নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্রনামা

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৯

আমরা পরস্পর কথা বলিনা
আমরা পরস্পরকে আর বুঝিনা।
আমরা গণতন্ত্র বলতে বুঝি
সিংহাসনটা যে শুধু আমার;

হাত থাকতে মুখে কেন কথা ,সংলাপ মানে শুধু ব্যর্থতা
ভাষাটা তাই পেট্রোল বোমার।

ধরা পরলে মেধাবী যারা ,না পরলে শত্রুপক্ষ তারা
নিদারুন সব কারবার ।

বিদেশী প্রভুদের পদযুগল চাটতে
আমদের তুল্য কেহ নয় এ ধরাতে।

আমাদের মাঝে সংলাপের কি দরকার?

আমিও গনতন্ত্র চাই তিনিও গণতন্ত্র চান;
আমরা তো আর চাই না !
আমাদের মাঝে আজ ব্যাপক ব্যবধান;
পরস্পরের উঠুন আর মাড়াই না ।

আমিও শান্তি চাই তিনিও শান্তি চান
আমরা তো আর চাইনা !
দুই মেরুতে বাস আমাদের
বিষুব রেখায় যাই না ।
বরফ শীতল সম্পর্ক আমাদের
আমরা বিগলিত হইনা ।
মানুষ মরুক বোমা ফুটোক
আমাদের কিছু আসে যায়না ।

এক আমি গণতন্ত্রের মানস কন্যা আরেক আমি চির আপোষহীন
আমাদের প্রেমে আজ এই মরণ উপত্যকায় জনতার বেঁচে থাকা মূল্যহীন।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪২

ইমতিয়াজ ১৩ বলেছেন: আমরা মুক্তি চাই।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: আমিও চাই । আমরা সবাই চাই । কে দেশের এপরিস্থিতি পরিবর্তনে এগিয়ে আসবে কে পারবে ?

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সময় উপযোগী পোস্ট
ভীষণ সুন্দর ও উপভোগ্য হয়েছে
চরম বাস্তবতা ফুটে উঠেছে লেখায়

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: অবস্থা কেমন পত্রপত্রিকা পড়লেই বুঝা যাচ্ছে । এই অবস্থা থেকে পরিত্রান চাই ।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দেশের সুশীলরা দুই দলের---তারা দেশের মানুষের জন্য কাজ করে না----তারা এখন দলের হয়েই কথা বলে--। ভাবতেও খারাপ লাগে--।এরাই নাকি বুদ্ধিজীবি--তবে কি তারা বুদ্ধির ব্যবসা করে !! তারা কেন দেশের এই ক্রান্তিলগ্নে এগিয়ে আসছে না --------তারা তো দুই নেত্রীকে এক টেবিলে বসার ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখতে পারে -------
দেশে এখন যে অবস্থা চলছে তাকে একজন শিশুও বুঝতে পারে যে একজন ক্ষমতা ধরে রাখতে ব্যস্ত আর অপরজন ক্ষমতায় যেতে ব্যস্ত ---তাহলে আমরা কারা !! আমরা কি ছাগলের তিন নম্বর বাচ্চা !!! দম বন্ধ হয়ে আসছে ---এই অবস্থা হতে মুক্তি চাই ------মুক্তি ---। একটু শান্তি চাই ---স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১০

সেলিম আনোয়ার বলেছেন: দেশের প্রত্যেকটা মানুষের এই অবস্থা। বিড়ালের গলায় মেও ধরবে কে?আমাদের ত্রাহি ত্রাহি অবস্থা ।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২১

এ কে এম রেজাউল করিম বলেছেন:
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দেশের সুশীলরা দুই দলের---তারা দেশের মানুষের জন্য কাজ করে না----তারা এখন দলের হয়েই কথা বলে--। ভাবতেও খারাপ লাগে--।এরাই নাকি বুদ্ধিজীবি--তবে কি তারা বুদ্ধির ব্যবসা করে !! তারা কেন দেশের এই ক্রান্তিলগ্নে এগিয়ে আসছে না --------তারা তো দুই নেত্রীকে এক টেবিলে বসার ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখতে পারে -------
দেশে এখন যে অবস্থা চলছে তাকে একজন শিশুও বুঝতে পারে যে একজন ক্ষমতা ধরে রাখতে ব্যস্ত আর অপরজন ক্ষমতায় যেতে ব্যস্ত ---তাহলে আমরা কারা !! আমরা কি ছাগলের তিন নম্বর বাচ্চা !!! দম বন্ধ হয়ে আসছে ---এই অবস্থা হতে মুক্তি চাই ------মুক্তি ---। একটু শান্তি চাই ---স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই ।


এ অভিমতের সাথে একমত ।

কবি সেলিম আনোয়ার'এর প্রতি অভিন্দন রহিল ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্টে ও পাঠে । আর ভাল থাকবেন । আপনাকেও অভিনন্দন ।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১০

টুম্পা মনি বলেছেন: হুম :( :( :( :( :(

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: :(

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৬

নিলু বলেছেন: আমাদের একটি সত্য পথ ধরতে হবে , লিখে যান

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: এক আমি গণতন্ত্রের মানস কন্যা আরেক আমি চির আপোষহীন
আমাদের প্রেমে আজ এই মরণ উপত্যকায় জনতার বেঁচে থাকা মূল্যহীন।


যথার্থ বলেছেন। তবে 'আমাদের' হবে নাকি 'আপনাদের' হবে?

কবির কবিতাই অমানবিকতার বিরুদ্ধে একটা জ্বলন্ত প্রতিবাদ। প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিন দিকে দিকে। খুব ভালো লাগলো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: দুই আমি মিলে তো আমাদেরই হবে । এই আমাদের আবার আপনাদের মিন করে ।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩১

ঢাকাবাসী বলেছেন: পরিত্রান চাইতে পারেন, পাবেন বলে মনে অয়না।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৫

সেলিম আনোয়ার বলেছেন: :(

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৫

শ।মসীর বলেছেন: আহ শান্তি..............ধরা যায়না ছোয়া যায়না একটা জিনিস।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৬

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন ।

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২১

মায়াবী ছায়া বলেছেন: "এক আমি গণতন্ত্রের মানস কন্যা আরেক আমি চির আপোষহীন
আমাদের প্রেমে আজ এই মরণ উপত্যকায় জনতার বেঁচে থাকা মূল্যহীন।"

-এক কালে ভাতের হাহাকার ছিল। দু'বেলা ভাতের চাহিদা মিঠাতেই সাধারন মানুষ আজ হয়ে গেলো রাজনৈতিক মানুষের রসনাবিলাসের রোস্ট কাবাব।। ভাত আর চাই না এর চেয়ে ক্ষুদায় মরে যাওয়া অনেক ভাল।। কোথায় পাব "সোনার বাংলা"?।।শান্তি সুখের সেই বাংলা চাই ভাতের ক্ষুদা মিটিয়ে নিব।।

-কবিতায় মুগ্ধ পাঠ।।শুভকামনা জানবেন কবি।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.