নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বাবা

১৯ শে জুন, ২০১৬ ভোর ৪:২২

বাবা, তুমি কি কখনো তোমার তরে কিছু কেন?
বাবা, তুমি কি কেঁদেছো কখনো ?
তুমিও কি বাবা ব্যর্থ হও কোন কাজে?
তুমিও কি ছায়া খোঁজেছো কারো কাছে?
বাবা তোমার কন্ঠে চোখে এত মায়া কেন?
তোমার শাসনে বটবৃক্ষের সুশীতল ছায়া যেন?
তুমি আকাশের চেয়ে বড়
প্রচন্ড তৃষ্ণার পানির চেয়েও প্রিয়।
তুমি অপরিহার্য অক্সিজেনের মত।
তোমার দর্শনে স্নেহমাখা শাসনে দূর করে সব ক্ষত।
তুমি যেন বাবা বেঁচে থাকো ধরে অনন্ত কাল ধরে
তুমিহীন পৃথিবী ভাবলেই কেমন প্রাণটা আনচান করে ।
বাবা তোমার স্কন্ধে আমাদের সবার অন্ন- বস্ত্র- বাসস্থান
তুমিহীন তাই এ জীবন যেন কাঙাল সমান।
বাবা তুমি শিখিয়েছো সব থেকে বেশি এই নশ্বর ভূবনে
তুমি বিহনে এই জীবনের কি আছে বল মানে?
তোমার পদতলে হয়ে যাক সব কুরবান
তোমার তরেই পৃথিবীর সব আলো শ্রদ্ধাঞ্জলী আর সম্মান।
তুমি সৃজেছো আমাদের প্রাণ আমাদের মত করে
তুমি যেন ঐ রঙিন সূর্য কাকডাকা সব ভোরে।
বাবা তুমি করে গেছ আমাদের তরে সব দান
এই দিবসে কুর্ণিশ তোমারে আর সশ্রদ্ধ সম্মান ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৬ ভোর ৬:০৩

চাঁদগাজী বলেছেন:




হৃদয় থেকে বাবাকে সন্মান দেয়া হয়েছে।

২| ১৯ শে জুন, ২০১৬ সকাল ৭:৩০

বিজন রয় বলেছেন: সকল বাবাদের শ্রদ্ধা অঅর ভালবাসা।

অনেক সুন্দর কবিতা।
+++

৩| ১৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:০০

সুমন কর বলেছেন: এই দিবসে কুর্ণিশ তোমারে আর সশ্রদ্ধ সম্মান ।

৪| ১৯ শে জুন, ২০১৬ রাত ৮:০২

আরণ্যক রাখাল বলেছেন: :)

৫| ১৯ শে জুন, ২০১৬ রাত ১০:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: বাবার প্রতি শ্রদ্ধা সব সময়ে ।

৬| ১৯ শে জুন, ২০১৬ রাত ১০:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

পিতার প্রতি............. আবেগাতুর কাব্যাঞ্জলি!

সম্প্রসারিত জীবন নিয়ে কবি কেমন আছেন...

২৫ শে জুন, ২০১৬ রাত ১:০১

সেলিম আনোয়ার বলেছেন: আপনি কেমন আছেন? আমি বেশ আছি ্

৭| ২০ শে জুন, ২০১৬ রাত ১০:৫৪

শুভ্র বিকেল বলেছেন: অত্যান্ত আবেগের। খুব সুন্দর। শুভকামনা প্রিয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.