নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তুমি কি করোনি ভুল হায় কোনদিন?
মানবতা পরাজিত তোমার কারনে;
রাধা সেজে বসে একাকী রাত্রি যাপনে
নেই তবে কষ্ট - এভাবেই প্রতিদিন।
কত ছলনা জানো গন্তব্য হীন তরি!
জানো না ভাল বাসতে, পারোনা গড়তে
নীড় বাবুই পাখির মতো ,কোন আবর্তে
তোমার পদচারণা অর্থহীন ঘড়ি ?
এখন আর নেই সহজ সমাধান!
বাঁধার পাহাড় জয় করে যদি আসে
কেউ- সেও বিব্রতকর কড়ালগ্রাসে
ললাটে তবে লিখা বিরহ সুধা পান।
যদি এক সাধারণ কেহ হতে পারো
মোর জীবনে . আবাসন গড়তে পারো।
দহগ্রাম থেকে ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৮
ফয়সাল রকি বলেছেন: ভাল লাগলো +++
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২
সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগায় ও কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ফয়সাল রকি ।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৯
সেলিম আনোয়ার বলেছেন: আমার ঘড়ি ঝামেলা করছে ।স্লো হয়ে যায় ।ঠিক না হলে ব্যবহার করা যাবে না
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৬
নুসরাত অনি বলেছেন: ভাল লাগলো কবিতা।
++++
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও কমেন্ট এ অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনার জন্য শুভকামনা রইলো ।
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯
ডঃ এম এ আলী বলেছেন: সহজ কথামালায় অসাধারণ অনুভুতির প্রকাশ
হৃদয় ছুয়ে গেল । কবিতার কথামালায় এতই
ভাবার্থ যে তা অবলিলায় প্রিয়তে গেল ।
শুভেচ্ছা রইল ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ ।
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
চাঁদগাজী বলেছেন:
ভালোবাসা এখন আর শুধু রাজমহলের নয়, ইহ সাধারণ মানুষের জীবনের ইতিহাস
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ধন্যবাদ আপনার জন্য নিরন্তর শুভকামনা ।
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২২
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাললাগায় অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৩
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
"যদি এক সাধারণ কেহ হতে পারো " ...........হতে পারো বললেই সাধারণ হওয়া যায়না । ঐ সাধারণত্বের ভেতরেও থাকে কিছু না কিছু অসাধারণত্ব । তেমন সাধারণ কারো জন্যে কবি এভাবে আহ্বান করতেই পারেন -- "মোর জীবনে . আবাসন গড়তে পারো।"
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৯
জাহিদ অনিক বলেছেন:
দহগ্রাম থেকে লেখা কবিতায় দহন আছে।
নীড় বাবুই পাখির মতো ,কোন আবর্তে
তোমার পদচারণা অর্থহীন ঘড়ি ?
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৯
সেলিম আনোয়ার বলেছেন: দহন, দ্রোহ, প্রেম এই নিয়ে ই কবিতা সূপ্রিয় ব্লগার ।
১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সাধারণ এর মধ্যে ই অসাধারণের বাস । জটিল তা কেউ পছন্দ করে না ।
কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৭
সামিয়া বলেছেন: আপনি বেশ সুন্দর কবিতা লিখেন।।++++++
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা।
১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৯
শামছুল ইসলাম বলেছেন:
যদি এক সাধারণ কেহ হতে পারো
মোর জীবনে . আবাসন গড়তে পারো। --- সাধারণ একজনকে কোন চাচ্ছেন কবি? তাকে চিনা যায়, বুঝা যায় বলে?
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: দুজন ভালবাসার মানুষ তখন সুখি হবে যখন পারস্পরিক মিথোস্ক্রীয় সহজবোধ্য সাবলিল হবে। একে অপরকে বুঝতে পারবে খুব সহজে । ভুল বুঝাবুঝি থেকে অনেক অশান্তির সৃষ্টি হয় । ওটা যত কম হয় তত মঙ্গল জনক ।
কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬
ভ্রমরের ডানা বলেছেন:
বাহ! কবিতাটিতে চমৎকার এক আহব্বান রয়েছে... ভাল লাগলো!