নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তোমার ক্রন্দনে বুক ফেটে যায়

২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৩

আজ কাঁদছো তুমি মা
বুকফাটা কান্না ।

পাষান বেঁধে বুকে
সেই মহান একাত্তরে
দুধের শিশুটি কোলে নিয়ে
সেই কত না বিড়ম্বণা
কষ্ট বুকে পালিয়ে বেড়িয়েছো মা ।

বুকের পাঁজরে পরম মমতায় যারে
লুকিয়ে রেখেছো রাতের আঁধারে- ভোরে
সেই যে ছোট্ট শিশু
একটু একটু করে কখন বড় হলো
তার মরণে আজ কাঁদছো তুমি মা
বুক ফাটা কান্না ।

শিশুটি তোমার সুস্থ ছিল না
অসুখে বিসুখে শীর্ণ শিশুটি
আজ মরেই গেল মা ।
তাই আর সইতে পারলে না
তোমার চোখে অশ্রু ভীষণ আর বুক ভরা কান্না ।

নাড়ি ছেড়া ধন তোমার
তোমার আচলেই লুকিয়ে মুখ
তিনি যে চাঁদকুমার ।

মায়ের আগে সন্তানের মরণ
এর চেয়ে কষ্টের নাই কোন কারণ
মাগো তাই তোমার এই বুকফাটা কান্না ।

স্বামী তোমায় একলা ফেলে
না ফেরার দেশে গেছেন কবেই চলে
এই সন্তান ছাড়া তখন তোমার
অবলম্বন কেহই ছিল না ।
স্বাধীন দেশে সুখের বেশে
তার থাকাটি হলো না ।

কোত্থেকে এক ডাইনি বুড়ি
গণতন্ত্র সুখতন্ত্র সব করলো চুরি
দুদন্ড শান্তি দিল না
আজ কাঁদছো তুমি মা ।

তোমার হয়ে আজ লাখ সন্তান
করছে যে কান্না ।
দস্যুরানির পতন হোক এই মম কামনা ।

আর কেঁদোনা মা
আজ স্বৈরতন্ত্রের পতন হোক এটিই কামনা
আজ গণতন্ত্র মুক্তি পাক এটিই সাধনা ।

আর কেঁদোনা মা
তোমার আছে লাখো সন্তান
এইটি ভুলো না ।
আর কেঁদো না মা
তোমার ক্রন্দনে বুক ফেটে যায়
সইতে পারি না ।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৩

খেলাঘর বলেছেন:


গতকালও জাকিরের মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজে পড়েছিল, কেহ জানাজা পড়েনি, কোন মা কাঁদেনি, কবি!

জাকিরের জন্য যদি গায়েবী জানাজা না হয়, এ বাংলায় কারো জানাজা হওয়া ঠিক হবে না; জাকিরের জন্য যদি ৬ কোটী মা না-কাঁদে, আজ থেকে সকল মাকে ভুলে যাবো।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:২০

ভুলে যাওয়া নাম বলেছেন:

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:২১

ভুলে যাওয়া নাম বলেছেন: ভাইজান মন্তব্যের জবাব মুছে দিলে কি হবে?পোস্ট ডিলিট করেও লাভ হবে না।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:২১

খেলাঘর বলেছেন:

@ভুলে যাওয়া নাম ,

একজন ব্লগার নিজের পোস্টে যা বলার বলবেন, মুছবেন, এডিট করবেন; আপনি কেন এভাবে মুছে দেয়া 'উত্তর'কে আবার কমেন্ট হিসেবে দিচ্ছেন?

কেন বলছেন যে, পোস্ট মুছেও লাভ হবে না?

মানুষের ভাবনার উপর হাত দেবেন না; মানুষকে ভয় দেখাবেন না; উনাকে উনার মত বলতে দিন; অপরের স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না।

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কাউকে আঘাত করে কমেন্ট করা হওয়াতে প্রত্যুত্তর মুছে দিয়েছিলাম। ঐ মন্তব্যের যথার্থতা মানুষ বলবে । তবে মনে রাখবেন সবাই সমান নয় । আপনি মারা গেলে সবাই কাদবে তার গ্যারান্টি নেই । অনেকের মৃত্যুতে আনন্দ মিছিল হয় ।অনেকের মৃত্যুর দাবীতে মিছিল হয় । এখন সব চেয়ে বড় মৃত্যু হয়েছে গণতন্ত্রের মৃত্যু এবং শেখ হাছিনার হাত দিয়ে । যাক সত্যকথাটি পোস্ট করে দিয়ে ভাল করেছেন। মানুষ পড়ুক । সত্য অনুভূতি জানুক আর তার মহামান্য অনুসারীরা কোকোর মৃত্যু পরবতী ঘটনা সেটার সাক্ষী । ভুলে যাওয়া নাম ইউ হ্যাভ নো আইডিয়া এবাউট সেলিম আনোয়ার ।ভয় নয় লজ্জা থেকে পোস্টের কমেন্ট ডিলিট করা ।অবশ্য বিশ্ববেহায়ার লজ্জা ঢাকার আমার দরকার কি ?

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

ঢাকাবাসী বলেছেন: কবিতাটি ভাল লেগেছে।

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

নিসঙ্গ স্বপ্নদেব বলেছেন: @ভুলে যাওয়া মন কি বালটা হবে । ওই কমেন্টের জবাবে কি অন্যায় হয়েছে ।
আপনার মত অপদার্থদের ব্লগিং এ আসা অনুচিত । আপনি র এ চাকুরী নেন। কিং চাটুকারলীগের যোগ দান করেন ।বিকৃত মস্তিষ্ক কোথার ।

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

খেলাঘর বলেছেন:


" এখন সব চেয়ে বড় মৃত্যু হয়েছে গণতন্ত্রের মৃত্যু এবং শেখ হাছিনার হাত দিয়ে । "

-আপনি বড় ভুল করছেন, শেখ হাসিনা যখন ক্ষমতায় এসেছিল ১৯৯৬ সালে, তখন বাংলাদেশে 'গণতন্ত্র' ছিল না; শেখ হাসিনা এসে গণতন্ত্র ফিরায়ে আনেননি; যা ছিল না, তা তিনি কি করে হত্যা করেন?


আপনারা গণতন্ত্র বুঝেন না; সুতরাং, দলবাজিকে গণতন্ত্র নাম দিয়েছেন। রাজাকার গোলাম আর চোরা ব্যবসা্যী কোকোর জানাজায় মানুষ হলে, দেশের মানুষের জন্য খারাপ সংবাদ।

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৯

নিসঙ্গ স্বপ্নদেব বলেছেন: তখন শেখ হাছিনা মুল্লা হাছিনা ছিল । জামাতের সঙ্গে আতাত করে ক্ষমতায় এসেছিল ।

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:১০

নিসঙ্গ স্বপ্নদেব বলেছেন: শেখ হাছিনা ৮৬র বেইমান । তখন সে একবার গণতন্ত্র হত্যা করেছে ।২০১৪ তে তৃতীয় বারের মত হত্যা করেছে ।

১১| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৭

খেলাঘর বলেছেন:



জাতির বিবেক না হলে পদ্য হারিয়ে যাবে।

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫০

খেলাঘর বলেছেন:



@নিসঙ্গ স্বপ্নদেব ,

আমরা চাই শেখ হাসিনা সরে যাক, সেখানে ব্রাজিলের লুলু বা মাহাথিরের মত কেহ আসুক; কিন্তু আপনাদের বোমাবাজরা তো আমাদের সব চেস্টাকে অচল করে দিচ্ছে; আপনাদের আফগানী জীবন হাসিনার থাকার কারণ হচ্ছে।

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

খেলাঘর বলেছেন:


অসুন্দর ভাবনার পদ্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.