নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রতিশ্রুতি

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২


এতোটা ভালোবাসো আগে কভু বুঝিনি
ও ডাগোর চোখ যেন সুগভীর জল
সুপ্রসন্ন হৃদয়ের নেই কোন তল
বসন্ত ফুল হয়ে আমি কভু ফুঁটিনি।

এমনো সুখো-আবির কেউতো সৃজেনি
দৃঢ় আল তবুতো টিকেনি ধোপে তার
শত্রু-চোখে-ধূলো, জয়ী হলে আকসার
নিয়তি কি হবে সে ভয়ে পিছু হটিনি।

হাত রেখেছি যে তোমার ঐ দুটিহাতে
সবকিছু ছেড়ে থেকেছি যে তোমার সাথে।
তোমার ঠোঁটে লেহেছি যে অনুপ্রেরণা
তোমার তরে ডরিনি মৃত্যুর পরোয়ানা।

সব বাঁধা করে নাশ আসো যদি কাছে
আমরণ তুমি আমাকে পাবেগো পাশে ।


ছবি: নেট

মন্তব্য ১৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১০

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর
শুভ কামনা। এই টা আমার সেরা কবিতা।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

ইমু সাহেব বলেছেন: ভালো লিখেছেন ।।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪১

সেলিম আনোয়ার বলেছেন: একদম ঠিক। এই কবিতা আমার সব থেকে প্রিয় নাম দিয়ে ছিল তার আকাশ লীনা ।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: মোটামোটি হইয়াছে ভাইয়া।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১১

ভ্রমরের ডানা বলেছেন:


আমার কবিতাটি ভালই লাগল! প্লাস++

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: প্লাসে ও কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

সনেট কবি বলেছেন:





কবি সেলিম আনোয়ারের ‘প্রতিশ্রুতি’ কবিতার ছায়া অবলম্বনে-

তোমার হৃদয়ে চাপা লুকানো প্রেমের
স্নিগ্ধতা দেখিনি দৃষ্টি মেলে অপলক
তাকিয়ে থেকে তোমার ডাগর নয়নে
জমে থাকা অশ্রু জলে সে আমার ভুল।
অতঃপর সচকিত হয়ে আলবেলে
তোমাতে যখন ফিরে মনোযোগ তাতে
তখন হারাতে থাকি তোমার প্রেমের
গভীর অতলে যেথা প্রেম রত্ন থাকে।

প্রেয়সি পেলাম বলে হৃদয় গহিনে
লুকানো প্রেমের রত্ন তখন হৃদয়
অভিভূত হয়ে তুলে নিলাম রতন।
এখন তোমাতে আমি নিজেরেই খুঁজি
স্বপ্ন বুননের তরে, কামনা আমার
আজীবন থাকি তব সনে একাকার।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি চমৎকার হয়েছে ।
অশেষ কৃতজ্ঞতা জানবেন সনেট কবি ।
ভাল থাকবেন আর মনে রাখবেন সবসময় আমাকে।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:


প্রেমের পদ্য প্রতিবারেই নতুন, এই পদ্য মানুষ সারা জীবন শুনতে চায়

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩২

ইউনিয়ন বলেছেন: সুন্দর কবিতা।।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৪

শামছুল ইসলাম বলেছেন: কঠিন প্রেম:
তোমার ঠোঁটে লেহেছি যে অনুপ্রেরণা
তোমার তরে ডরিনি মৃত্যুর পরোয়ানা।


প্রতিশ্রুতি ভালো লেগেছে ।

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: মিয়া ভাই, দারুন লিখেছেন+

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন:



কবিতা ভাল লেগেছে । প্রেম যখন স্মৃতি হয়ে লুকিয়ে যায় হৃদয়ের গহীনে ।

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। আপনার জন্য নিরন্তর শুভকামনা থাকলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.