নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

চলো মুছে ফেলি

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৯





ভালবাসার পাখি মেলো দুটি আখি

চেয়ে দেখ স্বপ্নরা দিচ্ছে উঁকি

করো না আর ছলচাতুরী ।

ক্ষয়িষ্ণু এই জীবন তরী হারালে তার আর সুযোগ মেলেনা ।

যে সময় চলে যায় সে আর ফিরে আসেনা ।

কেটে গেল দিনে দিনে বহুদিন

এভাবে এখানে মরণ ভর করে একদিন।

চলো মুছে ফেলি সব সংশয়

হাতে হাত ধরে দূর করি সব ভয় ।

কথায় কথায় অনেক বেলা হলো

এবার তোমার সজ্জিত সুকেশ হোকনা এলোমেলো।

দুঃখ বীনা শেষে তোমার প্রেম যেন সুখ নিয়ে আসে।

কষ্টের শেষ হোক আজ কষ্টের শেষ হোক

তোমার আমার মিলন মেলা সপ্তসুরে ভাসুক ।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথম ভালো লাগা।
+++

শুভ কামনা।

২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ও কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: প্রেমের পরিসমাপ্তিটা সবাই মিলনাত্মকই প্রত্যাশা করে যদিও বলতে শোনা যায়, 'প্রেম বিরহে হয় গভীর, মিলনে হয় মলিন।' কবির প্রত্যাশাও মিলনের সপ্তসুরে ভাসা। ছন্দের দ্যোতনায় সেই প্রত্যাশা কবিতা জুড়ে। ভালো লাগলো।

২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:০৬

জাফরুল মবীন বলেছেন: সুন্দর কবিতায় ২য় ভাললাগা জানিয়ে গেলাম।

২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাললাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৯

ডট কম ০০৯ বলেছেন: কষ্টের শেষ হোক আজ কষ্টের শেষ হোক
তোমার আমার মিলন মেলা সপ্তসুরে ভাসুক


সুন্দর কবি।

২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.