নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বর্ষা কাব্য

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১০:১০



এখন বর্ষাকাল ।
তাই বৃষ্টির নূপুর পায়ে পথিকের পথ চলা;
আর আকাশটাও বেশ অভিমানী ।
যেন মুখ করে কালো থাকে চেয়ে সবুজ মাঠের ঘাসে।
কখনো যে তার আলোর ঝলকানী চোখে
কখনো কপট রাগ ।
অন্তরে যেন কোমলতা বাহিরে বিরাগ।
এভাবেই বর্ষাকাললে চলে প্রেমের অনুরাগ।
বর্ষা মুশলধারেই ঝরবে।
তার শীতলতায় পৃথিবীর তাপ দূর অজানায় লুকোবে।
এই যে থেকে থেকে মেঘের আনাগুনা বৃষ্টিতো নেই ।
চাতকের কি লাগে কোন সংশয় প্রাণে, মেটাতে তৃষ্ণা জ্বালা !
বর্ষার প্রেমে কবি।
রিম ঝিম ঝিম সংগীতে চারিধার যেন পটে আঁকা ছবি ।
বর্ষার রঙে লাজ রাঙা যেন গোটা বিশ্ব ।
বর্ষা জীবন বর্ষা মরণ বাকী সব লাগে যেন নিঃস্ব।
রঙের বর্ষা নামল সারা গায়
প্রেমের বর্ষা কিনারা নাহি পায়।
উপরে তার মেকি অভিমান বিন্দু বিন্দু জলে
ভিতরে চক্ষুর শীতলতা সমুদ্র সমান, মৃদু হাওয়ায় দোলে।
এখন বর্ষাকাল ।বৃষ্টি বৃষ্টি বৃষ্টি কবিতার প্রেমানলে।


মন্তব্য ৫২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৮

কলমের কালি শেষ বলেছেন: বৃষ্টির কবিতায় বেশ লেগেছে । ++ কেমন আছেন ? অনেকদিন পর ।

১০ ই জুলাই, ২০১৫ ভোর ৬:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: এখন বর্ষাকাল বর্ষাস্নাত আছি । কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৩

প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল বৃষ্টির কবিতা। ধন্যবাদ

১০ ই জুলাই, ২০১৫ ভোর ৬:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও ভাল লাগায় নিরন্তর শুভকামনা ।

৩| ১০ ই জুলাই, ২০১৫ রাত ১:১২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: দারুণ কবিতায় প্রথম ভালোলাগা সাথে +++++++

কখনো আলোর ঝলকানী তার চোখে
কখনো কপট রাগ ।
অন্তরে তার কোমলতা বাহিরে বিরাগ।
এভাবেই বর্ষাকাল এভাবেই প্রেমঅনুরাগ।
অদ্ভুত সুন্দর বাক্যচয়ন।

ভালো থাকুন সেলিম ভাই, শুভকামনা।

১০ ই জুলাই, ২০১৫ ভোর ৬:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৪| ১০ ই জুলাই, ২০১৫ সকাল ৯:০১

টয়ম্যান বলেছেন: +++++++

১০ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ভাল লাগা ।নিরন্তর শুভকামনা ।

৫| ১০ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৩৩

সুমন কর বলেছেন: এতো দিন কোথায় ছিলেন?? কেমন আছেন?

বর্ষা কাব্য সুন্দর হয়েছে।

১০ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: আগের ঠিকানায় আছি সুপ্রিয় ব্লগার । এই তো বেশ আছি । কমেন্টে ধন্যবাদ ।

৬| ১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০৮

জুন বলেছেন: অনেকদিন পর চেনা মুখ দেখে ভালোলাগলো ।
বর্ষামঙ্গল কবিতাও ভালোলাগলো অনেক ।
+

১০ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ জুনাপি। লগ ইন করতে পারছিলাম না ।সঙ্গে ব্যস্ততা তো আছেই । নিরন্তর শুভকামনা থাকলো ।

৭| ১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩০

কাবিল বলেছেন: মাটির নিচে ছিলেন মনে হয়, বর্ষার পানি পেয়ে উপরে উঠে আসলেন।



খুব ভাল লাগল বর্ষা কাব্য।
আশাকরি নিয়মিত পাব সবসময়।

১০ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৪

সেলিম আনোয়ার বলেছেন: এখনো মাটির নীচেই আছি । সুযোগ বুঝে চলে আসলাম ।

৮| ১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫২

নীলসাধু বলেছেন: বর্ষাকাব্যে ভালো লাগা রেখে গেলাম আনোয়ার ভাই!
কেমন আছেন?

১০ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: মুষলধারে বানানটা এডিট করতে পারছিনা । সামুর নতুন ফরমেট এ এডিট করা অসাধ্য নাকি?

৯| ১০ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৯

লেখোয়াড়. বলেছেন:
অনেকদিন পর আপনার কবিতা সেলিম।
এতদিন কোথায় ছিলেন??

কবিতায় ভাললাগা।

১০ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: হু আসলাম ।এরপর গেলে আর ফিরবো না । #:-S

১০| ১০ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৬

জেন রসি বলেছেন: সেলিম ভাই, বর্ষা কাব্য ভালো লেগেছে। :)

১০ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১১| ১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:


কবিতা মোটামুটি।
কবিরা প্রকৃতিকে অনুভব করতে পারে বেশী।

১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১২| ১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার বর্ষা কাব্য ।
অনেকদিন পর সেলিম ভাইকে দেখে ভাল লাগছে ।
সেলিম ভাই আপনাকে মিস করছি -------

১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:০১

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে ব্লগে পেয়ে আমারও খুব ভাল লাগলো ।

আমার প্রিয় ব্লগার আমাকে মিস করছে জেনে আবেগাপ্লুত ।

সুপ্রিয় ব্লগার ভাল থাকবেন ।

১৩| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৭

সুপান্থ সুরাহী বলেছেন: খুব খুব ভাল লাগলো।
বর্ষায় বর্ষাকাব্য উপাদেয়...

১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:২৪

সেলিম আনোয়ার বলেছেন: অনেক দিন পর সুপ্রিয় ব্লগার আপনাকে ব্লগে পেয়ে ভাল লাগলো অনেক ।

১৪| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৯

নিশাত সুলতানা বলেছেন: বর্ষা কাব্য ভাল লেগেছে ।

১১ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও ভাল লাগায় ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৫| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৮

বোকামানুষ বলেছেন: বর্ষা কাব্য পড়ে এখন আমারও একখান বর্ষার কবিতা লিখবার মুন চাইতেছে কিন্তু পারিনাতো :(

পোস্টে +++++

১১ ই জুলাই, ২০১৫ সকাল ৭:২৫

সেলিম আনোয়ার বলেছেন: চেষ্টা করুন ।পারবেন। তবে শুনেছি সাহিত্যে সবচেয়ে কঠিন ও সুন্দর ব্যাপারটি হলো কবিতা । তবে চেষ্টায় কী না হয় ?

কমেন্টে ধন্যবাদ বোকা মানুষ ।

১৬| ১০ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩১

জেআইসিত্রস বলেছেন: বর্ষার প্রেমে কবি।
রিম ঝিম ঝিম সংগীতে চারিধার যেন পটে আঁকা ছবি । অসাধারণ লিখেছেন।

১১ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি বর্ষার প্রেমে কবি । কবির প্রেমে বর্ষা হলে সোনায় সোহাগা হয় ।

১৭| ১০ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৪

ঢাকাবাসী বলেছেন: বর্ষার কবিতা ভাল লাগল। অনেকদিন পরে এলেন!

১১ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাল লাগায় ধন্যবাদ । পাঠে শুভেচ্ছা জানবেন । হ্যা অনেক পর এলাম । ভাল আছেন নিশ্চয়ই । শুভকামনা নিরন্তর ।

১৮| ১০ ই জুলাই, ২০১৫ রাত ১১:২০

আরণ্যক রাখাল বলেছেন: অনেকদিন পর আপনার লেখা পড়লাম! এতদিন আপনি লিখেননি, না আমি পড়তে পারিনি?

১১ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: অনেকদিন পর লিখলাম । কবিতা পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৯| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১২:১৯

এফ.কে আশিক বলেছেন: ভাইয়া কেমন আছেন?
অসাধারণ বর্ষার কবিতা ভাল লাগল,
অনেকদিন পরে............
এতদিন কোথায় ছিলেন?

১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ভাল আছি । খুব ভাল । ছিলাম পরীর রাজ্যে । :)

২০| ১১ ই জুলাই, ২০১৫ রাত ২:১৫

সচেতনহ্যাপী বলেছেন: অনেকদিন পর।। কেমন আছেন,ভাল তো।।

১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: হ্যা অনেকদিন পর । ভাল আছি ।

২১| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪০

প্রোফেসর শঙ্কু বলেছেন: আহা, বৃষ্টির কবিতা!

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে সুস্বাগতম । সুপ্রিয় ব্লগার । কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২২| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১০:১৭

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,



উপরে তার মেকি অভিমান বিন্দু বিন্দু জলে
ভিতরে শীতলতা সমুদ্র সমান .........

সুন্দর দুটি লাইন ।

এই আষাঢ়স্য মাসে এলেন যে বৃষ্টির ছন্দ নিয়ে , এতোদিন কোথায় ছিলেন ?

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪১

সেলিম আনোয়ার বলেছেন: এতদিন । শীতনিদ্রায় ছিলাম । বৃষ্টির ফোটা নিদ্রা ভেঙে দিল ।

কমেন্টে আর পাঠে ধন্যবাদ অনেক। ভাল থাকবেন ।

২৩| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১০:১৮

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো ভাই। অনেক।

বর্ষার রঙে লাজ রাঙা যেন বিশ্ব ।
বর্ষা জীবন বর্ষা মরণ বাকী সব লাগে নিঃস্ব।


চমৎকার পঙক্তিদ্বয়!!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার পাঠে ও কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২৪| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৪

মশিকুর বলেছেন:

বর্ষার কবিতা ভাল লাগে; বৃষ্টিও ভাল লাগে :)

কিন্তু বৃষ্টির পর হাঁটু পানি, রাস্তার খোঁড়াখুঁড়ি, কাঁদা এসব ভাল লাগে না :(

কবিতায় +

শুভকামনা।

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: আমারও ওসব ভাললাগেনা । তবু বর্ষা ভালবাসি ।

বর্ষা ঝরুক অপার মহিমায়
প্রেমের বর্ষা যেন ছন্দ খোঁজে পায় ।

২৫| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৮

রিকি বলেছেন:

বর্ষার প্রেমে কবি।
রিম ঝিম ঝিম সংগীতে চারিধার যেন পটে আঁকা ছবি ।


বর্ষা কাব্যে নিজস্ব ধরণে ভালোলাগা রইল ভাই। ;)







১৩ ই জুলাই, ২০১৫ রাত ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: গোল্ডেন কয়েনে ধন্যবাদ। কমেন্টে ও পাঠে কৃতজ্ঞতা । ভাল থাকবেন সবসময় এই শুভকামনা ।

২৬| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ১২:২২

রোদেলা বলেছেন: ভিতরে শীতলতা সমুদ্র সমান মৃদু হাওয়ায় দোলে।
এখন বর্ষাকাল ।বৃষ্টি বৃষ্টি বৃষ্টি কবিতার প্রেমানলে।
বাহ।

১৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.