নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এদেশ যেন বুকের জমিনে ভালবাসার আল্পনা আঁকে
মায়াবী রূপে বিমোহিত দু'নয়ন চঞ্চল নদীর বাঁকে
এত যে মায়াবী রূপ
তাতে মিশেছে মাটির সোঁদা গন্ধে বিধূর ধূপ।
এদেশ আমার ছয়টি ঋতুর দেশ
তার রূপের নেইকো শেষ।
গ্রীষ্মের তপ্ত বায় ; প্রচন্ড খড়তাপে পুড়ে পুড়ে
জঞ্জাল সব অপার বিশুদ্ধতায় ।
বর্ষা রূপে মেঘলাদিনে ঢাক গুড় গুড় বৃষ্টি
থৈ থৈ সব জলের আধার সে কী অপরূপ সৃষ্টি ।
নীল আকাশে শাদা মেঘের ভেলায়
বর্ষা গিয়ে শরতের আগমনী বার্তা পাবে তায় ।
কাশবনের শরৎ শেষে নবান্নের উৎসবে
সোনার ধানের হেমন্তের আবির্ভাব এখানে।
তারপর হাড় কাঁপানো শীত
টলোমল শিশির কণা দূর্বা ঘাসে বাজে কুয়াশা সঙ্গীত।
অতঃপর বসন্তের ফুল বাগানে কোকিলের সুমধুর গান
যৌবনের অনুরাগে তাতে প্রিয়তমার সুনিশ্চিৎ আহবান ।
এদেশ ছেড়ে অন্যকোথা আছে কি এত মায়া!
এদেশ যেন প্রখর রৌদ্রে বটের শীতল ছায়া ।
২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
২| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৫
কিরমানী লিটন বলেছেন: আমাকে একটি বাঁশি দাও,সুর তুলি গান গাই,
আমাকে একটি রাইফেল দাও,আমি ধরে রাখি আমার স্বাধীনতা ...
মা- মাটি, মাতৃভূমি্র লিখা মানেই হৃদয়ের কথা-আর হৃদয়ের কথার নকশিকাঁথার নন্দন বুননে আপনার কবিতা,ছুঁয়ে গেলো অতলের গহীন,চমৎকার মুগ্ধতা...
ভালো ও সুস্থ থাকবেন-নিরন্তর ...
২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১০
সেলিম আনোয়ার বলেছেন: আপনাদের কমেন্ট আমার প্রেরণা হয়ে থাকবে । যতদিন প্রেরণা পাবো ততদিন চলবে কবিতা । প্রেম প্রকৃতি জননী আর জন্মভূমি নিয়ে । ভাল থাকবেন নিরন্তর এই শুভকামনা ।
৩| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২০
বিদগ্ধ বলেছেন: ==এদেশ ছেড়ে অন্যকোথা আছে কি এত মায়া!
এদেশ যেন প্রখর রৌদ্রে বটের শীতল ছায়া। ===
আহা! দিলটা শান্তিতে ভরে যায়।
কবিতার মতো এমন দেশটি আর কোথায় পাবেন, বলুন!
সুন্দর কবিতায় আন্তরিক ভালো লাগা জানাই।
২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে শুভেচ্ছা নিরন্তর শুভকামনা
৪| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৪
রূপক বিধৌত সাধু বলেছেন: (অাঁধার, অাবির্ভাব) "এদেশ ছেড়ে অন্যকোথা আছে কি এত মায়া!
এদেশ যেন প্রখর রৌদ্রে বটের শীতল ছায়া ।" যথার্থই । দেশপ্রেমের অাবেগাপ্লুত প্রকাশ ।
২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার আধার ঠিক আছে (যে ধারন করে ) আবির্ভাব ঠিক করা হলো । কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৫| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫১
হামিদ আহসান বলেছেন: দেশকে সুন্দর কবিতা৷ অাবেগি প্রকাশ৷ ভাল লাগল ..
২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
হামিদ আহসান স্বদেশ বলে কথা ।স্বদেশের সঙ্গে মিশে থাকে আবেগ ।তাই দেশ নিয়ে লিখলে আবেগ তো আসবেই । যার দেশ প্রেম নেই তার তার ঈমানে সমস্যা ।সাচ্চা মুসলমানের দেশ প্রেম থাকবে । হযরত মুহাম্মদ সা: যখন মক্কা ছাড়ছিলেন সেই সময়কার বানীতে তার জন্মস্থান প্রেমের বহিপ্রকাশ ঘটেছে ।
এতটুকু বলতে পারি দেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটা দেশ প্রেমিকের কা্ণ্ড নয় । আর দেশের নার্ভ কিন্তু দেশের মানুষ ।দেশের মানুষ সুখে থাকলে দেশও ভাল থাকবে । আর ছয় ঋতুর দেশ পৃথিবীতে কয়টা আছে ???
আমাদের দেশ তাই স্বপ্নপুরী । এত মায়ার দেশ আর কোনটি নেই ।
৬| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৭
ক্যান্সারযোদ্ধা বলেছেন: ধন্যবাদ দেশপ্রেমিক।
২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৭| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৮
শামছুল ইসলাম বলেছেন: কবির কন্ঠে কন্ঠ মিলিয়ে আমিও বলতে চাইঃ
//এদেশ ছেড়ে অন্যকোথা আছে কি এত মায়া!
এদেশ যেন প্রখর রৌদ্রে বটের শীতল ছায়া ।//
ভাল থাকুন। সবসময়।
২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: আমিও কন্ঠ মিলালাম ।
//এদেশ ছেড়ে অন্যকোথা আছে কি এত মায়া!
এদেশ যেন প্রখর রৌদ্রে বটের শীতল ছায়া ।//
আমাদের দ্বৈত কন্ঠ ইতিহাস হয়ে থাক ।
৮| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩১
সুমন কর বলেছেন: মাঝে বুঝি একটু ছন্দ হারালো, শেষে এসে আবার ফিরে পেলাম।
ভালো হয়েছে। +।
২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কবিতায় মাঝে দু এক জায়গায় ছন্দ হারালো মনে হলে বুঝে নিবেন ওখানে ছন্দটা ভেঙে দিয়েছি ।
ছন্দময় কবিতার এক ধাপ উপরে ছন্দ ভাঙা কবিতার অবস্থান । ছন্দ আর ছন্দ ভাঙা খেললাম ।
কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৯| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: বইমেলায় কি বই আসছে সেলিম আনোয়ার ভাই ? কবিতায় ভালো লাগা রইল
২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: ইনশা আল্লাহ বই আসছে । যদি বেচে থাকি আশা রাখি দেখা হবে বই মেলায় ।
২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: পুনশ্চ কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভ কমনা ।
সুপ্রিয় ব্লগার কবিতা লিখছেন না যে ।
১০| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: দেশকে নিয়ে দারুন আবেগী কবিতা ভাইয়া! ক’জনে ভাবি আমরা এমন করে?
২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১০
সেলিম আনোয়ার বলেছেন: এভাবেই ভাবতে চাই আমাদের দেশ আমাদের মানুষ নিয়ে । দেশের জন্য সততা চাই দেশ প্রেম চাই আর চাই পরিশ্রম । কি নেই আমাদের বলেন তো আপু। এটাতো সোনার বাংলা। এর পরতে পরতে সোনা ছড়িয়ে ছিটিয়ে আছে ।আমাদের দরকার কিছুটা সচেতনতা । কি করছি কেন করছি কখন করছি কিভাবে করছি কেমন করছি ? ব্যাস । আমরা মানুষ আমাদের জীবনের সীমাবদ্ধতা আছে । আছে শরীরের সীমাবদ্ধতা । এই অল্প সময়টাকে তো কাজে লাগাতে হবে । ভাল কাজে ।ইথিকস নিয়ে এগুতে পারলে আমরা এগুবো দেশ এগুবে ।
সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১১| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪১
এস কাজী বলেছেন: কবিতা সুন্দর হয়েছে সেলিম ভাই
২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: এস কাজী বলেছেন: কবিতা সুন্দর হয়েছে সেলিম ভাই
সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় ।
১২| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৫
ঢাকাবাসী বলেছেন: আজকাল দেশকে নিয়ে কবিতা খুব একটা লেখা দেখিনা। আপনারটা খুব ভাল হয়েছে।
২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৪
সেলিম আনোয়ার বলেছেন: ব্যাপারটি ভাববার মত । অথচ দেশ নিয়ে আগে বেশ লিখা হত । সেই না লেখা বা কম লিখা হওয়ার যে অনুসূচনা সেই অনুভূতি থেকে লিখা । কবিতায় ভাললাগায় ধন্যবাদ । কি আর বলবো আমাদের মুক্তিযদ্ধের কাহিনী নিয়ে ভারতে মুভি হয় আর আর আমরা পারিনা । আমাদের দেশে নাটক চলচ্চিত্র নির্মাতারা বলতে গেলে এ ব্যাপারে মহান কিছু সৃষ্টি করতে পারে নি । আমাদের কি দেশ প্রেম শেষ হয়ে গেল নাকি ।নাকি সৃজনশীলতা বলতে কোন কিছু আমরা ধারণ করিনা ।
সবার মধ্যে গভীর দেশপ্রেম জাগ্রত হোক । সবাইকে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৩| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৬
নেক্সাস বলেছেন: দেশ কে নিয়ে লিখা কবিতায় প্লাস
২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।সুপ্রিয় নেক্সাস ভাই ।
১৪| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
গেম চেঞ্জার বলেছেন: সুন্দর দেশকাব্য +
২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৫| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
তৌফিক মাসুদ বলেছেন: ভাল লাগল কথাগুলো।
২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৬| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
দুঃখ সয়ী বলেছেন: এমন কবিতায়ই প্রাণ খুজে পাই,
ভালো লিখছেন ভাই।
২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কবিতায় প্রাণ খুজে পেয়েছেন জেনে ভাল লাগলো । যার ভিতরে দেশ প্রেম আছে তার দেশের কবিতা পরে প্রাণ খুজে পাওয়া স্বাভাবিক ।
আমি সাধারণ লিখক । সাধ্যমত চেষ্টা করেছি ।
ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।
১৭| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১০
কথাকথিকেথিকথন বলেছেন: দেশের কবিতা সবসময় আমার ভাল লাগে । চমৎকার মায়ামাখা কবিতা ।
২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫১
সেলিম আনোয়ার বলেছেন: দেশকে সবার ভাল লাগা উচিৎ । কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৮| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০০
শতদ্রু একটি নদী... বলেছেন: দেশকে নিয়ে কবিতা লিখছেন, ব্যাপারটা ভালো। এর মানে দেশকে নিয়ে ভাবেন তা বোঝা যায়। সবার মধ্যেই এই চিন্তাগুলো থাকা উচিত। অনেক না পাওয়া আছে, অনেক হতাশা থাকেই, তারপরেও নিজের দেশের চেয়ে প্রিয়, মায়াময় আর কিছু হতে পারেনা।
কবিতা ভালোলাগছে।
২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০১
সেলিম আনোয়ার বলেছেন: কবিতায় ভাল লাগায় ধন্যবাদ শতদ্রু । আর নিরন্তর শুভকামনা থাকলো ।
১৯| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
চমৎকার সমাপ্তিতে সুন্দর একটি কবিতা।
২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১১
সেলিম আনোয়ার বলেছেন: মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
চমৎকার সমাপ্তিতে সুন্দর একটি কবিতা।
কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার আর নিরন্তর শুভকামনা ।
২০| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২২
জুন বলেছেন: হায়রে আমার মন মাতানো দেশ।।।।।
সত্যি অনেক অভিমান হয় কিন্ত দূরে গেলে বোঝা যায় দেশের মায়া।
চমৎকার কবিতা সেলিম আনোয়ার।
+
২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা । ভাল থাকবেন সবসময় ।
২১| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৭
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
আপনি দেশকে তুলে ধরলেন কবিতায় আর আমি ছবিতে আর লেখায় ।
যা এখানে -------
http://www.somewhereinblog.net/blog/GSA1953happy/30079180
২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৮
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কাজ করেছেন । কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।আর নিরন্তর শুভকামনা ।
২২| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০১
জেন রসি বলেছেন: এদেশ ছেড়ে অন্যকোথা আছে কি এত মায়া!
এদেশ যেন প্রখর রৌদ্রে বটের শীতল ছায়া ।
আসলেই তাই।চমৎকার সেলিম ভাই।
২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২৩| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৬
তারছেড়া লিমন বলেছেন: কাব্যিক ভাললাগা রইল ভাই................++++++++++++++++++++++++++++++++++++
২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা অশেষ ।
২৪| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২৫
প্রবাসী পাঠক বলেছেন: দারুণ কবিতা সেলিম ভাই। নয় নাম্বার প্লাস।
২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
২৫| ২৬ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ষড়ঋতূর ষড় রূপ
বর্ণনাতে মূর্ত;
প্রিয়ভূমি বিষাক্ত আজ
নেতারা সব ধূর্ত
২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: নেতারা সব ধূর্ত
আমরা তো আর নই
আমরা সবাই মেলালে হাত
উন্নতি হবে নিশ্চয় ।
২৬| ২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সমসাময়িক কাব্যে সেলিম ভাইকে যথার্থ একজন কবি রূপে পাচ্ছি । কবিতায় লাইক নাম্বার টেন ।
২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
২৭| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৭
কামরুন নাহার বীথি বলেছেন: নীল আকাশে শাদা মেঘের ভেলায়
বর্ষা গিয়ে শরতের আগমনী বার্তা পাবে তায় ।
কাশবনের শরৎ শেষে নবান্নের উৎসবে
সোনার ধানের হেমন্তের আবির্ভাব এখানে। ----------
অস্বাধারণ!!! আপনার জন্য সুন্দর একটা ছবি!! ( আমার তোলা নয়। এমন ছবি তোলার স্বপ্ন দেখি!!!)
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৫
সেলিম আনোয়ার বলেছেন: আমার ইচ্ছা ছিল কবিতাতে কয়েকটি ছবি এড করা । যেমন এই অংশটির জন্য ছবিটা যথাযথ হয়েছে ।
২৮| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৩
রুদ্র জাহেদ বলেছেন: এদেশ ছেড়ে অন্যকোথা আছে কি এত মায়া!
এদেশ যেন প্রখর রৌদ্রে বটের শীতল ছায়া ।
অনবদ্য বর্ণনায় দারুন কবিতা।প্রিয় স্বদেশ-প্রিয় জন্মভূমি
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
২৯| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪১
কামরুন নাহার বীথি বলেছেন:
তাহলে গ্রীষ্মকাল -এর ছবি --------
২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৫
সেলিম আনোয়ার বলেছেন: অনেক কৃতজ্ঞতা পুষ্পরানী । পরিশ্রম করে এত সুন্দর সুন্দর সচিত্র কমেন্ট করার জন্য ।
নিরন্তর শুভকামনা । ভাল থাকবেন সবসময় ।
গ্রীষ্মকালটা মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে আছে এমন ছবি হলে আরও ভাল হত ।
৩০| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৩
রমিত বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন সেলিম ভাই।
২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনি এখন নিয়মিত কবিতা লিখছেন ।কখনো দীর্ঘ কখনো কঠিন শব্দের মিশেলে । কবিতা বর করলো নাকি রমিত ?
কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা । ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।
৩১| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৪
কামরুন নাহার বীথি বলেছেন:
বর্ষা কালের ছবি -----------
২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০১
সেলিম আনোয়ার বলেছেন: এইটা খুব চমৎকার হয়েছে। সুন্দর +
৩২| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৮
কামরুন নাহার বীথি বলেছেন:
শরত আগেই দিয়েছি, এবার হেমন্তের ছবি -------
২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৩৩| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৪
কামরুন নাহার বীথি বলেছেন:
শীতের বাংলাদেশ --------
২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৯
সেলিম আনোয়ার বলেছেন: আবারো অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৩৪| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৮
কামরুন নাহার বীথি বলেছেন:
বসন্তে বাংলাদেশ -----------
২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১১
সেলিম আনোয়ার বলেছেন: এটা দেখি তোতা পাখি । কোকিল কোথায় ??? এটা কি পলাশ নাকি শিমুল !!!
৩৫| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩২
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ
২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৩৬| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩০
কলমের কালি শেষ বলেছেন: দেশের প্রতি মায়ায় ঘেরা চমৎকার কবিতা । বেশ লেগেছে ।
২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা।
৩৭| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৫
অগ্নি সারথি বলেছেন: বঙ্গস্তুতি মূলক কাব্যে অনেক অনেক ভাললাগা কবি।
২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ভাল লাগা ।
©somewhere in net ltd.
১| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৩
সাহসী সন্তান বলেছেন: সুজলা সুফলা শস্য শ্যামলা এই দেশকে নিয়ে অনেক সুন্দর কবিতা রচনা করেছেন প্রিয় কবি! কবিতার মাধ্যমে ছয় ঋতুকে যেভাবে ফুটিয়ে তুলেছেন সেটা আসলেই প্রশংসার দাবি রাখে! অনেক সুন্দর কবিতা! খুবই ভাল লাগলো!
শুভ কামনা জানবেন!