নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অদৃশ্যা

১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩১





শতনামের আড়ালে লুকিয়ে রেখেছো

তোমার ঐ প্রিয় নাম খানি।

শত বিড়ম্বনায় নিত্যদিনের কর্ম ব্যস্ততায় হয়তো বিভোর তুমি।

তোমার উন্মাদনায় যারা উন্মত্ত ,তোমার স্নেহে যারা নির্লিপ্ত

কিংবা তোমার জন্যে যিনি হয়েছেন হন্যে

মায়াবী জোছনা রাতে কিংবা সাঁঝে বা প্রভাতে

তাদের জন্যে হৃদয় অরণ্যে

তোমার ,কভু কি উন্মাদনা জাগে?

কখনো কি হৃদয়ে তোমার অনুরণন লাগে ?

জাগে কি অনুভূতি নামের আবেগী কোন তুফান?

বহে কি ভালবাসা নামের সময়ের অপচয়ী কোন টান?

তুমি যদি হয়ে থাকো মানবী ,

শুধাই তোমারে বল ,

তবে কি স্নেহ ভালবাসা নিদারুন মিথ্যে সবই?



কত সময় পেরিয়ে যায় তোমায় খোঁজে খোঁজে

তোমায় না পেয়ে শুধুই হতাশা মেলে রোজে রোজে।



যদি হয়ে থাকো ছদ্মবেশী

যদি নিজেকে লুকিয়ে প্রেমের দূর্গে খেলে যাও কানামাছি।

এ কেমন ছলনা ,ভালবাসাকে চোখে ধূলো দিয়ে রচে যাও বিড়ম্বণা।

কতটা সুখ মেলে অযথা দূরে ঠেলে ঠেলে শুধু বিলিয়ে দিতে যন্ত্রণা ।

কতটা ব্যস্ততা তোমার?

কতটা অভিমান তোমার ?

কতটা প্রেম ভালবাসা !

কতটা কি হলে তোমার এই গুপ্ত থাকা।

হে হৃদয়েশ্বরী সূর্যালোক হয়ে আসো!

হে অপসরা জোছনা হয়ে আসো !

ভরা পূর্ণিমার চাঁদ হয়ে আসো তুমি !

আলো বেলাও জোছনা বেলাও বৃষ্টিস্নাত করো মরুভূমি।

কতটা অভিমানে আজ রয়েছো অদৃশ্যা তুমি ?

দূরে থাকা কেন আর ?

করুণা ধারা হয়ে আসো ভালবাসা হয়ে আসো বৃষ্টিস্নাত কর মরুভূমি।









মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৮

নিলু বলেছেন: লিখে যান

১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্ট ও পাঠে ধন্যবাদ ।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৭

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন এবং শুভেচ্ছা ব্লগ দিনের

১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কবি আপনাকেও ব্লগ দিবসের শুভেচ্ছা ।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
গুড ফটোগ্রাফি আর কবিতা :P

১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ স্বর্ণা । কেমন আছো ?

তোমার কবিতা ভাল লেগেছে জেনে ভাল লাগলো ।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৬

একজন আরমান বলেছেন:
শিরোনামটাই দারুণ।
শুভকামনা রইলো প্রিয় কবি।

১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। আর নিরন্তর শুভকামনা ।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫০

মাহবু১৫৪ বলেছেন: +++

১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪২

ইমরাজ কবির মুন বলেছেন:
খবর কি আনোয়ার ?

২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৯

সেলিম আনোয়ার বলেছেন: ভাল । মুন আপনার খবর কি ?

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫২

সুমন কর বলেছেন: কেমন অাছেন, কবি?

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ভাল আছি সুমন কর। আপনি কেমন আছেন ?

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৮

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ভ্রাতা।


দেশে আসবেন কবে? :(

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২০

সেলিম আনোয়ার বলেছেন: চলে আসবো ক্ষন । কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৩

নেক্সাস বলেছেন: সুন্দর....অনেক সুন্দর

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় কবি কেমন আছেন আপনি ।অনেক দিন দেখিনা । কবে দেখা হবে? সেদিনের অপেক্ষায় আছি ।

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ ! খুব সুন্দর !!

২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ‍ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

১১| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৩

জুন বলেছেন: ৩নং ভালোলাগা
+

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.