নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কবিতার আজ বড্ড অভাব
কবিতার হলো মন্দ স্বভাব।
কবিতা আজ ভালবাসে জীবাশ্ম
তাই তার ব্যস্ততা মরে যাওয়া কোন জীব
যার লকলকে জীভ আজ হয়ে গেছে স্থির ।
কাম নেই অনুভূতি নেই এমন কোন মৃত
তারে ভালবেসে মোর কবিতা আজ উৎফুল্ল উদ্ধত।
ফুল আর ভ্রমরার গান তার ভাললাগেনা
ভাল লাগে না হারাতে পথ অচেনা কোন পথে
সেখানেই ভয় তার যেখানে রক্ত জবা ফোটে।
ফাগুণের আগুন ভরা যৌবনে তার পৃথিবীটা বিব্রত
পলাশ শিমুলে সুখ নেই তার মরা পাতা লাগে অমৃত।
এভাবেই মোর খেয়ালি কবিতা খানি
বয়ে চলে হেলেদুলে সমুখে অনন্ত পথজানি।
সে যে ভালবাসে কুড়ি ও কোমল অন্য কোন গাছে
তার শাখাতে শুণ্য সবই আনন্দ মিছে মিছে ।
শীত পেরিয়ে বসন্ত এলো এলো
তার কাছে আজ প্রশ্নরা এলোমেলো
আর কতদিন বকুল শুকিয়ে ঝরবে
আর কতকাল প্রেমগুলি মোর শুধু শুধু মরবে ।
২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪২
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে পাঠে ও ভাললাগায় অনেক ধন্যবাদ ।
২| ২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৮
নিলু বলেছেন: ভালো , লিখে যান প্রান ভরে ভাই ,
২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: আর কতদিন বকুল শুকিয়ে ঝরবে
আর কতকাল প্রেমগুলি মোর শুধু শুধু মরবে ।
তীব্র ভাল লাগা ছড়িয়ে রইল।
+++
২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আর কতকাল!
কবিতার আজ বড্ড অভাব, কবি....!
যথার্থ কাব্যবাণী....
২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
২৭ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৬
সেলিম আনোয়ার বলেছেন: এই কবিতা যে আমার প্রেমিকা মইনুল ভাই।
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৪
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় অভিমানী রোমাঞ্চ লাগলো কবি । +++
৬| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০০
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
শীত পেরিয়ে বসন্ত এলো এলো
তার কাছে আজ প্রশ্নরা এলোমেলো
আমারও কিছু প্রশ্ন ছিল কবি !!
ভালোলাগা জানবেন। ++
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২০
ইমতিয়াজ ১৩ বলেছেন: দীর্ঘ বিরতীর পর অনাগত আশংকা কেন্দ্রীক কবিতায় প্রথম ভাল লাগা।