নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

হয় এখন অথবা কখনো নয়

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪১



বিরহী হৃদয় কান পেতে শুনো
হারানো অতীত নিয়ে নীরব প্রার্থনা নয় কোন
জনসমুদ্র দেখবে না পলাতক মুখ
চাতক প্রাণ কেবল শুনবে সেই চিরচেনা আহবান
যখন প্রতিবাদী কন্ঠ করবে সুতীব্র চিৎকার
হয় এখন অথবা কখনো নয় !!!
এতেই নিহিত জীবনের সঞ্জীবনী উপাখ্যান ;
জীবন বেঁচে থাকেনা অনন্ত সময়।

প্রাণবন্ত জীবন হোক কাম্য
যতক্ষণ এ দেহে আছে প্রাণ
জীবনটা হোক প্রশস্ত মহাসড়কের সমান ।
যেখানে গাড়ী চলে মুক্ত বিহঙ্গের মত
বাঁচতে চাই বাঁচার মত
দৃঢ় পদে দন্ডায়মান যে
এটি তার কবিতা।

বিরহিত কখনো হারাবেনা বিশ্বাস
আসছে কঠিন সময়...
নতুন কোন ভুল করা চলবে না তাই ।

নিয়তি অনুকলে থাকেনা প্রতিদিন ।

এখনই সময় মাথা উঁচু করে দাঁড়াবার
ভাঙা যাবেনা , মচকানো যাবেনা ...
ঘৃণাভরে জীবন থেকে সময় নেই পথ হারাবার ।

এখনই সময়
জীবনটা গড়ার ...
জীবনকে করোনা মরণসম ।

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৪

ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর কাব্য ভালো লাগল ।

০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা । বিলম্ব প্রতিউত্তরে দু:খিত ।

২| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৭

কিরমানী লিটন বলেছেন: বিরহিত কখনো হারাবেনা বিশ্বাস
আসছে কঠিন সময়...
নতুন কোন ভুল করা চলবে না তাই ।

নিয়তি অনুকলে থাকেনা প্রতিদিন ।


নান্দনিক বোধ,দ্রোহ আর তুমুল ভালোলাগার কবিতা- অসাধারণ!!!
অভিবাদন প্রিয় সেলিম আনোয়ার ভাইকে...
শুভকামনা রইলো ...

০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভকামনা সঙ্গে থাকার জন্য । ভাল থাকবেন সবসময় এ শুভকামনা থাকলো । শুভ সকাল কিরমানী লিটন ।

৩| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১২:০৮

চাঁদগাজী বলেছেন:


এক অনন্ত একাংকিকা!

০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৪

সেলিম আনোয়ার বলেছেন: নিজেকে অনুপ্রাণিত করে নিলাম । আর থেমে থাকা অথবা ঝিমিয়ে পড়া জীবনকে চিতার ক্ষিপ্রতায় জীবন উপভোগের আহবান জানালাম । :)

৪| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন: এখনই সময় মাথা উঁচু করে দাঁড়াবার
ভাঙা যাবেনা , মচকানো যাবেনা ...
ঘৃণাভরে জীবন থেকে সময় নেই পথ হারাবার।
এখনই সময়
জীবনটা গড়ার ...
জীবনকে করোনা মরণসম।
--------

ভাল লাগল চরণগুলো ---------------
অনেক শুভেচ্ছা!

০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৯:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

বর্তমানই একসময় অতীত হয় । আবার ভবিষ্যৎ হয়েযায় বর্তমান ।জীবটাতো গভীরভাবে ভাবলে শুধু বর্তমান । কি বলেন কামরুন নাহার বীথি ।

৫| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ২:০৩

রক্তিম দিগন্ত বলেছেন: বেশ লাগলো। অপূর্ব।

০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৬| ০১ লা নভেম্বর, ২০১৫ ভোর ৫:২২

শামছুল ইসলাম বলেছেন: অনেক কষ্টের মধ্যেও কিছু প্রতিবাদী কন্ঠ এখনো আশা জাগায়ঃ

//যখন প্রতিবাদী কন্ঠ করবে সুতীব্র চিৎকার
হয় এখন অথবা কখনো নয় ;
এতেই নিহিত জীবনের অহংকার
জীবন বেঁচে থাকেনা অনন্ত সময়।//


ভাল থাকুন। সবসময়।

০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: প্রতিবাদ করতে অন্যায়ের এবং সেটা এখনই ।নির্বিচারে মানুষ হত্যা করা হবে এটা মেনে নেয়া অনুচিৎ ।

মানব হত্যা কোন ধর্মের মূলনীতি নয় ।

মানুষের বেচে থাকা মৌলিক অধিকার । ভেবেছিলা বিরতি দিয়ে পোস্ট দিবো সেটা হলো । দেশে এখন কবিতা লিখার প্রহর এসেছে ।দারুন দুঃসময় যাচ্ছে ।

৭| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩১

খায়রুল আহসান বলেছেন: কবিতার শিরোনামটাই কবিতার ভরকেন্দ্র - হয় এখন, অথবা কখনো নয়।
আপনার এ আহবানে পথ চলা শুরু হোক, "দাঁড়াবার সময় তো নাই"!

৮| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩৪

রুদ্র জাহেদ বলেছেন: এখনই সময় মাথা উঁচু করে দাঁড়াবার
ভাঙা যাবেনা , মচকানো যাবেনা ...
ঘৃণাভরে জীবন থেকে সময় নেই পথ হারাবার ।

এখনই সময়
জীবনটা গড়ার ...
জীবনকে করোনা মরণসম ।

প্রতিধ্বনিত-অনুরণিত হোক আমাদের মাঝে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.