নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আমি আর লিখিনা নতুন কোন কবিতা

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৩

আমি আর লিখিনা নতুন কোন কবিতা,
কেবল শব্দ বিন‍্যাসে করি পরিবর্তন।
ঋতু ভেদে যেমন পোষাকের অথবা দূর আকাশের
অবয়বে আসে নিয়ত বিবর্তন ।

তুমি হয়ে ওঠ আমার সার্বজনীন কবিতা
আমি রচনা করি
আমি পাঠ করি
আমি ঘুরে ফিরে তোমাতেই ডুবে থাকি
পানকৌড়ির মত।
হাজারো পাখির ভীড়ে
তোমাকেই খুঁজি চাতকের মতো।

তটিনীর বুকে
যেমন বালুচর উঠে জেগে
তুমি ও তেমনি উঠ জেগে।

চাইলেই পারতে হতে
শাশ্বত পাহাড়ি ঝর্ণা দখিনের বাতায়ন
অথবা পদ্মফুটা সরোজিনী।
আকাশলীনা
আর পারছিনা।
বৃষ্টি হয়ে ঝরো আমার এই বুকে।
আর কতকাল করবে বাস কেবল মানসপটে।
তটিনী হয়ে ছুটে আসো এই শূন্য জীবনটাতে ...

মন্তব্য ৪৭ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩২

মিঃ আতিক বলেছেন: @আমি আর লিখিনা নতুন কোন কবিতা,
কেবল শব্দ বিন‍্যাসে করি পরিবর্তন।

সত্যি নাকি ভাই?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: ঠিক তাই । ১ম কমেন্ট ও পাঠে অনেক কৃতজ্ঞতা জানবেন। আর নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য ।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ!! প্রিয় কবির প্রিয় কবিতা আমার প্রিয় তালিকায় গেঁথে থাকুক।
সবদিক থেকে পরিপূর্ণ করে তুলেছেন কবিতা। কবির মনের গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ।
গ্রেট ভাই।

প্রিয় কবির জন্য শুভকামনা সবসময়।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম । সুপ্রিয় ব্লগার ভাল থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৪৫

জাহিদ অনিক বলেছেন: আমি আর লিখিনা নতুন কোন কবিতা,
কেবল শব্দ বিন‍্যাসে করি পরিবর্তন।
সেই ভাল। কবিতার মত জীবনটাকেও ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পেলে ভালই হত

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন । তবে জীবন আর বাস্তবতা অনেক কঠিন । একটি ভালবাসা থাকবে । সুগভীর ভালোবাসা ।সেই ভালোবাসায় পুরো জীবন পার । শুধু সময়ের পরিক্রমায় সম্পর্কের মাঝে ভিন্ন মাত্রার অবতারণা হবে । কেবলই যাতনাময় হবে কেন হবে কেন?

কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। আর ভালো থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৫২

ডঃ এম এ আলী বলেছেন:
কবিতাটি পাঠে খুব ভাল লাগল
তবে কথা হল প্রতিটা শব্দমালাই
একটি কবিতা যে বুঝে যেমন তা ।

শুধু কথা আর ছন্দ হলেই হয়না কবিতা
যদি তাতে না থাকে হৃদয়ের গভীর হতে
উঠে আসা অনুভবের নতুন কোন বারতা ।

শুভেচ্ছা রইল ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্ট ও পাঠে অনেক কৃতজ্ঞতা

কবিতা ছন্দময় হতে পারে ছন্দহীন ও হতে পারে।

বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতা বোধ হয় ছন্দহীন ।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৪২

রাবেয়া রাহীম বলেছেন: তুমি হয়ে ওঠ আমার সার্বজনীন কবিতা
আমি রচনা করি
আমি পাঠ করি
আমি ঘুরে ফিরে তোমাতেই ডুবে থাকি
পানকৌড়ির মত।


বুকে হাহাকার জাগানিয়া লেখা ।
ভাল লাগলো অনেক

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
গান বলেন আর কবিতা বলেন হাহা কার মার্কা গুলো বেশি হিট।
তবে আমি কবিতায় আনন্দ খুঁজি ।

কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার। আপনার এ কবিতাটির নির্মাণ আগেরগুলোর চেয়ে অনেক সাবলীল। খুব ভালো লাগলো।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৫

সেলিম আনোয়ার বলেছেন: ‍রাধিকা কবিতা টি ছিল সনেট প্রচেষ্টা । নিয়ম কানুনের বেড়াজালে তার অনেক সময় দূরবুদ্ধ হয়ে ওঠ উঠে । তারপরও ছন্দ মাত্রা মিলিয়ে কবিতা লিখতে বেশি ভালো লাগে ।

আপনার কাছে এটা বেশি ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

অশেষ কৃতজ্ঞতা আর শুভকামনা সোনাবীজ ; অথবা ধুলোবালিছাই ভাই ।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার লেগেছে!

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার লাগায় অনেক খুশি হলাম । আপনি নিয়মিত হচ্ছেন দেখে ভালো লাগছে। আমার ব্লগ বাড়িতে বারবার আসবেন ।
শুভকামনা রইলো আপনার জন্য ।

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১২

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো । ++++++

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৩

সেলিম আনোয়ার বলেছেন: আমার ব্লগ বাড়িতে আপনার উপস্থিতি সত্যি আনন্দ দায়ক । এট লিস্ট নীল পরী আমার ব্লগ বাড়িতে নিয়মিত আসে । ভাল থাকুন আনন্দে থাকুন সবসময় এই শুভকামনা থাকলো।

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪১

ভ্রমরের ডানা বলেছেন:






অনুরাগী হইল যারা
মনের মানুষ পাইল তারা,
প্রথম দেখায় কর্ম সাড়া
বাইন্ধা রাখছে জিঞ্জীরে....
দেরে ডুব বন্ধুর প্রেম সাগরে
বাতাস লাইগাছে যার অন্তরে...

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

সেলিম আনোয়ার বলেছেন: প্রেম শাশ্বত সুন্দর । এর তুল্য আর কিছু নেই। শর্ত একটাই এটি হবে অসীম। লিমিট ছাড়া।অনন্ত প্রেম লাভ করেন জীবনে সেই কামনা থাকলো ।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন। আর ভালো থাকবেন সবসময় ।

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভালো লাগল।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগায় ও কমেন্ট অনেক ধন্যবাদ আপনাকে আর নিরন্তর শুভকামনা রইলো ।

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো।

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮

মনিরা সুলতানা বলেছেন: তুমি হয়ে ওঠ আমার সার্বজনীন কবিতা
আমি রচনা করি
আমি পাঠ করি
আমি ঘুরে ফিরে তোমাতেই ডুবে থাকি
পানকৌড়ির মত।
হাজারো পাখির ভীড়ে
তোমাকেই খুঁজি চাতকের মতো


তাই হয় আসলে , খুব সুন্দর লিখেছেন ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

একদম ঠিক। এক বর্ণ ও মিথ‍্যে নয় ।

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩

মানিজার বলেছেন: আপনে কুবিতা লিকা বাদ দিবেন আর সুর্য পশ্চিম দিকে উঠবু ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: না ঠিক তাই না ।
কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৫

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর লিখেছেন তো!
তুমি হয়ে ওঠ আমার সার্বজনীন কবিতা
শুভ কামনা....

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৪

সুমন কর বলেছেন: সুন্দর। ভালো লাগা রইলো।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টের জন্য অশেষ কৃতজ্ঞতা জানবেন । আর ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো।

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: যারা কমেন্ট করে ও ভাল লাগা জানিয়ে উৎসাহিত করেছেন সবাইকে অশেষ কৃতজ্ঞতা। সবার মন্তব্যের জবাব দেয়া হবে ।সবাই ভালো থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো । আর মনে রাখবেন আমাকে এই মিনতি থাকলো ।

১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২২

চাঁদগাজী বলেছেন:



আসলেই, আপনার কবিতাগুলোকে আমি আলাদা করতে পারিনি কোনদিন, মনে হয়, একই কবিতা

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কিং যে করি। অসাধারন কবিতা একটি যথেষ্ট । কবিতা অসাধারণ হলে কী হবে। আমি তো নবীশ কবি। কবিতা টি লেখার চেষ্টা করছি। একদিন পারলে পারতে ও পারি। কবিতা কবুল করলে হয় ।

১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১২

ওমেরা বলেছেন: ভাল কবিতা !

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: তাই যেন হয় । জাদীদের মাথার উপর দিয়ে গেছে । #:-S

১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৩

মিরোরডডল বলেছেন: khubi valo legeche

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: খুব ভালো হওয়াতে অনেক প্রীত হলাম । কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন। আপনার জন্য নিরন্তর শুভকামনা রইলো।

২০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪২

কথাকথিকেথিকথন বলেছেন:



কবিতা না লিখতে না লিখতেই কবিতা লেখা হয়ে যায় । এই এক অদ্ভুত চমৎকার !

ভাল লেগেছে কবিতা ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কিং রোগ যে হলো বুঝতে পারছি না। এটা নাকি প্রেম রোগ ।

২১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৬

কথাকথিকেথিকথন বলেছেন:



প্রেমরোগ না হলেই ভাল । এই রোগ দূরারোগ্য !!

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা রোগ তো হয়েছে । একটা হলে ই হলে ই হলো ।

২২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৪

শামছুল ইসলাম বলেছেন: প্রথমে কবিতা লিখতে না পারার আক্ষেপ । তারপর তাঁর অনুপস্থিতির আক্ষেপ ।
দুটা আক্ষেপই কবিতাটাকে আরো সুন্দর করেছে । আসলে বেদনা ছাড়া কী মহৎ সৃষ্টি হয়?

অনেক দিন পর ব্লগে এসে দেখি, কবি কবিতার ঝড় তুলেছেন ।
এবং সব গুলোই অসাধারণ ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: অর্থহীন আক্ষেপ আর অর্থহীন প্রতিক্ষা । :)

২৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

খায়রুল আহসান বলেছেন: সুন্দর, সাবলীল কবিতা। + +
কবিতায় কবি মনের প্রচ্ছন্ন বেদনা অভিব্যক্ত, যা পাঠকের মনকেও আন্দোলিত করে। এ বেদনা ছোঁয়াচে।
যদিও মম, তব, মোর, ইত্যাদি শব্দাবলীতে অন্য কারো কারো মত আমার কোন এলার্জি নেই, তবুও মনে হচ্ছে শেষের চরণটিতে
তটিনী হয়ে ছুটে আসো মম শূন্য জীবনটাতে -- এর জায়গায় "তটিনী হয়ে ছুটে আসো শূন্য জীবনটাতে" লিখলে মনে হয় ভাল শোনাবে। স্রেফ ব্যক্তিগত অভিমত, ততটা ধর্তব্য নাও হতে পারে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

সেলিম আনোয়ার বলেছেন: আপনার কথামত পরিবর্তন করে দিলাম ।


অশেষ কৃতজ্ঞতা কমেন্টে ও পাঠে । আর নিরন্তর শুভকামনা ।

২৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

খায়রুল আহসান বলেছেন: আপনার কথামত পরিবর্তন করে দিলাম -- খুশী হ'লাম। ধন্যবাদ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.