নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ভালবাসার প্রতিদানে তোর বিরাগের মুদ্রাদোষ
ব্যথার প্রতিদানে ছূড়ে দিস পুষ্পের কোমলতা
কবিতার সুষূমায় দিস পাখা মেলে।
প্রাণখোলা হাসি হেসে যেন দুঃখ সব যাস ভুলে।
বঞ্চিতেরে দিস অশেষ মায়া
তারুণ্যকে দিস বৃক্ষের ছায়া
মূর্খরে দিস হুশ;
শুধু মোর ভালবাসার প্রতিদানে তোর এ কেমন মুদ্রাদোষ?
ভালবাসাতেই সৃষ্টি বিশ্বধরা
ভালবেসে জল তটিনি ধারা
ভালবাসাতেই বিশ্বজয় ;
তবে কেন তুই
সবকিছুতে অটল থেকেও মোর ভালবাসাতে হোস ক্ষয় ।
মহারোগে ধরেছে তোকে
কেমন করে যে সারাবো তোকে
ভেবে ভেবে হয়ে পরি যেন বেহুশ।
মোর ভালবাসার প্রতিদানে কেন তোর বিরাগের মুদ্রাদোষ?
আকাকশলীনা ,
চল ভালবেসে হই ধন্য
আমাদের প্রেমে দূর হয়ে যাক সব অশুভ আর বন্য ।
উৎসর্গ: শুধুমাত্র তোকে।
০৯ ই মে, ২০১৫ সকাল ১১:০৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ০৯ ই মে, ২০১৫ সকাল ১১:১০
কাবিল বলেছেন: কবিতায় ভাল লাগল।
০৯ ই মে, ২০১৫ সকাল ১১:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও ভাল লাগায় নিরন্তর শুভকামনা ।
৩| ০৯ ই মে, ২০১৫ সকাল ১১:৪৬
ডট কম ০০৯ বলেছেন: শুধুমাত্র তোকে টা কে সেলিম ভাই।
সেইরকম আবেগে লেখা কবিতা। জয় হোক সেই আবেগের।
০৯ ই মে, ২০১৫ দুপুর ১২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: একট পাখি । একটা ময়ূরী।
কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৪| ০৯ ই মে, ২০১৫ দুপুর ২:০১
সকাল রয় বলেছেন:
অনেক দিন পর দারুন একটা কবিতা পড়লাম। ধন্যবাদ কবিকে
০৯ ই মে, ২০১৫ বিকাল ৩:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৫| ০৯ ই মে, ২০১৫ বিকাল ৪:০৫
হানিফ রাশেদীন বলেছেন: ভালাে লাগা রইলাে।
০৯ ই মে, ২০১৫ বিকাল ৪:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাললাগায় ধন্যবাদ ।
৬| ১৪ ই মে, ২০১৫ সকাল ১০:০৯
এফ.কে আশিক বলেছেন: বঞ্চিতেরে দিস অশেষ মায়া
তারুণ্যকে দিস বৃক্ষের ছায়া
মূর্খরে দিস হুশ;
শুধু মোর ভালবাসার প্রতিদানে তোর এ কেমন মুদ্রাদোষ..................?
কবি সেলিম আনোয়ার ভাইয়া, আপনার লেখা মনে হয় আমার ক্ষানিকটা বেশী ভাল লাগে,
ভালো থাকবেন অনেক অনেক সব সময়, নতুন কবিতার অফেক্ষায় রইলাম........
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০১৫ সকাল ১১:০৫
সুমন কর বলেছেন: চল ভালবেসে হই ধন্য
আমাদের প্রেমে দূর হয়ে যাক সব অশুভ আর বন্য ।
সুন্দর !!