মুন বলেছেন: স্মৃতিরা এসে যায় বদ্ধ ঘরের চাবি ভেঙে;নিরবে কখনো বা প্রকাশ্য ব্যঞ্জনে
স্মৃতিরা মিশে থাকে সুরম্য প্রাসাদে, হিজলের বনে।
বাহ, সুন্দর কবিতা সেলিম ভাই।
আপনি এত অনিয়মিত হয়ে গেছেন কেন হ্যাঁ
৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৮
অপূর্ণ রায়হান বলেছেন: ৩য় ভালোলাগা ভ্রাতা + চমৎকার লিখেছেন।
এটা কোথায় ভ্রমণ ছিল ভ্রাতা?
ভালো থাকবেন খুব।
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪১
অন্ধবিন্দু বলেছেন:
স্মৃতিরা গেঁথে যায় ,পুরুষের যৌবনে -বার্ধক্যে -মরণে ...
সেলিম,
স্মৃতির বৃতিতে ভালোই দোলা দিয়ে গেলেন। বেশ !