নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তোকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম —অনেকদিন ,
অনন্তকাল তোর ঠোঁটে ঠোঁট রেখে
ভুলে যেতে চেয়েছিলাম সব ধূসর কাব্য।
তোর গ্রীবাতে শুকতে চেয়েছিলাম সাফল্যের প্রেরণা
তোকে ভুলেও ভুলে যেতে চা্ইনি কোনদিন
অথচ কি পেলাম ?তোর অবয়বে স্পষ্ট অক্ষরে লিখা অবজ্ঞার ইতিহাস।
শকুনের ঠোটেঁর মত তোর ঠোঁটে লেগে থাকে
আমার পিশিতের গন্ধ— ঠোকরে ঠোকরে চালুনির মত ঝাঝড়া করেছিস আমার এ বক্ষ
তাই পালাতে চেয়েছি তোর প্রেম থেকে
আমি পালাতে চেয়েছি দূরে বরষাস্নাত হয়ে আকাশের উপারে
পারিনি, পারিনি দূরে যেতে —ফিরে এসেছি বারবার
তোর ক্ষুধার্ত শকুনের ঠোঁটে ক্রব্য তুলে দিতে।
তোর নিত্য নতুন ঠোঁটে অসহনীয় সব আঘাত
আঘাতে আঘাতে মোর বেঁচে থাকা হলো দায়
তবু চেয়ে থাকি তোর চোখপানে একটুখানি সুখের লালসায় ।
৩০ শে মে, ২০১৫ রাত ১০:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেনটে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
২| ৩০ শে মে, ২০১৫ রাত ৯:৫৩
শতদ্রু একটি নদী... বলেছেন: আহারে, সুখের লালসা!! ইহারই নাম ভালোবাসা।
ভালোলাগা রইলো।
১০ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভ কামনা নদী ভাইয়ু ।
৩| ৩০ শে মে, ২০১৫ রাত ১০:০৯
টুম্পা মনি বলেছেন: চমৎকার রোমান্টিক কবিতা।
১০ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা সুপ্রিয় টুম্পা মনি ।
৪| ৩০ শে মে, ২০১৫ রাত ১১:৪৭
শঙ্খচিল_শঙ্খচিল বলেছেন: সুন্দর কবিতায় চতুর্থ ভাললাগা ! ভাল থাকুন সবসময়।
১০ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ও পাঠে ধন্যবাদ । আপনিও ভাল থাকুন ।
৫| ৩১ শে মে, ২০১৫ সকাল ১০:৩৫
শামছুল ইসলাম বলেছেন: তবুও ভালবাসা, তবও বেঁচে থাকা:
//আঘাতে আঘাতে মোর বেঁচে থাকা হলো দায়
তবু চেয়ে থাকি তোর চোখপানে একটুখানি সুখের লালসায় । //
১০ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৬| ৩১ শে মে, ২০১৫ সকাল ১০:৩৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেলিম ভাই কবিতা সুন্দর হইছে। জলদি বিয়ের দাওয়াত দেন, নইলে কিন্তু অশান্ত যৌবন চির শান্ত হয়ে যাবে।
১০ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৪০
সেলিম আনোয়ার বলেছেন: অমন কথা বলো । যৌবন আমার অমর হোক । বিয়ে হলে দাওয়াত দেবো ।
৭| ৩১ শে মে, ২০১৫ বিকাল ৪:৫৬
তুষার কাব্য বলেছেন: চমৎকার সেলিম ভাই ...
১০ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।
৮| ৩১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
ডট কম ০০৯ বলেছেন: কবিতার ফিনিশিং দারুন হইছে। ধইন্ন্যা গ্রহন করুন কবি।
১০ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: গ্রহণ করলাম । আপনি কৃতজ্ঞতা গ্রহণ করুন পাঠে আর কমেন্টে । আর ভাল থাকুন সবসময় ।
৯| ৩১ শে মে, ২০১৫ রাত ৯:২৪
দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা জানবেন কবি।
অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। সবসময়।
১০ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১০| ৩১ শে মে, ২০১৫ রাত ১০:১৩
তাপস কুমার দে বলেছেন: চমৎকার লাগলো
১০ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১১| ১১ ই জুন, ২০১৫ সকাল ১১:৫৩
এহসান সাবির বলেছেন: দারুন কবিতা কবি......!!
১০ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১২| ১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৫৪
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লেগেছে । ++
১০ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৩| ২৫ শে জুন, ২০১৫ ভোর ৫:৪১
মশিকুর বলেছেন:
কবি ব্যাকুল!!!
সমাধান দরকার...
কবিতায় +
শুভকামনা।।
১০ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: আসলেই সমাধান চাই । কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৪| ২৭ শে জুন, ২০১৫ রাত ৮:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেলিম ভাই কই ?
আপনাকে না দেখলে ভাল লাগছে না ।
১০ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৫০
সেলিম আনোয়ার বলেছেন: এসে গেছি সুপ্রিয় গিয়াসলিটন । পোস্টে আপনাকে পেয়ে ভাল লাগলো ।
১৫| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:২১
কাবিল বলেছেন: ভাল হয়েছে, ভাল লাগলো।
১০ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৬| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১:৩৩
ফুলফোটে বলেছেন: ভাললাগার মাদকতায় শেষ হল কবিতাখানা...সুন্দর।
০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় ।
©somewhere in net ltd.
১| ৩০ শে মে, ২০১৫ রাত ৯:৩৫
সুমন কর বলেছেন: রোমান্টিক কবিতায় ভালো লাগা।