নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সাত সাতটি গুলি ভরে দিস এই বুকে

২৩ শে মে, ২০১৫ বিকাল ৫:১৮

সাত সাতটি গুলি ভরে দিস এই বুকে
গুণে গুণে সাত সাতটি গুলি
এঁফোড় ওঁফোড় করে দিস নিউরনের অসহনীয় অনুভূতি।
বড় বড় ফোঁকর হয়ে যাবে রক্তমাংসের বুকে
তারপর ফোঁকরগুলিতে ভরে দিস সাতটি বিশুদ্ধ ঘ্রাণ ।
এ বুকে শবের গণ্ধ
শকুনের ঠোঁটে যা লেগে থাকে
এ থেকে পরিত্রানের উপায় সাত সাতটি ফোঁকর
একটিতে ভরে দিস বাতাস
একটিতে শিমুল পলাশ কাঁঠালচাপা
আর একটিতে দিবি ঘাস একমুঠো
একটিতে দিবি বসন্তের কোকিল
আর একটিতে বরষার পবিত্র জল।
আর একটি ফোকর বাকী থাকলে
সেখানে ভরে দিস রবীন্দ্রনাথ।
আমি চিরশান্তিতে ঘুমোবো সুঘ্রাণ বুকে মেখে।

মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৫ বিকাল ৫:৫৪

দিশেহারা আমি বলেছেন: ১ম ভালোলাগা।
কবিতা বরাবরের মত হৃদয় ছুঁয়ে গেল।


১ম ভালোলাগা।
কবিতা বরাবরের মত হৃদয় ছুঁয়ে গেল।



কিন্তু ভাইজান আরেকটা ফুটোর কি করবেন জাতি জানতে চায় :P :P

২৩ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:০০

সেলিম আনোয়ার বলেছেন: সেটিও ভরে যাবে আকাশলীনার ভালবাসায় । ওটা ভরে দিতে হবে না ।

২| ২৩ শে মে, ২০১৫ রাত ৮:১৬

কলমের কালি শেষ বলেছেন: অন্যধরণের কবিতা । ভাল লাগলো ।

২৩ শে মে, ২০১৫ রাত ১০:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ও পাঠে ধন্যবাদ ।

৩| ২৩ শে মে, ২০১৫ রাত ৯:১৯

শতদ্রু একটি নদী... বলেছেন:
বাহ, ভালো লিখছেন। প্রকৃতির প্রেম লক্ষনীয়।

২৬ শে মে, ২০১৫ রাত ৮:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ২৪ শে মে, ২০১৫ দুপুর ১:০৫

রোদেলা বলেছেন: বড় বড় ফোঁকর হয়ে যাবে রক্তমাংসের বুকে
তারপর ফোঁকরগুলিতে ভরে দিস সাতটি বিশুদ্ধ ঘ্রাণ
-----------------------------------------
কোন কথা হবে না ,প্রিয়তে।

২৬ শে মে, ২০১৫ রাত ৮:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৫| ২৪ শে মে, ২০১৫ দুপুর ১:২৯

হাসান মাহবুব বলেছেন: দারুণ!

২৬ শে মে, ২০১৫ রাত ৮:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।

৬| ২৪ শে মে, ২০১৫ দুপুর ২:১০

রিকি বলেছেন: সাতটা গুলি একসাথে ভাই---- :-/ :-/ :-/ :-/ :-/ কিন্তু ফিল ইন দ্য গ্যাপসে একটা বাকি থেকে গেল যে !!!!!! ঐটা ফিল আপ হবে কি দিয়ে ??? ;)

২৬ শে মে, ২০১৫ রাত ৮:৫১

সেলিম আনোয়ার বলেছেন: রিকি আপু কি বলবো আপনি ফিল আপ করে দেন । ;)

৭| ২৫ শে মে, ২০১৫ সকাল ১০:৩৭

আহসানের ব্লগ বলেছেন: ভাল লিখেছেন ।

২৬ শে মে, ২০১৫ রাত ৮:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।

৮| ২৫ শে মে, ২০১৫ দুপুর ১২:৫৩

শামছুল ইসলাম বলেছেন: প্রকৃতিকে সেই সাথে কাব্যকে (রবীন্দ্রনাথ) বুকে ধারণ করার প্রচন্ড আকুতির এত সুন্দর কাব্যিক প্রকাশ আমাকেও আলোড়িত করেছে। এ রকম একটা মন থাকলে কাব্যেরা অবলীলায় পায়ে লুটাবে।
প্রিয়তে নিলাম, সারাক্ষণ থাকুক মনের খুব কাছাকাছি।

২৬ শে মে, ২০১৫ রাত ৮:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৯| ২৫ শে মে, ২০১৫ দুপুর ১:০৪

জুন বলেছেন: Ekta pistol y jani ৬টা guli thakey :( Tobey kobita darun hoyechey

২৬ শে মে, ২০১৫ রাত ৮:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: আপু ওনার পিস্টলে কতগুলি থাকে শ্রেফ আল্লাহ তায়লা জানে । মুভিতে দেখেন না । নায়ক নায়িকাদের পিস্তলে অজস্র গুলি ।

১০| ২৫ শে মে, ২০১৫ রাত ১০:৪৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার কবিতা, ভাবনা এবং উপমার মিশেলে অনবদ্য। ++++

ভালো থাকা হোক সর্বদা, শুভকামনা জানবেন সেলিম ভাই।

২৬ শে মে, ২০১৫ রাত ৮:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ধন্যবাদ ।

১১| ২৬ শে মে, ২০১৫ রাত ১২:১৫

সুমন কর বলেছেন: ভিন্ন রকম চমৎকার কবিতায় ভালো লাগা।

২৬ শে মে, ২০১৫ রাত ৮:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১২| ২৬ শে মে, ২০১৫ রাত ৯:৪৩

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ আনোয়ার ভাই।

২৬ শে মে, ২০১৫ রাত ১০:২৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ কমেন্টে আর পাঠে । আর নিরন্তর শুভকামনা ।

১৩| ২৭ শে মে, ২০১৫ রাত ৯:১৩

রিকি বলেছেন: ভাই কি মিনারেল দিয়ে??? ;)

২৭ শে মে, ২০১৫ রাত ১১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: আমার ভাল লাগে সারপেন্টাইন, লিমুনাইট, চেলকুপাইরাইট, পিংক কোয়ার্টজ, গোল্ড ,প্লাটিনাম ,মোনাজাইট, হর্নব্লেন্ড,। আপনি আপনার পছন্দ মতন দেন । অন্য কিছু ও দিতে পারেন । আমার দিলটা মাশাল্লাহ অনেক বড় ।

১৪| ২৮ শে মে, ২০১৫ দুপুর ১:২৫

রিকি বলেছেন:

২৮ শে মে, ২০১৫ রাত ৮:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: বাহ দারুন তো । একেবারে আলা্উদ্দিনের দৈত্যের মত ।

১৫| ২৮ শে মে, ২০১৫ দুপুর ১:২৯

রিকি বলেছেন:

২৮ শে মে, ২০১৫ রাত ৮:৪১

সেলিম আনোয়ার বলেছেন: ওয়াও গোল্ড । মন জুড়িয়ে গেল । :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.