নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ফরীদি স্মরণে

২৯ শে মে, ২০১৫ রাত ১০:১৯

আপনাকে স্মরণ করেনি কেউ এ্ দিনে
হয়ত ক্ষণস্থায়ী পৃথিবীর নিয়মে ।
আপনার কাছের মানুষ বলে দাবী করেন যারা তারা আজ কোথায়?
মনুষ্য গোত্রের কেউ আপনার প্রিয়তমা বা স্ত্রী ছিল না কোনদিন!
যদিও আপনি ছিলেন দূর্দান্ত এক প্রেমিক পরুষ ।
শুনেছি আপনার ভিতর বাস করতেন এক মহান পিতা।
পিতৃস্নেহে যাদের আদর বিলিয়েছেন আজ তারা ভুলে গেছে আপনার নাম!
শুনেছি আপনার দানে অনেকে হয়েছেন ধন্য ।
আজকে তারা করছে কি কিছু আপনার জন্য?
আপনার পিছনে ছুটেছেন যত নির্মাতা
হয়ত তারা ধন্য হয়েছেন পেয়ে টাকা ।
অথচ আপনি ছিলেন সব সেরাদের সেরা অভিনয়ে
মৃত্যুর কাছে কি তবে নক্ষত্রও নতমস্তকে সবিনয়ে ।
সারাদিন ভেবে ভেবে কেটেছে বরষাস্নাত দিন ।
অভিনয় করে নক্ষত্র হয়েও কি হলে না অমলিন ।
চলে গেলেন নিরবে ।
আপনার বিয়োগে ভক্তকূল আজও যারা নিরবে অশ্রু ফেলে।
শুধু তাদেরই জন্যে আমার এই স্মৃতিমালা ।
নিস্বার্থ এক মায়ার বাঁধনে আমরা পোহাইছি বিচ্ছেদজ্বালা ।
যেখানেই থকুন সুখে থাকুন এ আশীর্বাদ মনে
অকৃতজ্ঞের দল নির্বাসিত হোক অবজ্ঞার দূরবনে ।

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৫ রাত ১০:২৬

ব্লগার মাসুদ বলেছেন: চমৎকার স্মৃতিচারণ ভালো লাগলো ভাইয়া ।

৩০ শে মে, ২০১৫ ভোর ৫:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।

২| ২৯ শে মে, ২০১৫ রাত ১০:৩৬

কালের সময় বলেছেন: ভালোলাগলো সেলিম ভাই ।

৩০ শে মে, ২০১৫ সকাল ৯:৩১

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগায় ধন্যবাদ ।

৩| ৩০ শে মে, ২০১৫ রাত ১:০৫

এফ.কে আশিক বলেছেন: অসাধারণ.....।

৩০ শে মে, ২০১৫ সকাল ১০:৫১

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগায় ধন্যবাদ

৪| ৩০ শে মে, ২০১৫ সকাল ৭:৪৬

শামছুল ইসলাম বলেছেন: এক জন অসাধারণ অভিনেতার নিঃস্বার্থ ভালবাসার বিপরীতে আমাদের ভুলে যাওয়ার যে মানসিকতা, তা কবিতায় ফুটিয়ে তুলেছেন সার্থক ভাবে।
++ ভাল লাগা।

৫| ৩০ শে মে, ২০১৫ সকাল ৮:৫৭

মামুন ইসলাম বলেছেন: চমৎকার ++++++++

৬| ৩০ শে মে, ২০১৫ সকাল ১০:৫৪

জুন বলেছেন: মাইকেলের কবিতার মত লাগলো সেলিম আনোয়ার ।
অসাধারন নিমার্ল্য অনেকের প্রিয় এক অভিনেতার প্রতি

৭| ৩০ শে মে, ২০১৫ বিকাল ৩:৪৫

কাবিল বলেছেন: ভালো লাগলো।

৮| ৩০ শে মে, ২০১৫ রাত ১১:১৭

জেন রসি বলেছেন: কবিতা ভালো লেগেছে। :)

৯| ৩০ শে মে, ২০১৫ রাত ১১:৩১

শতদ্রু একটি নদী... বলেছেন: ভালোলাগলো। বাংলাদেশে উনার চেয়ে প্রিয় কোন অভিনেতার নাম আপাতত মুনে করতে পারতেছিনা। দ্বিতীয়জন হইলেন আসাদুজ্জামান নুর, তাও বিপুল ব্যবধানে পিছিয়ে।

১০| ১১ ই জুন, ২০১৫ সকাল ১১:৫৫

এহসান সাবির বলেছেন: প্রিয় অভিনেতা।

শ্রদ্ধা রইল।

১১| ১১ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ভাই কেমনে পারেন আপনি? আপনার কবিতা পড়লে আমার রাগে গা জ্বলে, এত সুন্দর কেমনে হয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.