নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ক্যামেরুন হাইল্যান্ড

২৬ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৭





মেঘের ভেতরে মায়াবী আঁকাবাঁকা পথ—

শাদা শাদা মেঘদল পাহাড়ের পথে যেন এঁকেছে আলোর রথ।



বন্ধুর ঢাল বেয়ে প্রকৃতির রূপ যেন চুইয়ে পরে তৃষিত হৃদয়ে

শাদা পাহাড়, কালো পাহাড় , কখনোবা চির সবুজ অরন্যপাহাড়—

রূপের বেসাতি করে; ঝরণা হয়ে পাহাড়ের ফাটল বেয়ে

যেন সে এক অষ্টব্যঞ্জনের রূপ নিয়ে।



বিকেলের আবছা আলোয় ,মেঘবালিকার আনন্দ অশ্রু সতত উল্লাসে

আছড়ে পরে পাহড়ের নিরেট বুকে —সঙ্গম সংগীতে।



এখানে দুঃখ করতে নেই;

এখানে প্রেমের বর্ষাতে কোন বাঁধা নেই।

এত পাহাড় এত যে বন

এতটা ঝরণাধারা আর এই যে সবুজ ক্ষণ

এখানে তৃষ্ণা মেটায় সকল তৃষিত মন ।



পাহাড়ের অশ্রু যদি ঝরণা হয়

তবে মায়াবতী মেঘবালিকা - সে কি নয়?

আনন্দ অশ্রুর মত সদানন্দ ময়।

হে মেঘবালিকা !

ভেজাও পাহাড় বন;

আর্দ্র করো এই অবচেতন তনু —মন ।

----------------------------------------------

উৎসর্গ :সুপ্রিয় এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা

মন্তব্য ২১ টি রেটিং +৫/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৯

নিলু বলেছেন: ভালো লাগলো

২৬ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২২

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও পাঠে অনেক ধন্যবাদ । আর নিরন্তর শুভকামনা ।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪

মৃদুল শ্রাবন বলেছেন: হে মেঘবালিকা !
ভেজাও পাহাড় বন;
আর্দ্র করো এই অবচেতন তনু —মন ।


দারুণ কবিতা। প্লাস।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯

সেলিম আনোয়ার বলেছেন: প্লাসে ও কমেন্টে অনেক ধন্যবাদ। আর নিরন্তর শুভকামনা ।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর

২৬ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২০

মামুন রশিদ বলেছেন: কবিতা ভালো লিখেছেন । সাথে আরো কিছু ছবি দিলে ভালো হতো ।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৫

সেলিম আনোয়ার বলেছেন: ক্যামেরুন হাইল্যানন্ড নিয়ে পোস্ট দিলে বেশি ছবি দেব। কবিতাটি ওখানে বসে লেখা। একথা বলতে পারি মালয়েশিয়ার অন্যতম সেরা ভ্রমন স্পট এটি ।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১১

লিরিকস বলেছেন: কোথায় দাঁড়িয়ে ছবি তুলছেন আপনি?

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কেন গুনাম পাস নামে প্রসিদ্ধ ল্যানড স্লাইডের কাছাকাছি জায়গা থেকে ।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩১

আলম দীপ্র বলেছেন: বাহ ! কবিতা ভালো লেগেছে ।
আচ্ছা , পোস্টটি কি ৫৫০ বার পঠিত ? B:-) B:-) B:-)
এতো কম সময়ে ?
হলেও এতো কম মন্তব্য ! বুঝলাম না !

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। সবাই লগইন না হয়ে কবিতাটি পড়েছেন বোধহয় ।

মন্তব্য করার যোগ্য হয়নি লেখাটি তাই বোধ হয় এমন হয়েছে ।

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৯

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০০

সেলিম আনোয়ার বলেছেন: সুমন কর কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

কবিতা লিখার সময় এটাকে শ্রেফ অকবিতা মনে হয়েছে। আসলে এত সুন্দর জায়গা যে কবিতা বের হচ্ছিল না । প্রতিটি দৃশ্য ছিল একেকটি কবিতার মত ।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৩

জুন বলেছেন: প্রিয় দেশ মালয়েশিয়ায় ক্যামেরুন হাইল্যান্ড সত্যি সুপার্ব ।
কবিতাটিও অনেক ভালোলাগলো আর উৎসর্গ যোগ্যতর একজনকেই করেছেন সেলিম আনোয়ার।
+

২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন । শ্রেয়তর এবং যোগ্যতর।
কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৬

টুম্পা মনি বলেছেন: খুব সুন্দর লিখেছেন

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৮

অপূর্ণ রায়হান বলেছেন: বন্ধুর ঢাল বেয়ে প্রকৃতির রূপ যেন চুইয়ে পরে তৃষিত হৃদয়ে
শাদা পাহাড়, কালো পাহাড় , কখনোবা চির সবুজ অরন্যপাহাড়—
রূপের বেসাতি করে; ঝরণা হয়ে পাহাড়ের ফাটল বেয়ে
যেন সে এক অষ্টব্যঞ্জনের রূপ নিয়ে।
দারুন বর্ণনা ।

উৎসর্গ ও কবিতায় ৫ম ভালোলাগা।

ভালো থাকবেন ভ্রাতা :)

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৩

জেরিফ বলেছেন: ভালো লাগা রইলো ভ্রাতা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.