নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আকাশলীনা তুমি

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৬



আকাশলীনা তুমি ভালবাসার মায়াবীমেঘ

ভেসে বেড়াও হৃদয় আকাশে

তুমি ভোরের শিশির দূর্বাঘাসে

প্রচন্ড শীতে উষ্ণতার বিলাসিতা

নিদ্রাহীনতা ডেকে আন রাতের পর রাত

দূর করে দাও ক্লান্তি ; তোমাতে প্রেরণার বারিপাত।

ফুল হয়ে ফুট কোকিল হয়ে গাও

অজস্র করুণা হয়ে ঝরে বুকে ভাসাও প্রেমের নাও

এই খানে এই বুকে এই মনে ভালবাসার শিহরণে

তুমি দোলা দিয়ে যাও

তুমি আলো তুমি আঁধার

হৃদয়ের উপারে রঙিন কারুকাজ

বুকের জমিনে অবারিত দূর্বাঘাস।

আকাশলীনা আরেকটি ফাগুন চলে এল

তোমার শাশ্বত প্রেম অধরাই বুঝি রয়ে গেল

গোপনে গোপনে দিয়ে গেলে প্রাণে পরীর রাজ্যের অজানা অনুভূতি

নিরবে গেয়ে গেলে আজকে শীতের রাতে বসন্তের আগমনী গীতি।

আকাশলীনা তুমি অসীম আকাশ

আমার এ হৃদয় আজ সবুজ দূর্বা ঘাস ।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতার তুমিময়তা ভালো লাগল।
+++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৬

কলমের কালি শেষ বলেছেন: আকাশলীনা তুমি অসীম আকাশ
আমার এ হৃদয় আজ সবুজ দূর্বা ঘাস ।


আহা কি চরণ !!.

++++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: প্রথম হতে শেষ অবধি শুধুই সুন্দরের ছড়াছড়ি ---- আহা কি সুন্দর ছবি -- মনটাই ভাল হয়ে গেল

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে আর কবিতা পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৪

তামিম ইবনে আমান বলেছেন: আকাশলিনা নামটা কার জানি দেখসিলাম ফেবুতে :-P :-P :-P :-P :P :P :P

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৭

সেলিম আনোয়ার বলেছেন: তাই নাকি? আমি জীবননন্দে ওটা খুঁজে পেয়েছিলাম ।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪

পরিবেশ বন্ধু বলেছেন: ঐ খানে না যেয়ে আকাশনীলা আজ সেলিমের হৃদয়ে , কবিতায় ভাললাগা +++++++++++++++++++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ পরিবেশ বন্ধু ।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//আকাশলীনা আরেকটি ফাগুন চলে এল
তোমার শাশ্বত প্রেম অধরাই বুঝি রয়ে গেল
গোপনে গোপনে দিয়ে গেলে প্রাণে পরীর রাজ্যের অজানা অনুভূতি
নিরবে গেয়ে গেলে আজকে শীতের রাতে বসন্তের আগমনী গীতি।
আকাশলীনা তুমি অসীম আকাশ
আমার এ হৃদয় আজ সবুজ দূর্বা ঘাস।//



কবিকে অজস্র শুভেচ্ছা....

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১০

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অজস্র শুভেচ্ছা । আর শুভকামনা মইনুল ভাই ।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১০

ঢাকাবাসী বলেছেন: ভাল লেগেছে, শুভেচ্ছা।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১০

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভাললেগেছে জেনে ভাললাগলো ঢাকাবাসী । ভাল থাকবেন সবসময় এই শুভকামনা ।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৩০

বিদ্রোহী বাঙালি বলেছেন: গোপনে গোপনে দিয়ে গেলে প্রাণে পরীর রাজ্যের অজানা অনুভূতি
নিরবে গেয়ে গেলে আজকে শীতের রাতে বসন্তের আগমনী গীতি।
আকাশলীনা তুমি অসীম আকাশ
আমার এ হৃদয় আজ সবুজ দূর্বা ঘাস ।


অভিনন্দন কবি। সুন্দর +

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩১

বৃতি বলেছেন: আকাশলীনা তুমি ভালবাসার মায়াবীমেঘ
ভেসে বেড়াও হৃদয় আকাশে


ভাল লাগলো, ভাইয়া :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩১

জাহিদ জুয়েল বলেছেন: ভাল লাগল

০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১০:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.