নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অপরিচিতা

১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৪





তোমার রূপের জৌলসে ম্লান হয়ে যায় পৃথিবীর সব রূপ

তুমি আলো বিলোও কালোর বলয় দূর করে অপরূপ।

ব্যথিত জনে স্নিগ্ধ পরশে কর যে ব্যথা দূর

তুমি ভূমিতে বসে থেকে বাজাও যেন সপ্ত আকাশের সুর ।

তুমি মানবী যেন নও পরীর দেশের অচেনা কোন পরী

তোমার পরশে সুখের আবেশে তাই নিত্য কাব্য গড়ি।

তুমি ধরাতে বহাও সুখের মতন বাতাস

তুমি শরতের শাদামেঘে ঘেরা যেন সেই নীল আকাশ।

সদ্যজাত শিশুর মতই কোমল তোমার মন

আনন্দে তোমার আলোকিত তাই যেন এই ভূবন।

দূরের মানুষ কাছে টেনে তুমি আপনকে কর পর

এ কেমন রীতি তব কারে টেনে নাও নিজ ঘর।

সকলের তরে সুখ বিলিয়ে করছো সবাকে সুখী

দুঃখগুলি আমাকে বিলিয়ে দিযেছো বেঁধে রাখি।

শূন্য থেকে সৃষ্টি হয়ে দেহ যায় ভিজে ভিজে

এমন কোন বাগান বিলাস সৃজেছো কি নিজে নিজে?

এমন ভালো রঙিন আলো তুমি আলোকিত কর চারিদিক

তোমায় ভাল বাসতে গেলেই ঝড়ের মতন ঠিক।

এ কেমন মাটিতে সৃজেছেন তোমাকে স্রষ্টা মহাজন

অপরিচিত তোমাকে চিনতে চিনতে যাচ্ছে কেটে ক্ষণ ।



মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৫

দিপ্২৪ বলেছেন: ভাল লাগলো।

১২ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩০

পরিবেশ বন্ধু বলেছেন: সেলিম কেমন আছ । কবিতায় ++++++++++++++++++

১২ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: ভাল আছি । আপনি কেমন আছেন কবি ?

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০

নাসরিন চৌধুরী বলেছেন: অপরিচিত তোমাকে চিনতে চিনতে যাচ্ছে কেটে ক্ষণ

কাজটি এত সহজ নয়!

কবিতায় ভাল লাগা ।

১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সহমত। কাজটি সহজ নয়। শুভকামনা থাকলো ।

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩২

মৃদুল শ্রাবন বলেছেন: সুপাঠ্য কবিতা।

১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ মৃদুল শ্রাবণ। ভাল থাকবেন ।

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১

পার্থ তালুকদার বলেছেন: ভাললাগা জানিয়ে গেলাম।

১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। ভাল থাকবেন নিরন্তর ।

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: সুপাঠ্য

১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৫

মামুন রশিদ বলেছেন: ছন্দময় কবিতা, ভালো লাগলো ।

১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।কবিতাটি লিখার সময় কঠিনতম কাজের মোটমুটি সমাপ্তি টেনেছি।

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২০

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় মনে হচ্ছে কিছু টাইপো আছে ।

কবিতার চরনগুলির ভাবাবেগ খুব ভালো লাগলো ।

++++

ভাল থাকুন ।

১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সম্ভাব্য টাইপোগুলি ঠিক করা হলো । কমেন্টে ধন্যবাদ ।

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩০

অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা। চমৎকার কবিতা ভ্রাতা++

আপনি আবার নিয়মিত হওয়ায় খুব ভালো লাগছে , সত্যি।

ভালো থাকবেন সবসময় :)

১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০১

তুষার কাব্য বলেছেন: কবিতায় ভাল লাগা +++

১৩ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৫

নীল আদিত্য মন বলেছেন: এ কেমন মাটিতে সৃজেছেন তোমাকে স্রষ্টা মহাজন
অপরিচিত তোমাকে চিনতে চিনতে যাচ্ছে কেটে ক্ষণ । ভাল লাগা কবি।

১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.