নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

শীতের আমেজে

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৯

শীতের আমেজে শিশিরের এখন নিত্য আনাগুনা
নেই ঝাঝালো রোদ আর বৃষ্টির নূপুরের দ্যুতনা ।
এমন মধুর লগন
কেমন আছো এখন?

করছো কিসব শুনি?

মনের ভিতরে অষ্ট প্রহরে বসিয়েছো কি মেলা
বনের ভিতরে জোছনা যেমন চাঁদের হাসির খেলা ।
কোন ভাবনায় রাতের আঁধার করছো নিত্য পার
যেমন করে পরাণ মাঝি বৈঠা হাতে বুড়িগঙ্গার ধার।
সময়ের ডানায় চলছে উড়ে জীবন পাখিটা
ষড় ঋতুর চক্র বদলে বদলে গেছে কি তা !

কেমন করে হাসছো আবার কাঁদছো কেমন করে
মাথার চুলে বেনী তুলে . আজো কি আছো কারো অপেক্ষায়;
হৃদয় খানি কোথায় জানি কোন সূর্য ওঠা ভোরে
নাকি সকল স্মৃতির কঠোর নিয়তি আজ কালের পরিক্রমায় ।

শীতের আমেজে দারুন সাজে ফুটেছে গোলাপ ফুল
মনের বনে ফুটলো কি তব ভালবাসার মুকুল!
হৃদয় তব ভিজেছে কি প্রিয়া যেমন শিশির ভেজা ঘাস
শীতের গীতে তব হৃদয় পটে হয়ে যাক সর্বনাশ ।

মন্তব্য ৩৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বেশ কিছুদিন পর এমন কবিতা পড়লাম। ধন্যবাদ সেলিম ভাই, সুন্দর কবিতাটি উপহার দেয়ার জন্য।

কেমন করে হাসছো আবার কাঁদছো কেমন করে +++ সাথে প্রথম ভালোলাগা।

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১২

প্রামানিক বলেছেন: শীতের আমেজে দারুন সাজে ফুটেছে গোলাপ ফুল
মনের বনে ফুটলো কি তব ভালবাসার মুকুল!
হৃদয় তব ভিজেছে কি প্রিয়া যেমন শিশির ভেজা ঘাস
শীতের গীতে তব হৃদয় পটে হয়ে যাক সর্বনাশ ।


শীতের আমেজের সুন্দর কবিতা। ধন্যবাদ

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১১

গুলশান কিবরীয়া বলেছেন: সুন্দর কবিতা শীতকে নিয়ে । কেমন আছেন কবি ?

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৩৪

শুভ্র বিকেল বলেছেন: চমৎকার কথামালায় সাজানো। শুভকামনা।

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ‍নিরন্তর শুভকামনা ।

৫| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


শীত নিয়ে শীত কবিতায় ভাল লাগা রইলো সেলিম ভাই।

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৬| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০১

অগ্নি সারথি বলেছেন: শীত কবিতা চমৎকার হয়েছে কবি। শুভ কামনা।

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

কামরুন নাহার বীথি বলেছেন: কেমন করে হাসছো আবার কাঁদছো কেমন করে
মাথার চুলে বেনী তুলে . আজো কি আছো কারো অপেক্ষায়;
হৃদয় খানি কোথায় জানি কোন সূর্য ওঠা ভোরে
নাকি সকল স্মৃতির কঠোর নিয়তি আজ কালের পরিক্রমায় ।
---

শীতের আমেজে যাকে খুঁজছেন, তার জন্য অজস্র শুভেচ্ছা!!!!

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।





















৮| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

ইমরাজ কবির মুন বলেছেন:
পুরাই সব্বোনাশ ||

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টেও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হয়ে যাক না সর্বনাশ ;)

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সহমত । :)

১০| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬

গেম চেঞ্জার বলেছেন: শীতের আমেজের কাব্যে +

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১১| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫১

সুলতানা রহমান বলেছেন: তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ ……লাইনটা মনে পড়লো।
খুব ভাল লেগেছে।

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: হা এই সর্বনাশ সেই সর্বনাশ ইনডিকেট করে । ;)

১২| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

দেবজ্যোতিকাজল বলেছেন: X(( ……¶¶¶¶¶ ভাল হয়েছে :-&

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

অপর্ণা মম্ময় বলেছেন: দোত্যনা হবে।

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৫

সেলিম আনোয়ার বলেছেন: দোত্যনা হবে ?? নাকি দ্যোতনা ??? আপু ক্লিয়ার করেন । ;)

১৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৭

কিরমানী লিটন বলেছেন: কবিতায় মুগ্ধতা নন্দন সুরে
বিষাদের অনুবাদ অতলটা জুড়ে,
এই নাও প্রনতি,এই তব বর
কবিতায় খুঁজবো-তোমার এ স্বর...
অভিবাদন প্রিয় সেলিম আনোয়ার ভাই-নান্দনিক ভালোলাগার কবিতায়... !!!

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ কিরমানী লিটন । ভাল থাকবেন সবসময় ।

১৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৪৯

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩৭

ফেরদৌসা রুহী বলেছেন: শীতের আমেজে দারুন সাজে ফুটেছে গোলাপ ফুল
মনের বনে ফুটলো কি তব ভালবাসার মুকুল!
হৃদয় তব ভিজেছে কি প্রিয়া যেমন শিশির ভেজা ঘাস
শীতের গীতে তব হৃদয় পটে হয়ে যাক সর্বনাশ ।


এই শীতে তবে হয়েই যাক সর্বনাশ

২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৯

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় দারুণ শীতের আমেজ পেলাম । ভাল লেগেছে ।

২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

সেলিম আনোয়ার বলেছেন: ভাল শীত পড়েছে । কবিতা তাই শীতাক্রান্ত ।

কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১৮| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ভালো লাগলো ভাই।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.