নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আজ ঝড় উঠুক রুপোলী রাতের বনে

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩০



আজ পূর্ণিমা রাত
হিমেল হওয়া বইছে ।
এলোমেলো চুলে অবচেতন সময় আবোল তাবোল কইছে।
এমন রাতে কার সাথে!
কেমন করে কার হাতে রেখেছো রূপোর হাত
অবয়বে মেখেছো সোনালী আভা
দু'চোখে কারুকাজ । নীল চোখে সপ্নের মত সব রঙ
বুকে কাঁঠালচাপা ঠোঁটে হেয়ালী ঢং।
কথার যাদুতে কোন অজুহাতে কাজ রেখেছো তুলে ;
অবসরের বিলাসিতা বুকে মেখে কল্পনার সমুদ্রে নেয়ে
আকাশপানে চেয়ে বিস্ময়ে পেয়েছো কি ধ্রুবতারা !
যার অবস্থানের পরিবর্তন নেই
যার উপস্থিতি পথ দেখায় সমুদ্রে দিকসন্ধানী নাবিকের ।
রুপোলী জোছনা আজ হয়েছে দিশেহারা
পরিচ্ছন্ন আকাশ .
তাই চাঁদের সুস্পষ্ট অহংকার । রুপের দেমাগে ভুলে গেছে আঁধারের বিভীষিকা।
ঠিক তেমনি আবোল তাবোল সময়ে ঝড় ওঠেছে মনে
প্রিয়তমা আজ কোন বনে কার সনে কেমনে করছে বিচরণ।
এ যে আগুন ঝরা রাত। মেঘেরা মরে গেছে মরে গেছে আঁধারপাত।
আজরাতে নিদারুন প্রখরতায় জেগে আছে চাঁদ । মুখে তার দিকবিজয়ী হাসি ।
একটি স্বপ্নই বারবার ফিরে আসে মনে
আজ উঠুক ঝড় রুপোলী রাতের বনে... ।

মন্তব্য ২৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪২

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় একটা বিসন্নভাব ফুটে উঠেছে । ভাল লেগেছে ।

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রুপোলী জোছনা আজ হয়েছে দিশেহারা আর আজ ঝড় উঠুক রুপোলী রাতের বনে... ।
এই দুটি লাইন আমার কাছে অসাধারণ মনে হয়েছে সেলিম ভাই ।

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৪

সুলতানা রহমান বলেছেন: পড়তে পড়তে ভাবছিলাম পূর্নিমা নাকি। রুমের বাতি নিভিয়ে বাইরে তাকিয়ে দেখি আলোর বন্যায় সব ভেসে যাচ্ছে।
আমি ও বলি, ঝড় উঠুক না রুপোলি রাতের বনে।

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সেরাত ছিল পূর্নিমা রাত ।পূর্নিমা রাতে অবাক জোস্নাপাত ।

৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৩

কিরমানী লিটন বলেছেন: আজরাতে নিদারুন প্রখরতায় জেগে আছে চাঁদ । মুখে তার দিকবিজয়ী হাসি ।
একটি স্বপ্নই বারবার ফিরে আসে মনে
আজ ঝড় উঠুক রুপোলী রাতের বনে... । - গভীর বোধের কবিতা-অসাধারন++

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ কিরমানী লিটন ভাল থাকবেন সবসময় সেই শুভকামনা ।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৫৫

বাংলার ফেসবুক বলেছেন: রুপোলী জোছনা আজ হয়েছে দিশেহারা
পরিচ্ছন্ন আকাশ যেখানে মেঘের লেশমাত্র নেই
তাই চাঁদের সুস্পষ্ট অহংকার । দারুণ হইছে ভাই। নাইচ নাইচ

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ বাংলার ফেসবুক । ভাল থাকবেন ।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪

আরজু পনি বলেছেন:

কালারে কইওগো মনা সে যেনো আমার
কুঞ্জে আসে না...
সে যে কার কুঞ্জেতে পোহায় নিশি
আমায় করেগো বঞ্চনা...
....কবিতা পড়ে যা মনে হলো 8-|

কষ্ট, অভিমান, রাগ এসব থেকে দারুণ সৃষ্টিকে দারুণভাবে এপ্রিশিয়েট করা হয় যুগ যুগ ধরে...
তাই সাহিত্যকরা, কবিরা দুঃখ নিয়েই থাকুক
আমরা দারুণ কিছু কবিতা, সাহিত্য পাই ।

২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

সোহানী বলেছেন: প্রিয়তমা আজ কোন বনে কার সনে কেমনে করছে বিচরণ!!!!!!!!


হায় আল্লাহ্ এ কেমন প্রিয়তমা !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


কবিতায় +++ না দিলে কবি নিশ্চয় মাইন্ড করবে .....

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: পরিচ্ছন্ন আকাশ .
তাই চাঁদের সুস্পষ্ট অহংকার । রুপের দেমাগে ভুলে গেছে আঁধারের বিভীষিকা।


কথা কিন্তু সইত্য ;)

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কথা সইত্য ।

৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫০

কামরুন নাহার বীথি বলেছেন:

এ যে আগুন ঝরা রাত। মেঘেরা মরে গেছে মরে গেছে আঁধারপাত।
আজরাতে নিদারুন প্রখরতায় জেগে আছে চাঁদ । মুখে তার দিকবিজয়ী হাসি ।
একটি স্বপ্নই বারবার ফিরে আসে মনে
আজ উঠুক ঝড় রুপোলী রাতের বনে... ।
-----

পূর্ণিমা রাতের অনন্যসাধারণ বর্ণনা!!!!!!!

১০| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:


সোহানী আপা বলেছেন কবিতায় প্লাস না দিলে কবি মাইন্ড করবেন। তাই ভয়েই পিলাচ বাটনে চাপ দিয়া ফেলাইছি।

কবিতা বরাবরের মতোই দারুণ।

১১| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০২

রুদ্র জাহেদ বলেছেন: বরাবরের মতোই দারুণ কবিতা।কয়েকবার পড়লাম,আরো পড়ব।নান্দনিক সুন্দর+

১২| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৫৫

উল্টা দূরবীন বলেছেন: দারুন

১৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

অগ্নি সারথি বলেছেন: লেখাটায় কেন জানি একটা তাড়া খাওয়া ভাবের উপস্থিত টের পেলাম। আমার ভূল হলে হতেও পারে। জানাবেন কবি।

১৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,




আপনার কবিতার হাতেও ইদানীং বেশ ঝড় উঠছে । ক্রমে ক্রমে প্রগাঢ় হচ্ছে সে ঝড় -----
আজ পূর্ণিমা রাত
হিমেল হওয়া বইছে ।
এলোমেলো চুলে অবচেতন সময় আবোল তাবোল কইছে।

১৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬

মাহবুবুল আজাদ বলেছেন: একটি স্বপ্নই বারবার ফিরে আসে মনে
আজ উঠুক ঝড় রুপোলী রাতের বনে


খুবই খুবই সুন্দর একটা কথা।

১৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

দেবজ্যোতিকাজল বলেছেন: প্রথমে বলি হুমায়ন ফরিদি আমার খুব প্রিয় ।।তবে তিনি বোধহয় আর নাটক করেন না ,বহুদিন হল দেখি না ।
এবার লেখায় আসা যাক , মন ছুঁয়ে গেল ।:):)

১৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৫

শামছুল ইসলাম বলেছেন: //আজ পূর্ণিমা রাত
হিমেল হওয়া বইছে ।
এলোমেলো চুলে অবচেতন সময় আবোল তাবোল কইছে।//
--- পূর্ণিমার রাতের সেই আবোল তাবোল থেকেই বেরিয়ে এসেছে অসাধারণ একটা কবিতা।

ভাল থাকুন। সবসময়।

১৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩২

কাবিল বলেছেন: অনেক ভাল লাগলো ভাই।

১৯| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার!

২০| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

সুপান্থ সুরাহী বলেছেন: অসাম!
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.