নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

জঙ্গি

০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১১:৩৯

এমন ইসলাম কোথায় আছে
যে ইসলাম অতিথীদের হত্যা করতে বলে।
পবিত্র কোরআন কিংবা হাদীস শরীফ
কেউ বলেনি এমন করে মারতে হবে
শকুনী ঠোঁটে দ্বীনের প্রচার
করেনি নবি সবাই জানে।
সেবক তিনি বিশ্ব মানবতার
সয়ে গেছেন সকল অনাচার
সত্য দ্বীনের দাওয়াত দিয়ে
সয়েছেন কত লাঞ্ছনা অত্যাচার ।
আখেরাতে সফল হতে মরিয়া যারা
তাদের কাজ নয় মানুষ মারা ।

কালেমা নামায রোযা হজ্জ্ব যাকাত
আকড়ে ধরে ফরয সুন্নাত
তবেই পাবে মুমিন সুখের জান্নাত ।

আমল আক্বিদা বাদ দিয়ে
মানব হত্যার বদামল নিয়ে
লাভ হবে না এক তিল পরিমান
শয়তানের প্রলোভনে জঙ্গি সেজে
জান্নাতের অন্বেষণে লাভ নেই কোন
ইসলামের ক্ষতি তাতে
সন্দেহ এতে নেই কোন ।

জঙ্গি সেজে মানুষ মেরে
যারা দেশের ইমেজ নষ্ট করে
দ্বীন ইসলামের বন্ধু তারা নয়
বিশ্ব মানবতার শত্রু
তারা যে চরম পথভ্রষ্ট
তাদের জন্য কেবলই ঘৃণা।

সেই প্রকৃত মুসলমান
দেশের সেবায় দশের সেবায়
উৎসর্গ যে করেছে প্রাণ
মহান স্রষ্টার আরাধনায়
যার দিন কেটে যায় রাত কেটে যায়
ভন্ড পীর আর জঙ্গি সেজে
আখেরাতে নেই ফায়দা কোন ।
মানব হত্যার চেয়ে খারাপ কাজ
নেই কোন ভাই মুসলমান শোন ।
--------------------------
জঙ্গিদের ঘৃণা করুন ।তারা ইসলামের শত্রু । দেশের শত্রু ।ইসলামে তাদের স্থান নেই ।


মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১১:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: জঙ্গি সেজে মানুষ মেরে
যারা দেশের ইমেজ নষ্ট করে
দ্বীন ইসলামের বন্ধু তারা নয়
বিশ্ব মানবতার শত্রু
তারা যে চরম পথভ্রষ্ট
তাদের জন্য কেবলই ঘৃণা।

২| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১১:৫৪

Ahsan mir বলেছেন: জঙ্গী শুধু দেশের নয় ইসলামের ও শত্রু
ঘৃণা করি তাদের চরম ঘৃণা

৩| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১২:২২

কিরমানী লিটন বলেছেন: আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে...

৪| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: জঙ্গিবাদ ইসলাম প্রতিষ্ঠা নয় ধ্বংস করে । জঙ্গিবাদ ও জঙ্গি ইসলামের শত্রু । দেশের শত্রু ।

৫| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:৪৬

আলম দীপ্র বলেছেন: :(

৬| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ২:৫০

ইফতেখার ভূইয়া বলেছেন: বেশ ভালো লিখেছেন। সাধুবাদ জানাই। আমি, আপনি, আমরা সবাই সচেতন হলে আর এমনটি ঘটবেনা বলেই আমার দৃঢ় বিশ্বাস। বাংলার সবুজ মাটি যেন আর রক্তাক্ত না হয় একদল হায়নার কারনে। বাংলাদেশ দীর্ঘজীবি হোক। শান্তির সুবাতাস বয়ে যাক বাংলার প্রতিটি ঘরে। ভাতৃত্ববোধ আর পারস্পারিক ভালোবাসায় জেগে উঠুক আমার বাংলাদেশ।

৭| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ৩:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সবাই মিলে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে । একজন বিদেশী নাগরিক এদেশে এসে নিরাপত্তাহীনতায় ভূগবে ব্যাপারটি লজ্জাজনক । আমেদের আতিথেয়তা ইতিহাসের প্রসিদ্ধ । এটা এদেশের মানুষের বৈশিস্ট্য ।

৮| ০৫ ই জুলাই, ২০১৬ সকাল ৭:০২

কালনী নদী বলেছেন: এগুলা ধনীর সন্তানেরা বোঝেই না, বোঝবে কেমনে তারা বই-ই পড়ে না।

৯| ০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: আমরা আমাদের সন্তানরা ধর্ম সম্পর্কে কিছুই জানেনা । ধর্মীয় শিক্ষার বড্ড অভাব । আর সেই সুযোগ নিয়ে বিপথগামী করা হচ্ছে টগবগে তরুনদের । জোশের বশে তার হুশ হারিয়ে ফেলছে ।নিজের ক্ষতি করছে ।সমাজ আর দেশের ক্ষতি করছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.