নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ব্যস্ততার খোঁপায় তব আয়েসের গোলাপ গুঁজে দিও

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪২

কিসের ব্যস্ততা শুনি?
আমিতো অবসরের বিলাসিতায় আকাশের তারা গুনি!

কাজে চাপে নুয়ে পরো না প্রিয়!
সুযোগ বুঝে ব্যস্ততার খোঁপায় তব আয়েসের গোলাপ গুঁজে দিও ।
গোলাপের ঘ্রাণে ভরে ওঠুক মন ।
শীতের সকালে শিশিরের পরশে সবুজ ঘাস যেমন।

কিসের ব্যস্ততা শুনি!!
আয়েসের আলোয় আলোকিত কর তব সোনার দেহখানি ।
আর মনকে প্রবোধ দাও
ব্যস্ত জীবনে মনের গহীনে ফুসরৎ খুঁজে নাও ।

বুকের গহীনে কষ্ট করো না লালন
কষ্টে কেষ্ট মিললেও অযথা কষ্ট বারণ ।

একটি গোলাপ দিলাম তোমার কোমল হাতে
আর একটি গোলাপ বিলাসিতার অভিমুখে ।

একটি না হয় ছুঁড়ে দেবো ঐ আকাশের নীলে
ব্যস্ততা থাক ক্ষণিকের অবসরে ভালবাসার ছলে ।

মন্তব্য ৩৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৬

শামছুল ইসলাম বলেছেন: আসলেই তো, কিসের ব্যস্ততা !!!!!

//কিসের ব্যস্ততা শুনি!!
আয়েসের আলোয় আলোকিত কর তব সোনার দেহখানি ।
আর মনকে প্রবোধ দাও
ব্যস্ত জীবনে মনের গহীনে ফুসরৎ খুঁজে নাও ।//


অতি চমৎকার।

ভাল থাকুন। সবসময়।

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৯

সেলিম আনোয়ার বলেছেন: প্রথম কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা আর কৃতজ্ঞতা ।

২| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪১

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা সেলিম আনোয়ার ভাই।
চমৎকার লিখেছেন। ভালো লেগেছে।

ভালো থাকবেন। শুভকামনা।

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ। আর শুভকামনা নিরন্তর ।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

শতদ্রু একটি নদী... বলেছেন: কবিতাটা ভালো। প্রথম লাইনটা পাঞ্চলাইনের মত যা একটা কবিতার জন্য প্লাসপয়েন্ট হয় জায়গামত ব্যবহার করতে পারলে। তবে ভাষায় একই সাথে আধুনিক আবার একটূ পুরোনো ঘরানার মিশ্রন দেখা যাচ্ছিলো। যেকোন একটা ধারা ফলো করা উচিত।

মিলিলেও শব্দটা যাচ্ছে না। গুলাপ কি গোলাপ? গোলাপ হলে গোলাপই লিখেন, গুলাপ আঞ্চলিকের মত লাগে।

শুভকামনা রইলো। :)

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: মিলিলেও লিখে আরাম পেলাম ।লেখার সময় একটু ভেবেছি । গোলাপ হলো । একটু আধুনিক একটু পুরানো সুন্দর ।

৪| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৯

কিরমানী লিটন বলেছেন: কাজে চাপে নুয়ে পরো না প্রিয়!
সুযোগ বুঝে ব্যস্ততার খোঁপায় তব আয়েসের গোলাপ গুঁজে দিও ।
গোলাপের ঘ্রাণে ভরে ওঠুক মন ।
শীতের সকালে শিশিরের পরশে সবুজ ঘাস যেমন। -নান্দনিক++

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৫| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: ব্যস্ততাকে প্রাণদানের প্রয়াস । সুন্দর কবিতা । ভাল লেগেছে ।

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৬| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০২

সুমন কর বলেছেন: কবি, এবার মোটামুটি.... ;)

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ। আর শুভকামনা।

৭| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৭

আজাদ মোল্লা বলেছেন:
একটি না হয় ছুঁড়ে দেবো ঐ আকাশের নীলে
ব্যস্ততা থাক ক্ষণিকের অবসরে ভালবাসার ছলে ।
এ দু লাইন চমৎকার হয়েছে ।

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৮| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৭

মৃদুল শ্রাবন বলেছেন: হুম এটাই বুঝি ব্যস্ততা থেকে ক্ষনিক মুক্তমুড লাভের উপায়।

ভাললাগা জানবেন সেলিম ভাই।

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৯| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:০৯

ফেরদৌসা রুহী বলেছেন: ব্যস্ততাকে আমাদের মাঝে মধ্যেই ছুটি দেওয়া উচিত।

কবিতায় ভালোলাগা।

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১০| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:


সেলিম ভাই আপনার কবিতা সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। আপনি ট্রিমেন্ডাস কবিতা লেখেন।

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১১| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২০

আলোরিকা বলেছেন: ' একটি না হয় ছুঁড়ে দেবো ঐ আকাশের নীলে
ব্যস্ততা থাক ক্ষণিকের অবসরে ভালবাসার ছলে । ' - অনেক সুন্দর ভাইয়া !

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১২| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫৭

উল্টা দূরবীন বলেছেন: অনেক অনেক ভালোলেগেছে। সুন্দর কবিতা।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ওয়াও.. .কী আবেগ... কী ছন্দ... আর কী ভাব!!!!

সেরা কবিতা এটি!

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
সেরা কবিতা । হা হা হা ।।আড্ডাপ্রিয় মইনুল ভাই

ব্যস্ততার খোঁপায় তব আয়েসের গোলাপ গুঁজে দিও :)

১৪| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩২

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,




ব্যস্ততার খোঁপায় তব আয়েসের গোলাপ গুঁজে দিও
মোলায়েম একটি শিরোনাম ।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১০

সেলিম আনোয়ার বলেছেন: শিরোনাম ভাল লেগেছে জেনে ভাল লাগলো ।

১৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৭

রুদ্র জাহেদ বলেছেন: কাজে চাপে নুয়ে পরো না প্রিয়!
সুযোগ বুঝে ব্যস্ততার খোঁপায় তব আয়েসের
গোলাপ গুঁজে দিও ।

কয়েকবার পাঠ করলাম।খুব ভালো লাগল+

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ
নিরন্তর শুভকামনা ।

১৬| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২১

তামান্না তাবাসসুম বলেছেন: বাহ্!

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৭| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৫৮

বাংলার ফেসবুক বলেছেন: একটি গোলাপ দিলাম তোমার কোমল হাতে
আর একটি গোলাপ বিলাসিতার অভিমুখে । সদরে আপনার গোলাপ গ্রহণ করলাম। আপনি খুশি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.