নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
প্রার্থনা ও অভিসম্পাত
মানবতার বিপর্যয় যার হাত ধরে
ভালোবাসবে কে তারে?
কে দেবে সম্মান?
অং সাং সূচী এক কলুষিত অধ্যায়
শান্তির নোবেল ইতিহাসে।
আরাকান রাজ্য থেকে
এখন নারী ও শিশুর রোলাজারি
ভেসে আসে-
ভেসে আসে নিপীরিত শিশুর লাশ
নাফ নদীর তীর ঘেষে।
সেখানে ভীক্ষুদের হাতে
নিহত মায়ের স্তনে নিষ্পাপ শিশুর
দুগ্ধপানের ব্যর্থ প্রয়াস
যেন মানবতার মৃত্যু ডেকে আনে।
জীবহত্যা মহাপাপ বলে যে ভীক্ষু
মুখে ফেণা তোলে;
তারা আজ নির্বিচারে মানুষ হত্যায় নিয়োজিত।
সেখানে মানুষ আজ শকুনের খাবার
শান্তিতে নোবেল পাওয়া কোন রমনীর
হাত আজ কলুষিত নিষ্পাপ নারী ও শিশুর রক্তে।
যে রাষ্ট্র শ্বাপদ সংকুল বন মানুষের জন্য
সে রাষ্ট্র পৃথিবীর বুকে টিকে থাকাই অমঙ্গল।
বুলেট আর বিস্ফোরণ তাদের এক মাত্র ভাষা
তাতে লাশ হয় আবাল-বৃদ্ধ-বনিতা।
এসব দেখে হাসে অং সাং সূচী
আর তাদের ভিক্ষু বিধাতা।
বিশ্ব মানবতার চোখে —এমন নরখাদকের হাতে
শান্তির পদক বড্ড অশোভন।
আর এমন ভিক্ষুর মুখে
অহিংসা আর শান্তির বাণী
শেলসম বিঁধে বুকে।
এ প্রার্থনা করি —গোরখাদকের হাত থেকে
পরিত্রাণ পায় যেন বিপন্ন মানবতা।
ধ্বংস হয় যেন খুনির রক্ত পিপাসু মন;
আরাকান রাজ্যে মানবাধিকার নিয়ে
বেঁচে থাকুক রোহিঙ্গা জনগণ ।
সুপ্রিয় মিয়ানমার,
সুপ্রিয় মিয়ানমার, তোমার জন্য ফুলেল শুভেচ্ছা
তোমার আরকান রাজ্যে আমি কেবলই রোহিঙ্গা,
রাখাইন হতে পারিনি কোনদিন!
রক্তের হুলি খেলায় তোমার - প্রিয়জনের সক্ষমতা
পাক হানাদার ছাড়িয়ে।
আমার নগ্ন মৃত লাশ
মা-হারা বাবা-হারা শিশুদের ক্রন্দনরোল
মাথা কাটা- হাত কাটা -মৃত দেহ
যেন জেগে ওঠা অচেনা দ্বীপ —সাগরের বুকে;
আমার হৃদয়, যেন পথে ঘাটে পরে থাকা রোহিঙ্গা
প্রিয়াস্পদ ছিলনা কোন দিন —তোমার বিবেচনায়।
রোহিঙ্গা -ললাটে জোটে কেবল সন্ত্রাসীর তকমা!
আজ তোমার চোখে কেবলই সন্ত্রাসী আমি;
আর নরখাদক-গোরখাদক গেরুয়া চাদরে আবৃত ভিক্ষুরা
অত্যাচারিত অথবা সাধু পুরুষ।
তাদের দিয়ে করেছো বিরচন
তোমার শ্বাপদসংকুল বন ।
সুপ্রিয় মিয়ানমার,
তুমি আর্ত পীরিত নারী ও শিশুর
আজীবনের অভিসম্পাত এখন ।
ছবি : গুগুল
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: সারা পৃথিবী বাকরুদ্ধ। এমন অসভ্যতা সাম্প্রতিক সময়ে অভাবনীয়। ফেসবুবে যেযসব দৃশ্য আর ভিডিও পোস্ট করা হয় তা দেখলে আইয়ামে জাহেলিয়াত সম্পর্কে ও ৭১ তে হানাদারদের নির্যাতন সম্বন্ধে ধারণা পাওয়া যায় ।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সম সাময়িক কবিতা ভাল লাগল
ধিক্কার জানাই সুচীকে
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
ধিক্কার জানাই সূচীকে
বিশ্বমানবতার জয় হোক ।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২২
চাঁদগাজী বলেছেন:
জেনেটিক্যালি বার্মিজরা বাষ্টার্ড জলদস্যুদের বাচ্চা; ২৫০০ বছর পুর্বের বুদ্ধ যা ভাবতেন, আজকের কোন স্কুলের বাচ্ছা তার থেকে বেশী জানে।
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ওপাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন: ২টি কবিতাই ভাল লেগেছে। ভিক্ষুরা তপসা বাদ দিয়ে রোহিঙ্গা নিধনে নেমেছে, মুসলিম রোহিঙ্গা হত্যাই এখন ওদের নতুন তপসা।
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: মানবিক বিপর্যয় বন্ধ হোক ।
কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৭
শাহরিয়ার কবীর বলেছেন: বিপন্ন মানবতা !! ধিক্কার জানাই সূচিকে !
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
সেলিম আনোয়ার বলেছেন: সূচিকে ধিক্কার । ধিক্কার মিয়ানমারের সমারিক জান্তা গোষ্ঠীকে ।
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮
ব্লগ সার্চম্যান বলেছেন: ব্রিটিশ শাসকদের বড় ভুলের বোজা বইছে আজ রোহিঙ্গারা ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৩
সেলিম আনোয়ার বলেছেন: অনেকটা সেরকমই।
বৃটিশরা তো চলে গেছে সেই কবেই ।
রোহিঙ্গারা মানবাধিকার নিয়ে বেঁচে থাকুুক ।মিয়ানমারে শান্তির আবাস গড়ুক ।
৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৬
সুমন কর বলেছেন: কঠিন সত্য বলে ফেলেছেন।
+।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: সত্য কি আর চাপা থাকে ???
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৯
শামছুল ইসলাম বলেছেন: রোহিঙ্গাদের জন্য সহমর্মিতার কবিতা !
সুন্দর !!!
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১২
সাদা মনের মানুষ বলেছেন: ওদের নৃশংসতায় সত্যিই আমরা হতবাক