নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আদোরিনী
আদোরিনী,
কোন কারণে ভাঙলো হৃদয়
কোন কারণে মনে এতো বিরহ হয়?
কোন কারণে মুক্ত বলাকা পারছো না
উড়তে আর;
কাছাকাছি ঘুরে ফিরে
থাকো তুমি কোন সুদূরে?
মনটা তোমার কেনো —এত বিরহ ভার?
হৃদয়ে তা সয়না যে আমার।
‘ভালো আছো বেশ’
শুনতে চায় এ মন।
আচ্ছা বলো দেখি ‘আছো তুমি কেমন?’
কোন গোধূলীর রং তোমার লাগলো ভীষণ ভালো?
কোন তটিনীর তীর ঘেষে
তোমার হৃদয় এলোমেলো?
নখে তোমার দেখি ময়ূর কারুকাজ
মনে কেন তবে কেবল লজ্জাবতীর লাজ?
অভিমানীর নুপূর পরে সময় থাকেনি থেমে
এমনি করে যাচ্ছে কেটে জীবন —অমোঘ নিয়মে।
ভালোবাসা মিথ্যে আশা —এ হৃদয়টা না হয় মানলো
বাসন্তী কোকিল, পুষ্পমঞ্জুরী তাতে কি আর থামলো?
পূঞ্জীভূত মেঘ এখনো হাওয়ায় ভাসে
বৃষ্টি হয়ে সময়মত ঠিকই নেমে আসে।
আজও রবি উঠে পূবে , পশ্চিমে যায় ডুবে
আমার প্রেম তাইতো সখা যায়না কভু উবে।
আমার কি দোষ বলো?
ভয় কি গো তোমার প্রেমের প্রাঙ্গনে।
এবার জবান খুলো।
থামবে প্রেম থামবে সখা ভয় করো না আর
অবনী যখন ঘুরবে না আর রবির চারিধার!
আরো এক পথ খোলা, আমি যদি যাই হারিয়ে
না ফেরার অচিন দেশে।
‘জন্মিলে মরিতে হইবে’ এই কথাতো মানো!
মান অভিমান ভেঙে না হয় এবার তুমি থামো।
নিরবতা ভাঙো।
আরেকবার না হয় বলি
বাসলে ভালো মোরে এখনই সময়
তোমার তরে মরতে সখা নেই কোন ভয়।
চন্দ্রকথা
অপসরা, আড়ালে থাকো মিথ্যে অভিমানে
শূন্যতা তাই ভর করেছে মোর হৃদয়ভূবনে।
শরৎবেলার অবহেলায়
চলছে বর্ষা বেলা।
অবলা এ হৃদয় নিয়ে
করলে কেবল খেলা।
কোথায় তোমার ভালোবাসা?
কোথায় তোমার মায়া?
হৃদয়হীনা বেশ হয়েছো
বিরল তোমার ছায়া ।
একদিন গেয়েছিলে ভালোবাসার গান
নৌকোমাঝি তুলেছিলো প্রেম যমুনায় পাল।
কেমন করে হলে তুমি আজি অমবস্যার চাঁদ?
এমনো কামনায় মিশে থাকে কেবল অযাচিত সাধ ।
আবারো জোছনা বিলোয় পূর্ণ চন্দ্রিমা হয়ে
জীবননদী মনের সুখে সাগরে যাক বয়ে।
ছবি: নেট।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪১
সেলিম আনোয়ার বলেছেন: অনেকদিন পর ব্লগে। সুপ্রিয় স্নিগ্ধ শোভ সুস্বাগম ।
আমি আছি ভালো।
আপনি কেমন আছেন ?
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৫
স্নিগ্ধ শোভন বলেছেন: আপনাদের দোয়াতে ভালোই আছি। তবে খুব মিস করি সবকিছু!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: আমিও মিস করি । এই ব্লগই হয়তো আমাদের আবার একত্রিত করবে
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৬
সনেট কবি বলেছেন:
কবি সেলিম আনোয়ারের‘ চন্দ্র কথা’ কবিতার ছায়া অবলম্বনে-
অপসরা আড়ালে থাকে অভিমানে তার
প্রিয়তমে ছেড়ে দিয়ে শূণ্যতার মাঝে
অহেতুক যন্ত্রণায় তার হৃদয়ের
আঙ্গিনায় কন্টকের সমারোহ গড়ে।
কি নিষ্ঠুর এক খেলা বিরহে বিস্তারে
হৃদয়হীনার মতো অনুচিত ত্যাগে
মায়া মমতার প্রেম ফুল দলে
মাড়িয়ে অথচ প্রেম ছিল যে উদ্ভাস।
একদা প্রেম যমুনা নদের পূর্ণিমা
জোয়ারে ভাসানো নায়ে অমাবশ্যা একি
আরাধ্য কখনো কারো হতে পারে প্রিয়া?
তারচে আবার হয়ে পূর্ণিমা-চন্দ্রিমা
জোছনা বিলিয়ে তোল সুখের জোয়ার
প্রেমনদে যেন ফের সাগর অবদি।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: সনেটের আর কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন। আর আপনার জন্য নিরন্তর শুভকামনা রইলো।
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৭
সনেট কবি বলেছেন:
কবি সেলিম আনোয়ারের‘ চন্দ্র কথা’ কবিতার ছায়া অবলম্বনে-
অপসরা আড়ালে থাকে অভিমানে তার
প্রিয়তমে ছেড়ে দিয়ে শূণ্যতার মাঝে
অহেতুক যন্ত্রণায় তার হৃদয়ের
আঙ্গিনায় কন্টকের সমারোহ গড়ে।
কি নিষ্ঠুর এক খেলা বিরহে বিস্তারে
হৃদয়হীনার মতো অনুচিত ত্যাগে
মায়া মমতার প্রেম ফুল দলে
মাড়িয়ে অথচ প্রেম ছিল যে উদ্ভাস।
একদা প্রেম যমুনা নদের পূর্ণিমা
জোয়ারে ভাসানো নায়ে অমাবশ্যা একি
আরাধ্য কখনো কারো হতে পারে প্রিয়া?
তারচে আবার হয়ে পূর্ণিমা-চন্দ্রিমা
জোছনা বিলিয়ে তোল সুখের জোয়ার
প্রেমনদে যেন ফের সাগর অবদি।
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩০
শাহরিয়ার কবীর বলেছেন: মিয়া ভাই, এ কবিতা কিন্তু একটু বেশি হয়েছে+
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪২
সেলিম আনোয়ার বলেছেন: বেশি কি হলো । ধরে নিলাম বেশি কষ্টের হয়েছে। অনেক বেশি কষ্ট সে আমাকে দিয়েছে ।
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:০৭
চাঁদগাজী বলেছেন:
আপনার বিরহের কবিতায় পুরো বাংলা একদিন বিরহী হয়ে যাবে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: বিরহের মত হিট ব্যাপার ২য়টি নেই।গান কবিতা মুভি ,নাটক সবছিুতেই।
আমার ভাল লাগা আনন্দে থাকাতে ই ।
প্রিয়জনকে কাছে পাওয়া এতটাই গুরুত্বপূর্ণ মনে হতো । বছর চারেক আগে।
এখন আকাশের তারা গুণি।বুকপকেটে কবিতার ডায়েরিতে কেবলই কবিতা । অন্য কিছু নয়।
একজনের বিরহে অন্যজন সুখী হয় ।এই ভেবে যে সে এর চেয়ে ভাল আছে ।
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৩২
জাহিদ অনিক বলেছেন: বিরহ ভাল লাগে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: আমারো। তবে আনন্দ বেশি ভালো লাগে।
আপনার জীবন হোক বিরহমুক্ত এবং অনাবিল আনন্দের ।
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৫
মাহবুবুল আজাদ বলেছেন: বেশ লাগল
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০০
মলাসইলমুইনা বলেছেন: বিরহের ভার অনিঃশেষ,থাকেই রেশ
বিরহের কবিতা হয়না কেন শেষ ?
ওকে, জাহিদ অনিকের কোথায় মানলাম, বিরহ ভালো লাগে | বিরহের কবিতাটাও ভালো হয়েছে |শুভেচ্ছা নিন |
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১২
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভালো লাগায় আপনাকেও অনেক শুভেচ্ছা ও শুভকামনা ।
১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতায় ভালো লাগা।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কবিতায় ভালোলাগায় ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৪
শামছুল ইসলাম বলেছেন: ভালো লেগেছে দুটোই ।
শরৎবেলার অবহেলায়
চলছে বর্ষা বেলা।
অবলা এ হৃদয় নিয়ে
করলে কেবল খেলা।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: দুটোতেই ভাললাগাতে অশেষ কৃতজ্ঞতা । আর আপনার জন্য নিরন্তর শুভকামনা ।
১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: কিছুটা হতাশা, কিছুটা অপেক্ষা আর কিছুটা বিরহের মিশ্রণে এক অপূর্ব সৃষ্টি!
আহ মধু মধু!
++
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৮
শাহেদ খান বলেছেন: "কেমন করে হলে তুমি অমবস্যার চাঁদ?
এমন চীজ খুঁজে কেবল বদ্ধ উন্মাদ।"
'এমন চীজ' শব্দটা দেখে হঠাৎ কেমন ধাক্কা খেলাম কাতরতা'র মাঝেও!
লেখায় অনেক শুভকামনা! কেমন আছেন?
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪০
সেলিম আনোয়ার বলেছেন: দিলাম পরিবর্তন করে । ভাল হলো না বোধ হয়। এমন চীজ মাথায় ঘুরফাক খাচ্ছিলো । এখন আর খাচ্ছে না । ব্লগে এই এক সুবিধা পরামর্শ মোতাবেক শুদ্ধতার সৌন্দর্যের চর্চা করা যায় ।
আছি বেশ ভালো ।
আপনি কেমন আছেন ?
১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৪
শাহেদ খান বলেছেন: আমি ভাল আছি!
লাইনটা এভাবে পাল্টে ফেলবেন, সেটা ভাবিনি! কবিতা লেখায় প্রাথমিক আবেশটা আপনার কাঁচা আবেগের সতেজতায় টলোমলো! সেটা আমাকে ধাক্কা দিলেও আপনার স্বকীয়তা নির্ধারণ করে! আমি শুধু মতামত জানাতে পারি, কবি! তবে নিজে থেকে যদি পাল্টানো'টা উচিৎ মনে করেন, তবে সেটাও আপনারই স্বাধীনতা!
নিজের মত লিখে যাবেন নিশ্চয়ই, সবসময়ের শুভকামনা!
১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫২
কথাকথিকেথিকথন বলেছেন:
চারপাশে দেখি হৃদয়ে হৃদয়ে ঝরে প্রেম !
কবিতা ভাল লেগেছে ।
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪০
স্নিগ্ধ শোভন বলেছেন: আদোরিনী চন্দ্র কথা বেশ লাগলো!!
কবি আশাকরি ভালো আছেন বেশ!