নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

দুই নয়নে অন্ধ

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৫

অদ্ভুত সব পর্দা ঘেরা আমাদের এই বসুন্ধরা
আমাদের সব চিন্তা ধারা শ্বেতপাথরে খুদাই করা
আমাদের তৃতীয় চক্ষু বন্ধ ;
দুনয়নে আলোক মেখেও আমরা যে তাই অন্ধ।


জ্ঞানোর আলো কি যে হলো তাকে ঘিরেই আঁধার কালো
বন্ধ খাঁচায় বিবেক যে হায় মরছে মিছে ব্যবাক আলো ।


সত্য কথা অসারতা, অর্থহীন সব বাচালতা
সত্য চর্চা তাই মন্দ।


খেক শিয়ালের লেজটা ধরে, আমি ঘুরি জগৎ ঘুরে
বিবেক আর বাক-স্বাধীনতা হারালো তাই ছন্দ ।

মিথ্যেমিথের ভুতটা ঘিরে আমরা সবাই ঘুরে ফিরে
ভিন্ন পথে দ্বন্দ্ব; তাই সত্য ভাষণ বন্ধ।

মানুষ হয়ে জন্ম নিয়েও দুই নয়নে অন্ধ
তৃতীয় নয়ন ঘুমিয়ে সদা— তার সদরদরজা বন্ধ।

অন্যায় —অবিচার ,অযাচিত— মিথ্যাচার
ভাবিনা আর বুঝিনা আর —ওসব ভাবা মন্দ।

খেক শিয়ালের লেজটা ধরে আমিও ঘুরি জগৎ ঘুরে
ভিন্ন পথে দ্বন্দ্ব ; আমরা যে ভাই অন্ধ।

একচোখা চোখে দারুন দেখি
একমুখো মুখে দারুন বকি,

আমরা যে ভাই মন্দ;

একটা কেবল খুলে রেখে—দশটা রাখি বন্ধ ।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪১

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা।



গানময় কবিতা ভাল লেগেছে।

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ভাল লাগা । নিরন্তর শুভকামনা ।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১১

অপ্রতীয়মান বলেছেন: সমসাময়িক পরিস্থিতি নিয়ে চমৎকার কবিতা।

ভালোলাগা জানিয়ে গেলাম :)

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৩

কাবিল বলেছেন: ভাল লেগেছে + + + ++++++++

০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০০

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩২

এমএম মিন্টু বলেছেন: সেলিম ভাই এভাবেই নিয়মিত দেখতে চাই । কবিতায় পেলাচ

০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সময় সুযোগ হলে দেখা হবে । প্লাসে ধন্যবাদ ।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪২

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ভালো বলেছেন , সত্যিই , সত্যের কোন জায়গা নেই , মুক্তচিন্তা আর বাক স্বাধীনতা নেই কোথাও ।

০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

সেলিম আনোয়ার বলেছেন: সত্য বলেছেন। বুঝা গেল আমাদের হাত বাধা নেই । আমরা বলতে জানি ।

ধন্যবাদ কমেন্টে । ভাল লাগা জানবেন ।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: অন্যায় অবিচার আর মিথ্যাচারের দুর্দান্ত প্রতাপে সত্য আজ বিলীন প্রায়।
কবিতায় বাস্তবতার অসাধারণ চিত্রকল্প।
ভালো লাগা রইল।

০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্ট রাজপুত্র । ভাল থাকবেন সবসময় এই শুভকামনা ।

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতা ভালো লেগেছে সেলিম ভাই। তবে অনেক দিন আপনার কাছ থেকে দূর্দান্ত কবিতা পাচ্ছি না।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: দূর্দান্ত কবিতা আসার সময় এসে গেছে বোধ হয়। আর মাত্র কয়েকটা দিন। দূর্দান্ত কবিতা হবে ।

কমেন্টে আর পাঠে ধন্যবাদ জাদীদ ।

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৩

জুন বলেছেন: কবিতা নিয়ে দারুন সব পরীক্ষা নিরিক্ষা ভালোই লাগছে সেলিম আনোয়ার ।
মুহুর্তে কবিতা লেখার ক্ষমতা কিন্ত সবার নেই। এক্ষেত্রে সত্যি আপনি ব্যাতিক্রম।
+

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । কবিতার নামে অনেকে হোচট খেয়েছে বোধ হয় । এক চোখা লোকের ২য় আর তৃতীয় চোখ কাজ করেনা । তারা দুনয়নে অন্ধ। আবার একমাত্র চোখও মাঝে মাঝে প্রতারণা করে । নিজের একচোখা নীতির কারণে আর দশজনের দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবার সময় কোথায় তাদের ?

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন:









================================
মিথ্যেমিথের ভুতটা ঘিরে আমরা সবাই ঘুরে ফিরে
ভিন্ন পথে দ্বন্দ্ব; তাই সত্য ভাষণ বন্ধ।

মানুষ হয়ে জন্ম নিয়েও দুই নয়নে অন্ধ
তৃতীয় নয়ন ঘুমিয়ে সদা— তার সদরদরজা বন্ধ।
================================

দুর্দান্ত কবিতা।

শুভ কামনা কবি।
++++৪র্থ ;)

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫০

সেলিম আনোয়ার বলেছেন: একটা আধ্যাতিক টাইপ কবিতা লিখলাম । ব্যতিক্রমী প্রয়াস। যাক আপনার দূর্দান্ত লেগেছে জেনে ভাল লাগলো । জাদিদের কমেন্টে দূর্দান্ত শিরোনামে একখানি কবিতা লিখার চেষ্টা চালিয়ে প্রায় ১২ লাইন লিখে ফেলেছি। পরে মনে হলো দূর্দান্ত কবিতা হয়নি ওটা খাতায় রেখে দিলাম ।

কবিতার শুরু এরকম
প্রচন্ড পরাক্রমে
এ মরার ধরাধামে
তোমার আবির্ভাব ........................................ B-)

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৭

প্রামানিক বলেছেন: অন্যায় —অবিচার ,অযাচিত— মিথ্যাচার
ভাবিনা আর বুঝিনা আর —ওসব ভাবা মন্দ।

খেক শিয়ালের লেজটা ধরে আমিও ঘুরি জগৎ ঘুরে
ভিন্ন পথে দ্বন্দ্ব ; আমরা যে ভাই অন্ধ।

একচোখা চোখে দারুন দেখি
একমুখো মুখে দারুন বকি,

দারুণ কথামালা। খুব ভাল লাগল। ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় ।

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৮

তুষার কাব্য বলেছেন: ভালো বলেছেন সেলিম ভাই ।

ছন্দে ছন্দে কঠিন কিছু কথা বলে গেলেন ...ভালো লাগা রইল।

১২| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:২১

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভালো লাগলো । কবিকে পিলাচ । +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.