নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এইখানে সবুজ প্রান্তরে পাহাড়ের ঢাল বেয়ে
যেখানে অস্তমিত লাল টকটকে সূর্য দিনে আর
রাতের রুপোলী আলোয় অবাক জোছনা স্নানে
ভারি বর্ষণে,
রিমঝিম ধ্বনি সুমধুর সুরে মন্ত্রমুগ্ধ তানে।
চমকিত গগণে কখনো সুখায়িত বিরহপ্রাণে
দুচোখ মেলে দেখি অভিলাষি নয়নে
বিদায়ের বিরহ মিলনের সুখে
সত্যি অপরূপ তুমি অবাক স্বপনে।
থাকবার সাধ হয়
এই ক্ষণিকের শান্তিনিকেতনে
তবু বাঁচবার সাধ হয়
অনন্ত কাল ধরে ;
এই অপরূপ রূপের
মায়াবী আঁচল জুড়ে;
এই সবুজ প্রান্তরে পাহাড়ের ঢাল বেয়ে
যেখানে অস্তমিত লাল টকটকে সূর্য দিনে
আর রুপোলি শান্তির নীড় রাতের অবগাহনে।
২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ভাললাগা । আর নিরন্তর শুভকামনা ।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: এই ক্ষণিকের শান্তিনিকেতনে
তবু বাঁচবার সাধ হয়
অনন্ত কাল ধরে ;
এই অপরূপ রূপের
মায়াবী আঁচল জুড়ে;
ভাল লাগা কবিতায় প্রথম লাইক।
২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৯
সেলিম আনোয়ার বলেছেন: প্রথম লাইকে ও পাঠে অনেক ধন্যবাদ । ভাল থাকবেন সব সময় ।
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: +++++++্
২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা জুড়ে অনিঃশেষ ভালো লাগা।
২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
মাঝিবাড়ি বলেছেন: আমি এ+ দিব, চমৎকার
২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: এ+ এ অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০১
মামুন ইসলাম বলেছেন: কবিতা চমৎকার হয়েছে সেলিম ভাই
৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৭| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৬
আবু শাকিল বলেছেন: ভাল লাগল
৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ও ভাল লাগায় ধন্যবাদ আবু শাকিল । ভাল থাকবেন সবসময় ।
৮| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৯
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ওহে কবি, তোমার তরে বলছি কিছু কথা....
চমৎকৃত পড়ে তোমার লংকাউঁইয়ের গাঁথা।
কাব্যভাষার প্রাঞ্জলতায় মুগ্ধ আমি আজি
চলুক এমন শিল্পভাষ্য, মধুর কবিতারাজি
অনেক দিন পরে পেলাম এমন একটা লিখা
শান্ত স্নিগ্ধ প্রকৃতি যে কথার ভাঁজে আঁকা
সবুজ নীলের সম্মিলনে লাল দিগন্ত রেখা
কবি তোমার সৃষ্টি মাঝে যত্ন করে রাখা...
৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৯| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৭
বিদ্রোহী বাঙালি বলেছেন: লংকাউঁই এর রূপ আর জাদুকরী স্পর্শই যেন কবিতার পঙক্তিতে উঠে এসেছে। ছন্দের দ্যোতনায় মুগ্ধতার পরশ বুলানো যেন। অনেক ভালো লাগলো। নিরন্তর শুভ কামনা রইলো।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১০| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৩
লাশকাটা ডোম বলেছেন: দারুন লিখেছেন!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১১| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:০৯
জুপিটার মুহাইমিন বলেছেন: চমকিত গগণে কখনো সুখায়িত বিরহপ্রাণে
দুচোখ মেলে দেখি অভিলাষি নয়নে
বিদায়ের বিরহ মিলনের সুখে
সত্যি অপরূপ তুমি অবাক স্বপনে।
অপরুপ তোমার লেখনি................ :#>
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১২| ৩০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৫:০৮
নাসরিন চৌধুরী বলেছেন: কবিতায় ভাললাগা। ভাল থাকুন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগা ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪২
নাজমুল অাহসান বলেছেন: রিমঝিম ধ্বনি সুমুধুর সুরে মন্ত্রমুগ্ধ তানে-আহা পরানে...পরানে !
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর !
কমেন্টে ধন্যবাদ । আর ভাল থাকবেন সবসময় ।
১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৮
খেলাঘর বলেছেন:
মাতৃভুমি হয়তো ঝাপসা হয়ে গেছে
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০২
ঢাকাবাসী বলেছেন: লেগেছে ভালো।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪২
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:২৪
জাফরুল মবীন বলেছেন: সুন্দর কবিতায় ৫ম ভাললাগা জানিয়ে গেলাম।
অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর। অনিঃশেষ শুভেচ্ছা রইলো।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৭
দীপান্বিতা বলেছেন: খুব ভাল লাগল ...পড়তে পড়তে যেন সেই সবুজ প্রান্তরে পাহাড়ের ঢালে অস্তমিত লাল সূর্যের আলোয় শান্তির নীড়টি চোখের সামনে ভেসে উঠল ......
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
খেলাঘর বলেছেন:
আপনার নিজের পদ্য নিজেই নকল করেন? একই ধরণের গাঁথুনী।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট । ভাল থাকবেন ।
২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৮
টুম্পা মনি বলেছেন: সত্যিই তাই। প্রকৃতির এই অপরূপ দৃশ্য বাচার ইচ্ছা জাগায়। অসাধারণ লিখেছেন।
২১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৪
সত্যচারী বলেছেন: আপনার কবিতা পড়ে বুঝলাম কবির চোখে ল্যাংকাউয়ী কেমন দেখায়।
আমার চোখে একটু অন্যরকম,
এইখানে সবুজ প্রান্তরে পাহাড়ের ঢাল বেয়ে
ডিউটি ফ্রী বিয়ার আর সিগারেট খেয়ে
.................
..............
বারে বার আসিবার সাধ হয়
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৭
সুফিয়া বলেছেন: আমি বলব, বারবার দেখবার সাধ হয়/ এই সবুজে ঢাকা /পাহাড়ী রং এ আাঁকা মায়াবী প্রান্তর।
২০১০ সালে মালয়েশিয়ার লংকাউই বেড়াতে গিয়েছিলাম। আপনার কবিতা পড়ে মনে পড়ে গেল।
আপনার কবিতার মূল্যায়ন করার যোগ্যতা তো আমার নেই। তবু ভালো লেগেছে খুব একথা বলতে পারি।
ধন্যবাদ।