নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অষ্টক

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২০



(১)


বর্ষা জলে স্নানে নেমে
হলো কি যে দৈন্য দশা
নক্ষত্র-আকাশ থেকে
হয়ে গেলো তারাখসা ।

উল্কাপাত হয়ে যেন
নেমে এলো ধরনীতে;
মিশে গেলো এ মাটিতে
প্রেম শুধু সর্বনাশা ।



(২)


যার তরে অদ্য তুমি
করছো যে অভিমান
বেদনার অথৈ জলে
নিত্য তার অভিযান।

খুঁজে খুঁজে যাচ্ছো কোথা ?
সেতো অন্য কোথা নাই।
ভালোবাসা আছে প্রিয়া
এ হৃদয় যমুনায় ।
(৩)


মেঘের অনেক রং
তার যেন ঠিক তাই!
কোনখানে সর্বনাশ
সে তারতো জানা নাই।

কেবলই বিচরণ
অচিন বৃক্ষের ডালে।
আসবে যে কবে হেথা ?
কোন মরনের কালে?
(৪)


মনে মোর ব্যথা আছে
জানে জানি সুবচনা ,
চন্দ্র প্রেমের মূল্য তো
জানে শুধু দু’নয়না।

দেহের কি দাম আছে?
কেবলই ধূলোকনা !
মরে গেলে সব শেষ
নিদারুন প্রহসনা ।


মন্তব্য ২৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯

ধুতরার ফুল বলেছেন: বাহ! চমৎকার সব অষ্টক।

ব্লগে অন্যরকম কিছু পাওয়া যাচ্ছে ইদানিং। খুব ভালো লাগসে।

আপনার অস্টক,আরেক ভাইয়ের ননেট, এক আপার কাব্যকনা; সবকিছু মিলিয়ে বেশ ভালো।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৬

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১২

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতার অবয়বে যে প্রেমানুভূতি তা এই পাঠককে মুগ্ধ করে গেল!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: ভায়োলেট রং কিন্তু ভালোবাসার রং ।


কমেন্টে ওপাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভ কামনা ।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অষ্টক ভাল লেগেছে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৪

জাহিদ অনিক বলেছেন: ওরে বাবা!! চার চারটা অষ্টক !!


৩য় টা বেশ ভাল লেগেছে।


যার তরে অদ্য তুমি
করছো যে অভিমান
বেদনার অথৈ জলে
নিত্য তার অভিযান।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: তার নিত‍্য অভিযান।

কমেন্টে আর পাঠে ধন্যবাদ আপনাকে। নিরন্তর শুভকামনা রইলো।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: হা চারবারেরর বেশি সম্ভব নয় । :)

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর ‍শুভকামনা ।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: সবগুলো ভাল লাগল+

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর ‍শুভকামনা ।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছন্দমিলে অন্ত্যমিলে দারুন সব অষ্টক কাব্যকণা

ভাল লাগল


+++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


সব ভালোবাসা, সব প্রেম, সব লেনাদেনা মৃত্যুর আগে!

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক ভাল লাগিয়াছে।

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫১

শামছুল ইসলাম বলেছেন: ১, ২ ও ৪ - দারুণ লেগেছে । ৩ ও ভালো । একটা কথা বলি, আশা করি মনে কিছু নিবেন না ।
আপনার কবিতা আগেও ছন্দে ছিল, তবে জীবনের গাঢ় অনুভুতির বোধ করি একটু অভাব ছিল । বর্তমানে যা সৃষ্টি করছেন, বাস্তবতার ছোঁয়া পাচ্ছি ।
ধন্যবাদ চমৎকার চারটে অষ্টকের জন্য !!!

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

সুমন কর বলেছেন: ভালো লাগল।

* ছবি হিসেবে দেবার প্রয়োজন ছিল না।

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ অশেষ কৃতজ্ঞতা জানবেন। আর নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য ।

১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ অশেষ কৃতজ্ঞতা জানবেন। আর নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.