নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কৃচ্ছ্রতারজনীকান্ত

০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

কৃচ্ছ্রতারজনীকান্ত উঠবে আজ
রুপো নয় সোনা নয় যদিও তাতে নেই কোন কারুকাজ।
একফালি চাঁদ সুতোর মতো যে
উঠলে পরে লাগবে বেড়ি ইবলিশের পায়ে ।
নফল আমল ফরযের বরাবর
তার আগমনে আরও আছে সুখবর
এতে আছে রহমত মাগফেরাত আর নাজাত;
তাতে অর্জিত হবে সুখের জান্নাত।
প্রতি আমলে সত্তর গুণ প্রতি দানেও তাই
এমন শশীর আগমনে না খেয়ে থাকা সংযমে
বিশ্বাসী সব বান্দাগণে কোন আফসোস নাই ।
এই একটি মাসে করলে আমল স্বর্গলাভে হতে পারে সফল
সন্দেহ তো নাই।এমন পূণ্য আদর মাখা
চন্দ্রখানি কেমন স্বপ্ন মাখা উৎসুক নয়নে তাই।
সবাকে শোধাই যে চাঁদ এই মহিমান্বিত রমযান ডেকে আনে
আর অভিবাদন জানায় শবেক্বদর সহস্রমাসের চেয়ে শ্রেষ্ঠত্ব যার
কেন তাকে ঘিরে গড়ে ওঠেনা উছলে পড়া ভীড়
কেন হয়না উৎসব পার্বন কেন হয়না মানুষ অধীর
যদিও নেই কোন কারুকাজ সে যে পরশপাথর সময়ের গা ঘেষে সোনালী ডানার ।
বক্র চন্দ্রিমা সুতোর মত একফালি আশা
উঠলে আকাশে সোনালী সময় পূণ্যে পূণ্যে ঠাসা ।

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: মনোমুগ্ধকর কাব্যশৈলী। অসাধারন লেখনি। খুবই ভালো লাগলো কবি। এগিয়ে যান। ভলো থাকবেন শুভকামনা রইল।

০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২| ০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রতিউত্তরের জ্য আপনাকেও ধন্যবাদ কবি।

৩| ০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রতিউত্তরের জন্য আপনাকেও ধন্যবাদ কবি।

৪| ০৬ ই জুন, ২০১৬ রাত ৮:১৮

কথাকথিকেথিকথন বলেছেন: কাব্যিক আহ্বান চমৎকার । ভাল লেগেছে ।

০৬ ই জুন, ২০১৬ রাত ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ০৬ ই জুন, ২০১৬ রাত ১০:৫১

বিজন রয় বলেছেন: অনেক দিন পর আপনার ব্লগে আসলাম।

আপনার লেখার একটি রিদিম থাকে সবসময়।
++

০৬ ই জুন, ২০১৬ রাত ১১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে সুস্বাগতম ।কমেন্টে ধন্যবাদ।

৬| ০৭ ই জুন, ২০১৬ দুপুর ১:০৫

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কাব্য ।

৭| ০৮ ই জুন, ২০১৬ সকাল ১১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল অনেক অনেক । শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.