নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

হৃদয়মালতী, তোমার হরিণচোখে

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৯



হৃদয়মালতী,
তোমার ঘ্রাণে হৃদয়ের কোণে রুপোলী চাঁদ উঠে
সেই কি আমার ভুল ...
প্রজাপতির মত বেড়াই উড়ে
তুমি কোন কাননের ফুল?

হৃদয়ে জেগেছে তৃষ্ণা আজ মরুভূমির মত
এক পশলা বৃষ্টি হয়ে মেটাও মনের ক্ষত ।

রূপে তোমার যাদু মাখা
কণ্ঠে মধুর বীণা
বদন যেন আল্পনা আঁকা
বুঝতে পারো কীনা?

হৃদয়মালতী,
যাদুতে তব প্রেরণা সব
অশ্ববেগে ছোটে;
মরতে হলে মরবো না হয়
তোমার হরিণ চোখে।

একটি নদী একটি সাগর
যতই হোক বিচ্যুতি ;
নদী ছুটে সাগর পানে
সেটাই তো নিয়তি।

------------হৃদয়মালতী,
হৃদয় তোমার রহস্যের উপনিবেশ
আমি কি তাতে মিথ্যে মোহে...?
---------------প্রতীক্ষার নেইকো শেষ !-------------------

মন্তব্য ৫৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৩

গেম চেঞ্জার বলেছেন: রোমান্টিকতায় ভরপুর কাব্য। +

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৮

কালের সময় বলেছেন: কে এই হৃদয়মালতী ভাই =p~
কাব্যে প্লাস । অসাধারন হয়েছে । বহুদিন পরে একটি ভালো কাব্য পড়লাম ।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১:০০

সেলিম আনোয়ার বলেছেন: আমি চাই এই কবিতা পড়ে হৃদয় মালতী আসুক.........

একটু প্রেমে ভাসুক ...

কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৩| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১:২০

কিরমানী লিটন বলেছেন: ভালবাসা দাও ভালবাসা নাও
এই মম মিনতি;
সাগর বুকে নদীর ঠিকানা
সেটাই তো নিয়তি।

এই নাও ছুয়েছি হৃদয়
ফিরে এসো মালতি,
নব ধারায় পান করো
প্রেমের সে রতি!!!

"অনেক কথার মরন হলে,হৃদয় কথা বলে" -
কবিতা নয়,এ তো আমারই হৃদয়ের আকুতি-অভিবাদন প্রিয়কবি সেলিম আনোয়ার ভাই,শুভকামনা...

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ । আর নিরন্তর শুভকামনা ।

সুন্দর কবিতা মিলিয়েছেন ।

৪| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১:৪২

কানিজ রিনা বলেছেন: উনমাদ প্রেমিক,

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৩

সেলিম আনোয়ার বলেছেন: :``>> =p~ প্রেম মানেই প্রাণে উন্মাদনা

৫| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ২:৫০

উল্টা দূরবীন বলেছেন: রোমান্টিক কবি। সুন্দর কবিতা। ভালো লাগছে।

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর ভাল লাগায় ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৬| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:০১

রক্তিম দিগন্ত বলেছেন: রোমান্টিসিজম!!!!

কবিতা আবৃতি করতে পারি না - নাহলে এইটা ঠিকই কাউকে না কাউকে আবৃতি করে শোনাতাম।

আমি কবিতা বুঝিও না তেমন - কিন্তু এইটা পড়ে ঠিকই বুঝেছি। কবির কবিতা সৃষ্টির সার্থকতা।

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে ভাল লাগলো । ভাল থাকবেন সবসময় ।নিরন্তর শুভকামনা ।

৭| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৭

শামছুল ইসলাম বলেছেন: কবি মনে রোমান্টিকতার ছোঁয়া, কাব্যে তার অনিন্দ সুন্দর প্রকাশ।

ভাল থাকুন। সবসময়।

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: মেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৮| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১০:০২

নাবিক সিনবাদ বলেছেন: "ভালবাসা দাও ভালবাসা নাও
এই মম মিনতি;
সাগর বুকে নদীর ঠিকানা
সেটাই তো নিয়তি।"

ভালোবাসা দাও ছ্যাকা নাহি দাও এই মম মিনতি... :P

অনেক সুন্দর কবিতা, ধন্যবাদ সেলিম ভাই।

০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৯| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: হৃদয়মালতী,
তোমার যাদুতে ভালবাসা মম
অশ্ববেগে ছোটে;
মরতে হলে মরবো না হয়
তোমার রাঙা ঠোঁটে। - ইয়া কী প্রেম !!!
রমাঞ্চে ভরপুর ।

০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০

সেলিম আনোয়ার বলেছেন: একটু এডিট করে দিলাম ।

১০| ০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মরতে হলে মরবো না হয়
তোমার রাঙা ঠোঁটে।

এই তোমার তুমি টা কে ? যার জন্য সেলিম ভাই মরতে চায় ! =p~

০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১

সেলিম আনোয়ার বলেছেন: এটাতো হৃদয়মালতী ।

হৃদয়ে যার বাস ।

১১| ০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

প্রস্তাবিত "হৃদয়মালতীর" প্রথম কবিতাটি পড়লাম...
কবিকে শুভেচ্ছা!

০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় মইনুল ভাই এটা হৃদয়মালতী বইয়ের কোন কবিতা নয় । :)

১২| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০৫

কলমের কালি শেষ বলেছেন: মিষ্টি কবিতা । ভাল লেগেছে ।

আশেপাশে গুঞ্জন রটেছে বাংলাদেশ নাকি একজন দারুণ কবি পেতে যাচ্ছে । কবিতা বই বের হচ্ছে । মিষ্টি কই !! ;) :P

হা হা হা ।

কবিতার বইয়ে অনেক শুভ কামনা । বেঁচে থাকলে অবশ্যই বইটা নেবো ।

ভাল থাকুন সেলিম ভাই । :)

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:২৮

সেলিম আনোয়ার বলেছেন:

মিষ্টি খান । হলো ।

আমি অং বং ঢং কবিতা লিখি ।

তারপরও কবিতা পড়ে পাঠক ভাল বললে মেনে নিবো । তাদের যদি আমার কবিতার বই ভাল রেটিং করে তাহলে একটু একটু বিশ্বাস হবে ।

১৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:১৩

জুন বলেছেন: কবিতার বই প্রকাশ হয়ে চারিদিকে মালতী ফুলের সুবাস ছড়িয়ে দিক সেই প্রত্যাশায় :)
+

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৩১

সেলিম আনোয়ার বলেছেন: আপনার প্রত্যাশা সফল হোক । আপনার মত সুহৃদরা পাশে থেকে প্রেরণা জুগিয়েছেন বলে এটুকু আসা সহজ হয়েছে ।

অনেক ধন্যবাদ জুন আপু । আর শুভকামনা ।

১৪| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৩

কলমের কালি শেষ বলেছেন: মিষ্টির প্লেট দেখে মনে হচ্ছে কবিতাগুলোও বেশ বৈচিত্রময় হবে । B-)

অন্যের রেটিং য়ে কী আসে যায় । বই বের করবেন নিজের মনের আনন্দের জন্য । মানুষ ভাল বললে সেটা হবে বেশি পাওয়া । তয় আমার কাছে আপনার কবিতা বেশ লাগে । সহজ ভাষায় সুন্দর অর্থ বহন করে ।

তবে কেন জানি মনে হচ্ছে প্রেম নিয়ে কবিতা বেশি থাকবে !! ;)

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৪০

সেলিম আনোয়ার বলেছেন: হা বেশি পাওয়াটার লোভ বড্ড বেশি । আমি মানুষের ভালবাসা খুব পছন্দ করি । আমার আনন্দ দেখে কেউ আনন্দিত হলে ভাল লাগবে । বিরক্ত হলে কষ্ট লাগতে পারে । বর্তমানের কবিতার মধ্যে বাস করি বোধ হয় । লেখা হয়না ।লিখে ফেলা কবিতারা দূরবর্তী গ্রামে বাস করে । ভেরিয়েশন থাকবে এটা বলতে পারি । :)

১৫| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৬

নুরএমডিচৌধূরী বলেছেন: হৃদয়মালতী,
তোমার ঘ্রাণে হৃদয়ের কোনে রুপোলী চাঁদ উঠে
সেই কি আমার ভুল ...
প্রজাপতির মত বেড়াই উড়ে
তুমি কোন কাননের ফুল

"হৃদয়মালতীর" প্রথম কবিতাটি পড়লাম...
কবিকে শুভেচ্ছা!
লিখায়++++

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১০:২০

সাবলীল মনির বলেছেন: দারুণ অাবেগের প্রকাশ, ভাল লাগল ।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রেম কইরাছেন সেলিম কবি :P
তার প্রেমেতে কিডা কইতাম পারিনা ;)

০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৯

নেক্সাস বলেছেন: প্রথম স্তবক পড়ে আমি কাইত। দারুন লিখেছেন ভাই

০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে কৃতজ্ঞতা ।এটি আদৌ কবিতা হয়েছে কিনা আমি জানি না । ওভাবে বলবেন না নেক্সাস ভাই । এটি হৃদয়মালতী কাব্যগ্রন্থের কোন কবিতা নয় ।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:০৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনি অনেক ভাল লিখেন ।

১৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:১০

শতদ্রু একটি নদী... বলেছেন: বেশ ভালো একটা কবিতা। আপনার অনেক কবিতা অসম্পূর্ন কিংবা খাপছাড়া লাগে। এটাকে সম্পূর্ন এবং অনেক গোছানো মনে হলো।

ভালোলাগা রইলো।:)

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা শতদ্রু একটি নদী ।

২০| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: (কোণে)যাদুতে তব প্রেরণা সব
অশ্ববেগে ছোটে;
মরতে হলে মরবো না হয়
তোমার হরিণ চোখে।"
সেলিম ভাই, একটু ছন্দ পতন হয়ে গেলো । ছোটে এর সাথে চোখে এর অন্তঃমিল যথোপযুক্ত মনে হলো না!

মোটের ওপর কবিতা ভালো লেগেছে ।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ছোটের সঙ্গে ঠোটের মিল হয় । ওভাবে লিখেছিলাম । পরে পরিবর্তন করে দিয়েছি ।


কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২১| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:৩২

দীপংকর চন্দ বলেছেন: আবেগের অকৃত্রিম প্রকাশে ভালো লাগা অনেক।

অনিঃশেষ শুভকামনা ভাই।

মরতে হলে মরবো না হয়
তোমার হরিণ চোখে।


মন ছোঁয়া!!

ভালো থাকবেন। অনেক। সবসময়।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ দীপংকর চন্দ । ওখানে একটু ছন্দ ভেঙে দিয়েছি ।

শুভকামনা নিরন্তর ।

২২| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

সুমন কর বলেছেন: মিষ্টি কবিতায় ভালো লাগা রইলো।

প্রথম বইয়ের জন্য অগ্রীম শুভেচ্ছা.... !:#P

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২৩| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৮

রুদ্র জাহেদ বলেছেন: দারুন কাব্য+

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২৪| ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭

প্রামানিক বলেছেন: একটি নদী একটি সাগর
যতই হোক বিচ্যুতি ;
নদী ছুটে সাগর পানে
সেটাই তো নিয়তি।

দারুণ কবিতার কথামালা। ধন্যবাদ

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২৫| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি আদ্যোপান্ত ভালো লেগেছে।
প্রজাপতির মত বেড়াই উড়ে
তুমি কোন কাননের ফুল?
- রঙিন ফুলের উপর বর্ণিল প্রজাপতি এসে বসুক, এই দুই এ মিলে জীবনের ক্যানভাস বর্ণালী হয়ে উঠুক।

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২৬| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

অভ্রনীল হৃদয় বলেছেন: বেশ ভালো লেগেছে!

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.