নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
অপরূপ ধরণীতে
---কেউ আসে কেউ যায়
পৃথিবী এক খেলাঘর — মানবের আসা যাওয়ায়।
একবুক ক্রন্দন নিয়ে পৃথিবীর পরীক্ষালয়ে
মানবের জন্ম, মৃত্যু আর বিয়ে।
দিন যায় রাত যায়
বয়স বাড়ে— আয়ু ফুরায়।
হামাগুড়ি হাঁটিহাঁটি পাপা করে
যৌবনের মৌবন এলে মন
যেখান খুশি সেখান যা ।
মানুষ কী কভু ভাবে কোথা' তার গন্তব্য?
আছে কি জানা তার সঠিক কোন মন্তব্য ?
কোন পথে গেলে সে সুনিশ্চিত পাবে তা?
দু'চোখ ভরে স্বপ্ন তার তাই কত শত পরিশ্রম
সঠিক পথে না চললে হয়ে যাবে মস্তভ্রম ।
মানুষ কেবলই ছুটে চলে সাফল্যের সন্ধানে
সফল সে হবে কি না তার খবর কে জানে?
তবু একটা গন্তব্যে যেতে তার হয়না ভুল
জন্মালে সে মরবেই কথাটি মিথ্যে নয় —একচুল ।
তবু কেন মানুষে মানুষে অনর্থক হানাহানি?
বাড়ী গাড়ি করতে সততার কুলখানি!
মানুষ যদি দেয় মন সর্বক্ষণ—মানবসেবাতে
তবেই তার স্বার্থক জনম সংসার জগতে।
অমরত্ব লাভেরও একটাই আছে পথ
সৎকর্মে মন দাও— নফসকে করে বধ ।
জানার পরেও একই প্রশ্ন অকারণে
আসে মনে ক্ষণে ক্ষণে—
কোথা থেকে এসেছি ভবে আর কোথা যাবো মরণে ?
২৫ শে মে, ২০১৬ ভোর ৪:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
২| ২৫ শে মে, ২০১৬ ভোর ৬:৩৩
কল্লোল পথিক বলেছেন:
বাহ!সুন্দর কবিতা।
কবিতায়++++++
২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৩| ২৫ শে মে, ২০১৬ সকাল ৭:২৮
ইসমাইলহোসেন০০৭ বলেছেন: ভাল লিখেছেন। ++++
মানুষের লাবণ্য কমে যায়। চেহারায় বয়সের ছাপ পড়ে। আরো কত কিছু। তবু মানুষ ছুটছে...............
২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:২৭
সেলিম আনোয়ার বলেছেন: ইসমাইলহোসেন০০৭ বলেছেন: ভাল লিখেছেন। ++++
মানুষের লাবণ্য কমে যায়। চেহারায় বয়সের ছাপ পড়ে। আরো কত কিছু। তবু মানুষ ছুটছে............... সুন্দর কমেন্টে ধন্যবাদ । আর শুভকামনা থাকলো ।
৪| ২৫ শে মে, ২০১৬ সকাল ৯:১২
শামছুল ইসলাম বলেছেন: সুন্দর কবিতা।
খুব চমৎকার লেগেছে কথাটা, সততার কুলখানিঃ
//একটা গন্তব্যে যেতে তার হয়না ভুল
জন্মালে সে মরবেই কথাটি মিথ্যে নয় —একচুল ।
তবু কেন মানুষে মানুষে অনর্থক হানাহানি?
বাড়ী গাড়ি করতে সততার কুলখানি!//
ভাল থাকুন। সবসময়।
২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:৩২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৫| ২৫ শে মে, ২০১৬ সকাল ১১:৪৪
সুমন কর বলেছেন: মানুষ যদি দেয় মন সর্বক্ষণ মানবসেবাতে
তবেই তার স্বার্থক জনম সংসার জগতে।
অমরত্ব লাভেরও একটাই আছে পথ
সৎকর্মে মন দিয়ে নফসকে কর বধ ।
+।
২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৬| ২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৩৫
অদৃশ্য বলেছেন:
ভালো লাগলো...
শুভকামনা...
২৬ শে মে, ২০১৬ রাত ১২:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাললাগায় ধন্যবাদ ।
৭| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:৪৬
অপ্সরা বলেছেন: হ্যাপী বার্থডে সেলিম ভাইয়ু!
২৬ শে মে, ২০১৬ রাত ১২:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ অপসরা। আর শুভকামনা ।
২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ জন্মদিনে
উইশ করার জন্য ।
৮| ২৫ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন:
মানুষ যদি দেয় মন সর্বক্ষণ মানবসেবাতে
তবেই তার স্বার্থক জনম সংসার জগতে।
অমরত্ব লাভেরও একটাই আছে পথ
সৎকর্মে মন দিয়ে নফসকে কর বধ
মানব সেবা আর নফস নিয়ন্ত্রন। সেরা দুটো পথেরই ইশারা দিলেন! কেউ যদি মেনে চলে জীবন আসলেই সার্থক।
+++++
২৬ শে মে, ২০১৬ রাত ১২:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৯| ২৫ শে মে, ২০১৬ রাত ৮:২৩
প্রামানিক বলেছেন: একবুক ক্রন্দন নিয়ে পৃথিবীর পরীক্ষালয়ে
মানবের জন্ম,মৃত্যু আর বিয়ে।
দিন যায় রাত যায়
বয়স বাড়ে আয়ু ফুরায়।
খুব ভালো লাগল কবিতা। ধন্যবাদ
২৬ শে মে, ২০১৬ রাত ১২:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১০| ২৬ শে মে, ২০১৬ রাত ১২:৩২
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লিখেছেন ।
ভাল লাগলো, ধন্যবাদ
২৬ শে মে, ২০১৬ রাত ১২:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১১| ২৬ শে মে, ২০১৬ রাত ১২:৩৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রশ্নগুলো কঠিন!
২৬ শে মে, ২০১৬ রাত ১২:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ । প্রশ্নগুলো কঠিন ।তবে চিন্তা ভাবনা করার মত ।
১২| ২৬ শে মে, ২০১৬ রাত ৩:০১
ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ কবিতা। মন ছুঁয়ে গেল!
২৮ শে মে, ২০১৬ বিকাল ৩:২২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৩| ২৬ শে মে, ২০১৬ রাত ১১:৩২
অরুদ্ধ সকাল বলেছেন: বেশ বেশ ভালো লিখিয়াছেন
২৮ শে মে, ২০১৬ বিকাল ৩:২২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৪| ২৭ শে মে, ২০১৬ রাত ১:২৬
জেন রসি বলেছেন: কবিতায় দার্শনিক সমাধান এবং প্রশ্নের সহাবস্থান দেখতে পাচ্ছি। আছেন কেমন?
২৮ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
সেলিম আনোয়ার বলেছেন: জেন রসি বলেছেন: কবিতায় দার্শনিক সমাধান এবং প্রশ্নের সহাবস্থান দেখতে পাচ্ছি
তাইতো কবিতার নাম অমন ।
১৫| ২৮ শে মে, ২০১৬ দুপুর ২:৪৮
দেবজ্যোতিকাজল বলেছেন: মানুষ পৃথিবীতে আসে বিচিত্র অভিজ্ঞতা নিতে
২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা ।
১৬| ২৮ শে মে, ২০১৬ রাত ১১:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: আসলে পৃথিবী এক আজব রঙ্গশালা । খুজে ফিরলেই রহস্যর গন্ধ পাওয়া যায় ।।
২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট পরিবেশ বন্ধু!!! আপনাকে এখন আর দেখা যায় না ।
©somewhere in net ltd.
১| ২৫ শে মে, ২০১৬ রাত ২:১১
কবি হাফেজ আহমেদ বলেছেন: মানুষ কী কভু ভাবে কোথা' তার গন্তব্য?
আছে কি জানা তার সঠিক জবাব মন্তব্য ?
কোন পথে গেলে সে সুনিশ্চিত পাবে তা?
চমৎকার, অসাধারন লেখনি। ভালো লাগা জানিয়ে দিলাম। এগিয়ে যান কবি হে। শুভাশিস রইল।