নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

মধুবেলার অন্বেষণে

১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩২





নিজের মাঝে নেই আমি নেই কারো হৃদয়ে

এ কেমন হলাম আমি ভেবে যাই আনমনে।

পাইনা যে দিশে আর ।কে আমার আমি কার?



এই কি জীবন ? এই কি বেঁচে থাকা ? এভাবেই কি প্রতিক্ষণ ?



এভাবেই চলছে দিন এভাবেই চলছে রাত

এভাবেই আষাঢ় শ্রাবণ এভাবেই ক্ষণপ্রপাত।



বসন্তের ফুলগুলি কার জন্য ফোটে

বাগিচার বুলবুলি কেন যে ডাকে?



এই আমার মন তার উদাস উদাস ক্ষণ

কার কথা ভেবে? কার ছবি এঁকে?



আমার এই রঙিন চোখে অশ্রু এসে অবশেষে

কার কামনায় কোন সে আশায় শুধু শুধু ভালবাসে।



মন আমার নেই আর আমার এই মনে

অশান্ত ছুটোছুটি তার কোথায় কে জানে ?

নই আমি আমার, নই আমি অন্য কোন কার?

স্রষ্টা জানে এই মুক্ত বলাকা মন কেন আজ বিষন্নভার।



কোথায় সে মায়াবতী ?কার সন্ধানে দিকভ্রান্ত এই মন?

সে কি আসবে না ছোটে কভু ধ্রুবতারার মত নিয়ে অনন্ত মধুক্ষণ।



নিজের মাঝে নেই আমি নেই বোধ হয় কোন খানে

এভাবেই পথহারা মন চলছে ছোটে মধুবেলার অন্বেষণে ।











মন্তব্য ২৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: কে সেই মায়াবতী? খুব সুন্দর হয়েছে

১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫১

সেলিম আনোয়ার বলেছেন: জানি না । :) কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৫২

সুফিয়া বলেছেন: খুব ভাল লাগল পড়তে ।

১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩২

এহসান সাবির বলেছেন: কোথায় সে মায়াবতী ?কার সন্ধানে দিকভ্রান্ত এই মন?
সে কি আসবে না ছোটে কভু ধ্রুবতারার মত নিয়ে অনন্ত মধুক্ষণ।

১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১২

এনামুল রেজা বলেছেন: হায় মধুবালা! :(

কবিতা ভালো লাগলো।

১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: হায় পার্বতী । হায় চন্দ্রমুখী ।

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৪

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল কবিতাট। ছবিটা কোথাকার? এদেশের নয় তা বুঝছি।

১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: পায়াইন্দা আইল্যান্ড ।

কমেন্টে ধন্যবাদ ঢাকাবাসী ।নিরন্তর শুভকামনা ।

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৯

তুষার কাব্য বলেছেন: কে আমার আমি কার ? চিরন্তন প্রশ্ন...

চমত্কার লাগলো কবিতা ।

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৭

এম এ কাশেম বলেছেন: দারূণ!
শুভেচ্ছা কবি।

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা । ভাল থাকবেন ।

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৭

পরিবেশ বন্ধু বলেছেন: আমার এই রঙিন চোখে অশ্রু এসে অবশেষে
কার কামনায় কোন সে আশায় শুধু শুধু ভালবাসে।
অসাধারন

কবিতায় ভাললাগা +

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কবি কবিতা পাঠে ও ভাললাগায় অনেক ধন্যবাদ ।ভাল থাকবেন সবসময় ।

৯| ১৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৪

নাসরিন চৌধুরী বলেছেন: কবির জন্য শুভেচ্ছা। কেমন আছেন_?

কবিতায় ভাল লাগা রেখে গেলাম।

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩১

সেলিম আনোয়ার বলেছেন: ভাল আছি কবি ।
ভাললাগায় ও পাঠে ধন্যবাদ । আর শুভকামনা নিরন্তর ।

১০| ১৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভালো লাগলো কবি।
কেমন যেন ফিল হলো ;)

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ধন্যবাদ ।

বুকের মধ্যে সুখের মত ব্যথা । :!>

১১| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৮

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় বেশ লাগলো কবি !! +++++

১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার । নিরন্তর শুভকামনা থাকলো ।

১২| ১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৭

সোহানী বলেছেন: ছবিটা জোস্ ......... কবিতায় ভালোলাগা........

১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৯

নেক্সাস বলেছেন: মধুবেলা দিয়ে কি করবেন? :) :) :) :)

১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: ওটার যে বড্ড প্রয়োজন। যদি দেশ নিয়ে ভাবি তাহলে বলবো শান্তি চাই ।

১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৩

সুমন কর বলেছেন: কোথায় সে মায়াবতী ?কার সন্ধানে দিকভ্রান্ত এই মন?
সে কি আসবে না ছোটে কভু ধ্রুবতারার মত নিয়ে অনন্ত মধুক্ষণ।

প্রেমের কবিতা। ভাল লাগল।

১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৫| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,



এই কি জীবন ? এই কি বেঁচে থাকা ?

এরই নাম জীবন যেখানে এভাবেই বেঁচে থাকতে হয় আশা - নিরাশার দোলায় ।
ধ্রুবতারার মতো কেউ ছুটে এলে বরন করে নিতে হয় । আবার উল্কার মতো ছুটে এসে কেউ ছাই হয়ে গেলে দুঃখও পেতে হয় !

তবুও মানুষের মন .....মধুবেলার অন্বেষণে শুধুই ছুটে চলে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.