নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বর্ষ বিদায়ে নতুন দিনের আগমনে

৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৬







একটি বছর পেরিয়ে গেল

সময়ের ডানায় ভর করে।

নতুন দিনের আগমন ধ্বনি

আজ দরজায় কড়ানাড়ে।



আমরা ছুটে চলি

সুন্দর আগামীর সন্ধানে;

সূর্য ওঠে সূর্য ডুবে

সময়ের মাঝখানে ।



রঙ্গমঞ্চের এই খেলাঘরে

নিত্য চলে কতা না রঙের খেলা;

আয়েশি বধূর স্নেহ বাহুডোরে

কেটে যায় সময় মেলা ।



সময় ভাঙে সময় গড়ে

আগামীর যত আশা;

সময়ের ছলনায় জীবনটা যে হায়

ঘোর তামাশায় কর্মে মর্মে ঠাসা ।



যেজন ছুটে চলে

অযাচিত সব ভুলে

সাময়ের লাগাম ধরে;

আগামীদিন তার আনবে সুদিন

ব্যর্থতা সব ঝেড়ে ফেলে ।



যেই জন হায় সময় কাটায়

আলস্য আর মিথ্যে মায়ায়

সময় তারে যায় নিয়ে যায়

ঘোর হতাশায়—জীবন যে তার শুধু বিভীষিকায়!



সময়ের ডানায় ভর করে

কেউবা ওঠেন সাফল্য—চূড়ায়

কেউবা ডুবেন দারুন ব্যর্থতায়।



তাই বলি, কবিতার মিথে

সঠিক পথে ,সময়ের রথে;

হোক মোদের জীবনের অভিযান ।



সফলতা সব ; হোকনা সরব

বয়ে আনুক সবার গরব;

আমাদের প্রাণে আনন্দগানে

ব্যর্থতার সব —হয় যেন অবসান ।।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২০

অন্ধবিন্দু বলেছেন:
সেলিম,
আমরা ছুটে চলি
আমাদের স্বার্থ সন্ধানে ...

৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২২

সেলিম আনোয়ার বলেছেন: দারুন বলেছেন । আমরা যেন চলি সকলে তরে ।

কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা । আর হ্যাপী নিউ ইয়ার । :)

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৪

মামুন ইসলাম বলেছেন: হ্যাপী নিউ ইয়ার ।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

সেলিম আনোয়ার বলেছেন: হ্যাপী নিউ ইয়ার ।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০১

নুরএমডিচৌধূরী বলেছেন: সুন্দর
শুভ কামনা
নতুন বছরের

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে । আর শুভকামনা নতুন বছরের ।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




কবিকে শুভেচ্ছা.......
নতুন বছরে কি ‘আগের মতো নিয়মিত হবার প্লেজ’ করবেন? ;)

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ।

দেখা যাক কি হয় ।সময়ের সঙ্গে বেড়ে যাচ্ছে দায়িত্ব আর ব্যস্ততা ।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৬

বাড্ডা ঢাকা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা । ভাল থাকবেন সবসময় ।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৩

মামুন রশিদ বলেছেন: নিউ ইয়ারের শুভেচ্ছা সেলিম !:#P

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও মামুন ভাই । অনেক শুভেচ্ছা আর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.