নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
সম্প্রতি মুক্তি পেয়েছে আমির খান অভিনিত পিকে মুভি।এটি রিলেজিয়াস স্যাটায়ার । হাস্যরসে ভরপুর ছবিটির পরিচালক থ্রি-ইডিয়ট ছবির পরিচালক রাজকুমার হিরানি ।যাকে এখন সবাই বলিউডের সেরা পরিচালক বলে স্বীকৃতি দিচ্ছেন অনায়াসে ।শুরুতে ছবির পোস্টারে আমির খানের ন্যুড ছবি নিয়ে বিতর্কের ঝড় ওঠে। শাহরুখ খান জুহি চাওলা প্রমুখ সরব হয়ে ওঠেন আমির খানের এহেন নীচু কর্মে !আমির খানের বন্ধু সালমান খানও তা ব্যাঙ্গাত্বক ভাবে উপস্থাপন করেছেন বিষয়টি ।অবশ্য খান রাজার পক্ষেও লোকের অভাব হয়নি ।তাদের অভিমত ছবিটির প্রচারণার জন্য আমির খান আর রাজকুমার হিরানীর মত দু দুজন মহাতারকার ওরকম কিছু করা অযোক্তিক। এরকম একটা অবস্থায় ১৯ ডিসেম্বর ছবিটি মুক্তি পায় ভারতের ইতিহাসের সবচেয়ে বড় রিলিজ হিসেবে (৫২০০০ টি প্রিন্ট)। বিশ্বক্রিকেটের ওয়ান্ডার বয় ছবির প্রিমিয়ায় দেখে কমেন্ট করলেন এটি আমির খানের এযাবৎ করা সেরা কাজ ।ছবিটি সবার দেখা উচিৎ।
তারপরের অংশ ইতিহাস ।ব্যবসায়িক দিক দিয়ে মুভিটি ধূম থ্রী ছবির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সেটিকে পিছনে ফেলে বলিউডের এক নম্বর ব্যবসা সফল ছবি হিসেবে আত্নপ্রকাশ করাটা অসম্ভব নয় ।২০১৪ সালে সালমান খান অভিনিত কিক আর শাহরুখ খান অভিনিত হ্যাপী নিউ ইয়ার মুভির ব্যবসাকে টপকিয়ে ইতিমধ্যে আমির -হিরানীর ছবি এবছরের সেরা ব্যবসা সফল ছবি । সালমান খান ভারত আর শাহরুখ খান অভারসিস মুলুকের সম্রাট হলেও আমির খান একই সঙ্গে ভারত ও অভারসিস মুলুকের রুপালী পর্দার সম্রাট হিসেবে নিজের আসন পাকাপোক্ত করলেন এই ছবিটির মাধ্যমে । বলিউডের সর্বকালের সেরা ব্যবসা ছবির লিস্টে এখন আমির খানের প্রতিদন্ডি আমির খান ।
ছবিটি সমালোচক মহলে দারুন প্রশংসিত হয়েছে।পুরো ছবিটিতে আমির খানকে আট ধরনের পোশাকে দেখা গেছে যেগুেলো অন্যদের ব্যবহার করা পুরোনো কাপড়। আমির খান এলিয়েনের চরিত্রে অভিনয় করেছেন। তার গুরুত্বপূর্ণ একটি ডিভাইস যেটি দিয়ে এলিয়েন রাজ্যের সঙ্গে তার যোগাযোগ সেটি চুরি মধ্যে দিয়ে ছবির ঘটনা এগুতে থাকে ।ডিভাইসটি খুঁজে পেতে এক পর্যায়ে সে স্রস্টার দ্বারস্থ্য হয় ।স্রস্টাকে খুশি করতে যত মত বা পথ আছে সবগুলো অবলম্বন করে চলতে থাকে তার উদ্ধার কার্জ ।
ঘটনার পরিক্রমায় সাংবাদিক জগৎজননী রুপী আনুশকার সঙ্গে তার দেখা ।সেখান থেকে তাদের বন্ধুত্ব ।তারপর দুজনে মিলে নেমে পড়েন তাদের কর্মযজ্ঞে।
ছবি মূল উপজীব্য হয়ে ওঠে ধর্মব্যবসায়ীদের মুখোশ উন্মুচন ।পিকে নাস্তিক নন। একেবারে প্রথম শ্রেনীর আস্তিক । এই আস্তিকের মুখ দিয়ে বেড় হয়ে আসে ধর্মতত্ত্ব সত্যভাষণ । মুভিটিতে ভালবাসার অনুপ্রবেশ অনেকে ভালভাবে নেননি । অবশ্য লাভ ইজ ভেস্ট অবটাইম নামে একটি গানও মুভিতে আছে যার ভাবার্থ এমন করে লিখেছি ।
ভালবাসা সময়ের অপচয়
তবু ভালবাসে এ হৃদয়
হাজার কাজের মাঝে
অকাজের এই প্রেম রাজা- মহারাজা সাজে
ভালবাসার চোখ রাঙানিতে কাজেদের সংশয়
কাজের মাঝেই হৃদয়মাঝে অকাজের ফুয়ারা বয়
যতই ভালবাসো
তা যে সময়ের অপচয়
ওটুকু অপচয় না হলে জীবন অসফল মনে হয়
তবু জেনে রাখা ভাল এযে শুধু সময়ের অপচয়।
এটির নাচের মুদ্রা সত্যি ব্যাটারী রিসার্জের মত কাজ করবে ।
ছবিতে উল্লেখযোগ্য জনপ্রিয় কোন গান নেই । আমির খান প্রচুর পান খেয়ে ভুজপুরি ভাষায় সফলতার সঙ্গে সংলাপ বলেছেন ।তার কান দুটিকে আরোও বড় করা হয়েছে ।চোখে সবুজ লেন্স ব্যবহার করা হয়েছে ।অসাধারণ অভিনয় করেছেন আমির । আনুশকাও ভাল অভিনয় করেছেন । ছোট চুলে আনুশকা ছিলেন দারুন আকর্ষনীয়া ।সরফরাজ চরিত্রে সুশান্ত শিং রাজ পুত দারুন অভিনয় করেছেন । আর সঞ্জয় দত্ত পিকের বন্ধু ভাইরো সিং চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন । আরেকজনের কথা না বললেই নয় তিনি বোমান ইরানী ।প্রতিটি ছবির মতো এটিতেও তিনি দূর্দান্ত অভিনয় করেছেন । জুটি হিসেবে আমির খান আনুশকা শর্মা দারুন সফল।
তবে মুভিটির বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে এই মর্মে যে ছবিটিতে হিন্দু ধর্মের অবমাননা করা হয়েছে ।‘পিকে’কে হিন্দুধর্মের ঐতিহ্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র ভিনোদ বানসাল বলেন, “সিনেমাটি হিন্দুত্ববাদ নিয়ে সবদিক থেকেই বিদ্রুপ করেছে। যারা দাবি করছেন, হিন্দু ধর্ম বাদে অন্য ধর্মগুলোকেও সিনেমাটি আক্রমণ করে, তাদেরকে বলছি, খৃষ্ট ধর্ম এবং ইসলামকে হেয় করে দৃশ্য আছে কেবল দুই মিনিটের। বাকি আড়াই ঘণ্টার বেশি সময় ধরে ‘পিকে’তে হেয় করা হয় কেবল হিন্দু ধর্মকেই।”
ভিদু বিনোদ চোপড়া প্রযোজিত ছবিটির দৈর্ঘ্য ১৫৩ মিনিট । এর প্রথম অংশ হাসতে হাসতে শেষ ।আর শেষ অংশ মানুষের আবেগে অনুভূতিতে ব্যাপক নাড়া দিবে । হার্ট টাচিং মুভি । ছবির IMDb রেটিং ৮.৮। আমার রেটিং ৯।
ছবি বিষয়ে আমির খানের ভাষ্যই আমি বলবো । আমরা কোন ছবি তার ব্যবসা দেখে মনে রাখি না। মনে রাখি তার কনটেন্ট দেখে।পিকে মুভিটি সত্যি তেমনই মনে রাখার মত মুভি। হৃদয়ে দাগ কাটার মত মুভি ।
ছবি ও তথ্যসূত্র নেট ।
৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৫
সেলিম আনোয়ার বলেছেন: আমার ভাল লেগেছে ছবি । দেখে ফেলুন ।
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার রিভিউ। ভালো লাগল।
৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: রিভিউ ভাল লেগেছে জেনে খুশি হলাম । ধন্যবাদ কাল্পনিক ভালবাসা ।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৯
আলম দীপ্র বলেছেন: আমির সবসময় অন্যরকম মুভি নিয়েই উদয় হন !
রিভিউ বেশ হয়েছে ।
৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪২
সেলিম আনোয়ার বলেছেন: আমির খান নাম্বার ওয়ান । ধূম থ্রি সমালেচকদের মন জয় করতে না পারলে পিকে এদিক থেকেও সফল ।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩০
শাহরীয়ার সুজন বলেছেন: আমিও দেখেছি মুভিটা,ভালোই লেগেছে। তবে শোনলাম পিকের স্টোরিলাইন নাকি ও.এম.জির সাথে মিলে যায়। ঘটনা সত্য নাকি?
৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: আমির খান মিস্টার পারফেক্ট তার সঙ্গে অন্য কিছুর তুলনা করা বৃথা ।
বছরের শেষে এসে বাকি দুই খানকে পেছনে ফেলে কি চমকটাই না উপহার দিলেন। ব্যাপারটি নিয়ে লেখা পাওয়া গেছে। তবে এই মুভিটি ভারতীয় চলচিত্রের একটি মাইল ফলক হয়ে থাকবে ।
৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৩
দর্পণ বলেছেন: পিকে ধর্মান্ধদের গালে চপেটাঘাৎ
রাজকুমার হিরানির অমর সৃষ্টি
৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২১
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ মন্তব্য করেছেন ।
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৮
নিমচাঁদ বলেছেন: রাজকুমার হিরানী কমেডি দিয়ে কিছু ম্যাসেজ দিয়ে যান , কিন্ত কমার্শয়াল দিকটাও পকেটে ভরে নেন।
আমি উনাকে হলিউডের যে কোন মান সম্মত পরিচালকের চেয়ে ,অনেক ক্ষেত্রে বেশী পরিণত মনে করি ।
তার যে কোন সিনেমার নির্মাণ গত ত্রুটি ধরা খুব মুশকিল ।
.আমির খান সব সময়েই নাম্বার ওয়ান। প্রতিটা ছবিতে উনি চরিত্রের প্রয়োজনে অবয়বগত পরিবর্তন করেছেন ।
তবে থ্রি ইডিয়টস সব সময়েই আমার কাছে সেরা ।স্যাটায়ার যে একটা উচুঁ মানের শিল্প , সেটার উদাহরণ দিতে চোখ বন্ধ করে এই ছবির নাম করা যায় ।
অবশ্যই পিকে চমৎকার একটা ছবি , বক ধার্মিক দের এটা আঘাত করবেই
৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৭
সেলিম আনোয়ার বলেছেন: নিমচাঁদ ভাই দারুন কমেন্টে ধন্যবাদ । থ্রি ইডিয়টস সন্দেহাতিত ভাবে অন্যতম সেরা ছবি । তবে আমির খানের অভিনয় এই মুভিতে একটা মাইলফলক । পুরো ছবিটে চোখের পলক পরেনি। দারুন পরিশ্রম করেছেন । এটি আমিরখানের অভিনয় জীবনের সবচেয়ে কঠিন কাজ আমি বলবো ।তার চোখ বেশির ভাগ সময় জলে টুইটুম্বর করেছে। ওভাবে অভিনয় করা সত্যি দুরূহ কাজ । এ ছবিতে আমিরের অভিনয়কে তার সেরা জীবনের সেরা কাজ বলবো ।
৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
থ্রি ইডিয়ট পরিচালকের হাতে 'পিকে' হওয়ায় আগে থেকে অপেক্ষায় আছি... আসুক হাতের নাগালে...
৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৫
সেলিম আনোয়ার বলেছেন:
৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৫
আবু শাকিল বলেছেন: মুভি টার ভাল প্রিন্টের অপেক্ষায় আছি।দেখব।
রিভিউ ভাল লেগেছে।
৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩০
সেলিম আনোয়ার বলেছেন: রিভিউ ভাললাগায় ধন্যবাদ । দেখে ফেলুন মুভি ।
৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৬
তাহসিনুল ইসলাম বলেছেন: চরম একটা মুভি। ম্যাসেজটা চরম
৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: আমির খান এদিক দিয়ে ব্যতিক্রম তার প্রতিটি মুভিতে ম্যাসেজ থাকে ।
১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৩
নিমচাঁদ বলেছেন: এটাই এখন পর্যন্ত পিকে ছবির সবচেয়ে ভালো অক্ষত প্রিন্ট।ছবির এবং অডিও র মান ভালো
৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৯
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ দাদা । সবচেয়ে সেরা লিংটি শেয়ার করার জন্য । সর্বকালের সের ব্যবসা সফল ছবির প্রথম চারটির তিনটি এখন আমিরখান মুভি। ধূম-৩, পিকে ,চেন্নাই এক্সপ্রেস, থ্রী ইডিয়ট।
আর মানের বিচারে বোধ হয় আমির ছবি গুলোর জয় জয়কার হবে ।তার ছবিতে ম্যাসেজ থাকে ।
পিকে মুভিটি বোধ হয় প্রথম ৩০০ কোটি ক্লাব সৃষ্টি করবে ।
এখানে মজার বিষয় হলো আমিরখানের মুভি দিয়েই যাত্রা শুরু হান্ড্রেড ক্লাব ,২হান্ড্রেড ক্লাব ..................এবার বোধ হয় ৩ হান্ড্রেড ক্লাব !
১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৬
ডি মুন বলেছেন:
রিভিউ দারুণ লাগল।
দেখতে হবে এই দারুণ মুভিটা।
আমির খানের অভিনয়ের ভীষণ ভক্ত আমি
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৬
সেলিম আনোয়ার বলেছেন: দেখে ফেলুন মুভি । আমির খানের মুভি জীবনের টার্নিং পয়েন্ট রঙিলা । ওখান থেকেই তিনি ব্যতিক্রমী সব চরিত্রে অভিনয় করতে থাকেন ।
কেয়ামসে কেয়ামতাক দিলের লাভার বয় হিরু হয়ে ওঠেন একজন অভিনেতা । তারপর একে একে নিজেকে নিয়ে যেতে থাকেন অনন্য উচ্চতায় ।
১২| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমির আছে বলেই এত জলদি দেখে ফেললাম। দারুন।
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৮
সেলিম আনোয়ার বলেছেন: আটলান্টিক মহাসগরের এইপারের সবচেয়ে প্রতিভাধর অভিনেতা এই আমির খান । তার কাছে শেখার আছে সবার ।
১৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:১২
সচেতনহ্যাপী বলেছেন: কিছু মনে করবেন না,প্লিজ।। আমি ছবির বিশেষ করে হিন্দী এবং বাংলা ছবির ভক্ত না বলে।। এখানে সব কিছুই বাণিজ্যিক।। বাস্তবতাও তাই বলে।।
০১ লা জানুয়ারি, ২০১৫ ভোর ৫:০৩
সেলিম আনোয়ার বলেছেন: আমিও খুব কম দেখি। তবে বেছে বেছে ছবি দেখতে ছাড়ি না ।কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৪| ০১ লা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:২৯
স্নিগ্ধ শোভন বলেছেন: আপনি এত করে বলছেন যখন মাইনা নিলাম.... তবে আমার কাছে থ্রি ইডিয়ট বেস্ট।
০১ লা জানুয়ারি, ২০১৫ ভোর ৫:০৭
সেলিম আনোয়ার বলেছেন: দুইটি দুই ফ্লেভারের ছবি । পিকে তে আমিরের চরিত্র অনেক বেশি চ্যালেঞ্জিং । রাজকুমার হিরানি দুটো ছবিরই পরিচালক ।দুটো ছবিতে প্রগতিশীল চিন্তা ধারা সন্ধান পাওয়া যাবে । এটিতে স্পর্শকাতর বিষয় তুলে ধরা হয়েছে ।এমনকি মামলা হলে আগুন ধরানোর মত ঘটনা ঘটেছে । সমাজে এর প্রভাব বেশি পরেছে এটা বলা যায় ।
১৫| ০১ লা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৩১
স্নিগ্ধ শোভন বলেছেন: আমি কিন্তু খুব ভালো প্রিন্টে দেখেছি
০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনি ভাগ্যবান ।ভাল একটা ছবির ভাল প্রিন্ট দেখেছেন।
১৬| ০১ লা জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৩৫
খেলাঘর বলেছেন:
বাংগালীরা ভারতীয় মুভি না দেখলে চলে না?
০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: চলে আবার চলে না ।ভাল মুভি দেখতে ক্ষতি কি? এসব মুভি দেখে ভাল মুভি তৈরি করার মানসিকতা ভাল কিছু বয়ে আনতে পারে ।
১৭| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
রিভিউতে +++
০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কান্ডারি আপনার ব্লগে রাশি ফল পরতে দিয়ে দেখি সব ফাকা ।আমি মিথুন রাজির জাতক সিংহ রাশির জাতিকার সঙ্গে ভাল মিল হওয়ার সম্ভাবনা আছে ।
১৮| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
হ্যাপী নিউ ইয়ার ভাই।
০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫০
সেলিম আনোয়ার বলেছেন: হ্যাপী নিউ ইযার কান্ডারি ।
১৯| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৫
অপূর্ণ রায়হান বলেছেন: রিভিউ ভালো লাগলো ভ্রাতা। দেখি, দেখবো সময় করে। +
হ্যাপি নিউ ইয়ার
০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।
এই মুভি নিয়ে অলরেডি মামলা হয়ে গেছে। মজার ব্যাপার হলো এল কে আদভানী এমন ছবি দেখার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন । অন্য দিকে অন্যর ছবির বাজেয়াপ্ত দাবী করেছেন।
২০| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৫
মাহবু১৫৪ বলেছেন: খুব সুন্দর রিভিউ
পোস্টে ++++
০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও + এ ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
২১| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৮
মেহেরুন বলেছেন: খেলাঘর বলেছেন: বাংগালীরা ভারতীয় মুভি না দেখলে চলে না?
ভাইয়া একটা কথা বলি কিছু মনে করবেন না, একটা ভালো শিল্প কর্ম সেটা যে দেশেরই হোক না কেন, দেখা উচিত। এটা আমি মনে করি। এটাতে দোষের কিছু নাই।
সেলিম ভাইয়া আপনার রিভিউ ভালো লাগলো। পিকে দেখেছি আমি। সত্যি অনেক ভালো সিনেমা।++
০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ । মুভিটি শীঘ্রই সর্বকালের সেরা ব্যবসাসফল মুভি হিসেবে আত্নপ্রকাশ করতে যাচ্ছে ।হয়তো আজকে ধূম থ্রী মুভিকে পেছনে ফেলে নম্বর ওয়ান অবস্থানে ওঠে যাবে ছবিটি।
২২| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৮
শেরজা তপন বলেছেন: দারুণ রিভিউ! ছবিটা দেখেছি- অল্প কিছু সমস্যা থাকলেও নিঃসন্দেহে দারুন কর্ম করেছেন সবাই মিলে...
০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: রিভিউ ভাল লাগায় ধন্যবাদ । ভাল থাকবেন ।
২৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪২
আজব পাগল বলেছেন: ভাল কথা ব্লগার ভাই বোনেরা কি জানেন পিকে মুভিতে “সানি লিওন” অভিনয় করেছে। ভাবছেন কোথায়? দেখলাম না তো? ভাল করে মনে করুন, আমির খান ড্রেস পেয়েছিল কোথায়? ঠিক, ওই “ডান্সিং কার” এর ভেতরেই তিনি ছিলেন। এ বিষয়ে তিনি ঘোর আপত্তি জানিয়েছেন, কারন তার হাত শুধু কেন দেখানো হল, পুরোটা(!) নয় কেন? কেসও করে দিতে পারেন।
০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৩
সেলিম আনোয়ার বলেছেন: ডান্সিং কার ব্যাপারটা হাস্যরসের সৃষ্টি করলেও বাস্তবতা বিবর্জিত ।ফিল্মে দুএকটা ফিল্মী উপাদান না থাকলেতো সেটি প্রামান্যচিত্র হয়ে যাবে ।
আর সানি লিওন!
২৪| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৩
শেরজা তপন বলেছেন: ও আরেকটা কথা - 'হাইওয়ে' ছবিটা দেখেছেন? না দেখলে- দেখে একটা রিভিউ দিয়েন। অবশ্য মনে চাইলে...।
০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
সেলিম আনোয়ার বলেছেন: না ওটা দেখিনি । সময় সুযোগ হলে দেখবো ।
২৫| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৪
তুষার কাব্য বলেছেন: রিভিউ দারুণ লাগল।
দেখতে হবে এই দারুণ মুভিটা।
হ্যাপি নিউ ইয়ার
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও হ্যাপী নিউ ইয়ার । দেখে ফেলুন সময় করে ।
২৬| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫০
অনিকেত রহমান বলেছেন: সুন্দর মুভির সুন্দর রিভিউ।আমি আমির খানকে সব সমায় world first class অভিনেতা মনে করি যার সাথে তুলনা চলে Leonardo Dicaprio,
Brad Pitt, Christian Bale, Tom
Hanks,Robert De Niro মত অভিনেতাদের।
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩২
সেলিম আনোয়ার বলেছেন: আপনি যথা্র্থ বলেছেন । মিঃ পারেফেক্ট আমির খান তার পারফেকশনে ছাড় দিলে বানিজ্যিকভাবে লাভবান হতেন। তবে তার মুভি দেখার জন্য ইনটেকচুয়াল একটা শ্রেণী এভাবে অপেক্ষায় থাকতেন না । তার প্রতিটি মুভি বলিউডের জন্য মাইলফলক ।রূপালী জগতেরও ।
২৭| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৮
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: দারুণ রিভিউ।
আমির খানের সিনেমা গুলো একটু অন্য রকমই হয়।
তারে জামিন পার, থ্রি ইডিয়টস সেরা বলিউড মুভির দুটি।
মাঝ থেকে হতাশ হয়েছিলাম ধুম ৩ দিয়ে।
পিকে আবার সে হতাশা দূর করে দিয়েছে।
অসাধারণ মুভি একটা ।
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:২০
সেলিম আনোয়ার বলেছেন: রং দে বাসন্তী জো জিতে ওহি সিকান্দার হাম হি রাহে পিয়ারকে দিল হে কি মাংতা নেহি গজিনী এমন অসাধারণ ছবির হিরু আমির খান ।
পিকে মুভি দর্শক সমালেচাক দুইদলের প্রশংসা অর্জন করেছে ।
২৮| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:০০
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: ছবি ভাল। yes man এর সাথে অস্ম্ভব মিল।
০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: সহমত । ইয়েস মেম দেখিনি ।
২৯| ০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৪
কাঙাল বলেছেন: রিভিউটা ভাল। ছবিটাও ভাল লাগবে আশা করছি। ধন্যবাদ
০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: ছবিটির কনটেন্ট দূর্দান্ত ভাল লাগাটা স্বাভাবিক ।
৩০| ০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩১
নতুন বলেছেন: পিকে ভাল লেগেছে কিন্তু এটা বেশিক্ষন দশ`কের হৃদয়ে দাগ কাটবে না ।
এরচেয়ে থ্রি ইডিয়ট অনেক ভাল হয়েছিলো...
ধম নিয়ে ব্যবসার উপরে এই রকমের ছবির দরকার আছে...
আমাদের দেশে এখনো এই ব্যবসায় কোটি মানুষের বিশ্বাস আছে.. আর পীর/মাজার/ওরসে কোটি কোটি টাকার ব্যবসা করছে...
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
৩১| ০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩১
বেদুইন জাহিদ বলেছেন: পিকে মুভিটা দেখেছি। দারুণ একটা মুভি। ধর্মান্ধ এবং ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে আসলে এভাবেই সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের দেশে কবে যে এধরনের গঠনমূলক ও সাহসী মুভি হবে???
আর এতো সুন্দর রিভিউএর জন্য সেলিম ভাইকে ধন্যবাদ এবং +++++
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য ।
৩২| ০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৫
কলমের কালি শেষ বলেছেন: বেশ সাবলিল রিভিও । চমৎকার । +++
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।
৩৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
ডানাভাঙ্গা চিল বলেছেন: একদম আমার মনের কথা কবি। আমার ও অসম্ভব ভাল লেগেছে পিকে।
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কবি কেমন আছেন । পিকে আমারও ভাল লেগেছে । ছবিটি অদ্য ৩০০ ক্লাব প্রতিষ্ঠা করেছে। নতুন ইতিহস রচনা করলো ছবিটি ।
৩৪| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪১
মামুন রশিদ বলেছেন: ম্যাসেজ দেয়া ছাড়া আর কোন কিছুই ভাল লাগেনি ।
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: ছবিটিতে চমৎকার সব কমিডি আছে । তাছাড়া আমির নজর কারা অভিনয় করেছেন । পাশাপাশি পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা সমালোচনা আন্দোলন চলছে । আবার করমুক্ত প্রদর্শনিও চলছে । এই এত ঘটনা কয়টা ছবিকে ঘিরে হয় ।
৩৫| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৯
সোহানী বলেছেন: ছবি যাই হোক... আপনার রিভিউ চমৎকার........+++++++
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: রিভিউ ভাল লাগায় ধন্যবাদ ।
৩৬| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৫
নতুন বলেছেন: থ্রী ইডিয়ট যতটা মনে আছে পিকে কি ততটা মনে থাকবে??
আমার কিন্তু মনে হয় থ্রী ইডিয়ট পিকে থেকে অনেক ভাল।
পিকে গরম গরম তাই এটার তাপ বেশি মনে হইতেছে...
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১২
সেলিম আনোয়ার বলেছেন: থ্রীইডিয়ট আর পিকে দুটাই কমেডি মুভি হলেও দুই মেজাজের মুভি । ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মুচন করেছে পিকে ।ছবির প্রদর্শনী বন্ধ বাজেয়াপ্তসহ নানা ধরণের দাবীতে চলছে আন্দোলন। :-& আবার প্রশংসাও মিলছে যথেষ্ট।
৩৭| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৪১
নতুন বলেছেন: ধম` ব্যবসায়ীদের বিরাট ঝাকি দিয়েছে এই মুভি...
এই রকমের ঝাকি চলতে থাকলে সমাজে পরিবত`ন আসবে... মানুষের চোখ খুলবে..
কিন্তু আমাদের দেশের মানুষের চোখ কি ভাবে খুলবেন?
ওরশ/মাজার/পানিপড়া/ডিমপড়া/চাদে পীরকে দেখা...
০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
সেলিম আনোয়ার বলেছেন: ওরশ/মাজার/ তো ইসলামে নিষিদ্ধ।
পানিপড়া/ডিমপড়া জানি না ।
চাদে পীরকে দেখা... ইহাতো ভয়াবহ মিথ্যাচার ।
অপসংস্কৃতি থেকে ধর্ম মুক্তি পাক । ইসলামের সত্যিকারের আলোকিত পথে চলা শুরু হোক মানুষের ।
৩৮| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:০৬
প্রবাসী পাঠক বলেছেন: পিকে নিঃসন্দেহে আমির খানের অন্যতম সেরা মুভি। চমৎকার রিভিউ সেলিম ভাই।
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: একমত । ছবিটি দশটি নতুন রেকর্ড গড়েছে বলিউড ছবির ইতিহাসে এটা স্মরনীয় হয়ে থাকবে ।
৩৯| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৬
রাবেয়া রব্বানি বলেছেন: মারাত্মক মুভি। এক কথায় অসাধারণ থিম। অনেকে চরিত্রের একি রকম জামা কাপড় পড়া আর হেয়ার স্টাইল নিয়ে বলেছেন। আমার কাছে মনে হয়েছে সুপার ম্যান, স্পাইডার ম্যান বা বিশেষ স্টাঈল দিয়ে অনেক সময় চরিত্রের আইকন তইরি হয় এখানে পরিচালক তাই চেয়েছেন।
তবে একটা ব্যাপারই গোলমেলে লেগেছে । স্পেস শীপ আর রিমোট দেখে বুঝা যায় পিকে একটা উন্নত গ্রহ থেকে এসেছে। প্রাথমিক ভাবে ভগবান আইডিয়াটাই তার ছিল না/ যে এই পুরো জগতের কেউ স্রষ্টা কেউ আছেন। তার কথা শুনে মনে হয়েছে ব্যাপারটার কোন ধারনাই তার নেই। তাহলে তারা কি তাদের জগতে স্রষ্টার কোন ইঙ্গিত পায়নি?একেবারে এক কথায় আ্সতিক হওইয়াটাই আমার কাছে অবাক লেগেছে।
০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: আসলে ঠেলার নাম বাবাজি । ডিভাইস হারিয়ে সেটা খুজে পাওয়ার আর কোন উপায় না পেয়ে স্রষ্টার পানে হাত পেতেছেন তিনি। সেটি না পেলে তার বাড়ি যাওয়া বন্ধ ।
অত্যন্ত যুক্তি যুক্ত মন্তব্য করেছেন । কমেন্ট ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় ।
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৩
ঢাকাবাসী বলেছেন: চমৎকার রিভিউ, ছবিটা দেখব।