নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
চেতনা নামের অবলা শিশুটি ঘিরে
আজ বিবেকের দল মাথা খুঁটে মরে
এখন ওখানে ভীষণ রকম নিষ্ঠুরতার সহবাস
জোকের মতন জেকে বসা অশুভ গনতন্ত্র আজ।
ওখানে মানুষের চিন্তা-চেতনার প্রতিফলন হয়না
প্রতিষ্ঠিত হয় না জীবনের নিরাপত্তা— জনতার মতাধিকার ।
জোকের মতন জেকে বসা গনতন্ত্র আজ
কেড়ে নেয় বাক আর বিবেকের স্বাধীনতা।
বিশ্ববেহায়াকে লজ্জায় ফেলে দিয়ে
নগ্নপায়ে বিষাক্ত ঠোট আর হিংস্র থাবা নিয়ে
গনতন্ত্রের গায়ে কালিমা মেখে দেন মিথ্যে মহারাজ।
ইঁদুরের মুখের উপর চপেটাঘাত করে দিয়ে
প্রতিষ্ঠা পায় বানরের অভিলাষি ইচ্ছার।
গনতন্ত্র আজ বালুভর্তি বারোটি ট্রাকের নীচে মুমূর্ষূ চাপা পরে
অশুভ শক্তিরা আজ ঘোলাপানিতে মৎস শিকার করে।
মুক্তিযুদ্ধের চেতনার নাম ভাঙিয়ে গৃহবন্দী গনতন্ত্র আজ
এখানে স্বেচ্ছাচারিতা ঘেরা বিকট রাজার সিংহাসন।
আমাদের ঘিরে অধিকার থাকেনা কোন থাকে শুধু প্রহসন ।
১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৮
সেলিম আনোয়ার বলেছেন: গনতন্ত্র কি নির্মম পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে ।
২| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৯
নিলু বলেছেন: লিখে যান
১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫২
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে ।
৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৬
নেক্সাস বলেছেন: সমসাময়িক বাস্তবতায় দারুন কবিতা
১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ । দেশ নিয়ে আর দেশের মানুষ ভবিষ্যৎ নিয়ে দুশিচন্তায় থাকি ।
৪| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: "গনতন্ত্র আজ বালুভর্তি বারোটি ট্রাকের নীচে মুমূর্ষূ চাপা পরে
অশুভ শক্তিরা আজ ঘোলাপানিতে মৎস শিকার করে। "
ভালো লাগলো।
গণতন্ত্র আজ শংকটাপন্ন। হয়তো সেইদিন আর বেশি দূরে নয় যখন গণতন্ত্র ও ফুটপাতে কেজি দরে বিক্রি হবে তাও ফরমালিন যুক্ত।
শুভ কামনা।
১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্ট করেছেন ।
৫| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৩
তুষার কাব্য বলেছেন: চমত্কার লাগলো মানবতার,প্রতিবাদের কবিতা ।
শুভেচ্ছা....
১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫০
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ।
৬| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৯
আলম দীপ্র বলেছেন: চমৎকার দারুন লাগল!
৭| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৪
সচেতনহ্যাপী বলেছেন: সেলিমভাই কবিতা আমার সেই ছাত্রজীবন থেকেই অবোধ্য।। আশা করি এই অক্ষমতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।।
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৪
নুরএমডিচৌধূরী বলেছেন: গনতন্ত্র আজ বালুভর্তি বারোটি ট্রাকের নীচে মুমূর্ষূ চাপা পরে
অশুভ শক্তিরা আজ ঘোলাপানিতে মৎস শিকার করে।
দারুন লিখলেন ভ্রাতা
দুঃখ বড়ই নির্মম যে
ওরা এসব বুঝেনা বুঝতে চায়না
কিংবা ইচ্ছা করেই না বুঝার ভান করে
লিখাতে ++++++++++++++