নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অবশেষে

১৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

ভালবাসার ক্রমাগত প্রচেষ্টাকে নির্লজ্জতা বলো না
বাধার প্রাচীর ভাঙার প্রবণতাকে ভেবোনা ব্যক্তিত্বহীনতা ।
অন্যের খেলতামাশার অপবাদ চাপিয়োনা ডানা ভাঙা শালিকের গায়
তোমার মতের গুরুত্ব দানকে ভেবো না কাপুরুষতা ।
তুমি চাইলেই থেকে যেতাম মাঝ রাত অব্দি তোমার সঙ্গ দানে।
তোমার না চাওয়ায় চলে গেছি আপন ঠিকানায় অানমনে
তবু তোমার পাশে থেকেছি মুঠোফুনের বার্তা হয়ে।
তবু চলে গেলে নিদারুন ছলনায়
নিয়ে গেলে হৃদয়ের জৌলুস অপার মহিমায়।
জানিনা কি লিখা আছে ভাগ্যের এপিটাফে
শুধু জানি মিথ্যের রাজত্ব রয়না চিরকাল
সত্যের নির্মম পরিহাসে মিথ্যেরা হয় বানচাল ।
ভালবাসার অপরাধে কি শাস্তি নিয়তির
স্রস্টা লিখেছেন ললাটে নিষ্ঠুর পৃথিবীর।
অবশেষে ভালবাসা অপরাধ হলে হলাম না হয় দোষী
হোকনা নির্লজ্জতা তবু ভালবাসি ভালবাসি।




মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

সুমন কর বলেছেন: জানিনা কি লিখা আছে ভাগ্যের এপিটাফে
শুধু জানি মিথ্যের রাজত্ব রয়না চিরকাল
সত্যের নির্মম পরিহাসে মিথ্যেরা হয় বানচাল ।


সুন্দর কবিতায় ভালো লাগা।

১৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ভাললাগা নিরন্তর শুভকামনা ।

২| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৯

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

১৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অবশেষে সেলিম আনোয়ার ভাইকে পাওয়া যাচ্ছে চমৎকার কবিতায় :P

১৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৪| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অবশেষে সেলিম আনোয়ার ভাইকে পাওয়া যাচ্ছে চমৎকার কবিতায় :P

৫| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৫

শহুরে আগন্তুক বলেছেন: ভালো লাগা +

১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ১৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হায়রে প্রেম, হায়রে ভালবাসা...

কবিতায় +++

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ওপাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৭| ১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১৮

কাবিল বলেছেন: শুধু জানি মিথ্যের রাজত্ব রয়না চিরকাল
সত্যের নির্মম পরিহাসে মিথ্যেরা হয় বানচাল ।




চমৎকার কবিতা।
ভাল লাগল।

আপনার পরিবারের সকলকে ঈদ শুভেছা।

২৪ শে জুলাই, ২০১৫ রাত ১১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৮| ১৭ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪১

দীপংকর চন্দ বলেছেন: শুধু জানি মিথ্যের রাজত্ব রয়না চিরকাল[/sb

অনিঃশেষ শুভকামনা জানবেন।

অনেক ভালো থাকবেন ভাই। সবসময়।

২৪ শে জুলাই, ২০১৫ রাত ১১:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ সুহৃদ ।

৯| ২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৩৭

মহান অতন্দ্র বলেছেন: ভালবাসার ক্রমাগত প্রচেষ্টাকে নির্লজ্জতা বলো না সুন্দর কবিতা। সুন্দর কথা।

০১ লা আগস্ট, ২০১৫ রাত ৮:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১০| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১:১০

নীল কৃষ্ণগহ্বর বলেছেন: ভাল লাগল পড়ে :)

০১ লা আগস্ট, ২০১৫ রাত ৮:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.