নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আর কি দূরে থাকা উচিৎ —তোমার?
তোমার বিবেক কি তবে মৃত মাছের চোখের মতই মৃত অসার?
পৃথিবী কি থেমে গেছে — আপন কক্ষপথে?
আষাঢ়ের খেয়ালে আকাশ কি ভুলে গেছে শরতের কাশবন?
অথবা সাদা মেঘের ভেলা!
তবে কি আর উঠবে না ঢেউ নদীতে?
বৃষ্টির ছলনায় কাঁদতেই থাকবে বেদনার্ত আকাশ আজীবন?
হৃদয় কি তোমার মরুভূমির চেয়েও শুষ্ক হয়ে গেছে?
তবে কী আসবে না আর শীত বসন্ত— শিশিরস্নাত সকাল।
ভাটার টানে জোয়ার কি তবে থেমে গেলো জনমের তরে ?
আকাশলীনা,
সত্যি করে বলো । কবে?
আসবে তুমি হৃদয়ে আমার, স্বপ্নের ডানা মেলে।
কেনো হয়েছিলে নারী তবে?—তাতে যদি না থাকে আমার সঙ্গম।
একবার ভেবে দেখেছো কি ?
কেন এতো আয়োজন তোমার দেহের ভাঁজে!
কেনো গো তুমি অপরূপা চির ভাস্বর!
কেন গো তুমি অপরূপ পুষ্পমঞ্জরী!
আর আমি আকূল ভ্রমর ।
আর কি দূরে থাকা যায়?
চলো সখি ভালোবেসে গড়ি সুখের ঝর্ণা ধারা
তুমি আমি মিলেমিশে হারাই পথ..।
সারা পৃথিবী হোক দিশেহারা... ।
ছবি : নেট
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০১
সেলিম আনোয়ার বলেছেন: তাহলে কি মায়াবতী লিখবো ??
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
সেলিম আনোয়ার বলেছেন: সারাদিন বৃষ্টি কেনো হলো ??
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
সুমন কর বলেছেন: সারাদিন হয়নি, থেমে থেমে হয়েছে। আমি একবার রোদের মধ্যে বাহিরে গিয়ে চা খেয়েছিলাম।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
সেলিম আনোয়ার বলেছেন: আমিও বাইরে গিয়ে লান্স করেছি ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১০
সেলিম আনোয়ার বলেছেন: নাম পরিবর্তন করে দিলাম। নাম বদল হলেই কি মানুষ বদল হলো ?
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
সুমন কর বলেছেন: তবুও ব্যাপারটি দৃষ্টিকটু। আবার কিছু মনে করবেন না........
আপনার ভালোর জন্যই বললাম।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
সেলিম আনোয়ার বলেছেন: যাইহোক এবার বোধ হয় ভালই হলো ।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগায় ও কমেন্টে অনেক কৃতজ্ঞতা। আর আপনার জন্য নিরন্তর শুভকামনা রইল।
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: মিয়াভাই, কারো উপরে লেভেল বসালে বা কাউকে আপন দাবী করলে, সে আপন হয়ে যায় না !!
কবিতা সুন্দর হয়েছে+++
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩০
সেলিম আনোয়ার বলেছেন: আপন যদি পর হতে পারে ।পর আপন হতে পারবে না কেন।
পৃথিবীতে সবচেয়ে বেশি আপনদের এক জন কিন্তু প্রুতিশ্রুতির মাধ্যমে হয়। সেই প্রতি শ্রুতির মাধ্যমে আরো একটি গোষ্ঠী আপন হয়।
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন:
তোমার বিবেক কি তবে মৃত মাছের চোখের মতই মৃত অসার?
পৃথিবী কি থেমে গেছে — আপন কক্ষপথে?
আধুনিক কবিতা ++
খুব ভালো লাগলো।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
চাঁদগাজী বলেছেন:
আপনার ও নাঈম জাহাংগীরের কবিতা পড়ে আমি হতাশ হয়ে যাচ্ছি; বাংগালী মেয়েরা কি ভালোবাসাযকে উপেক্ষা করে দুরে চলে যাচ্ছে!
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: আমারও তাই প্রশ্ন। এরকম হয়ে গেলো নাকি?
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
ওমেরা বলেছেন: সুন্দর !
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কোথায় যেন এক বুক ভরা হাহাকার
'আপুনি' কেন নয় এথায় সাকার!
এতোসব ডাকে তিনি ফিরে চাইবেন কি,
আমাদের দু'চোখে লাগিয়ে এমন ভেল্কি?
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
ভ্রমরের ডানা বলেছেন:
দুর্বার আহব্বান....
১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন:
ভাল লেগেছে কবিতা । হারিয়ে যাওয়া প্রেমে টইটম্বুর !!
১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এই নশ্বর জীবনে প্রেমই অবিনশ্বর।
১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০১
জাহিদ অনিক বলেছেন: আষাঢ়ের খেয়ালে আকাশ কি ভুলে গেছে শরতের কাশবন? - অনেকটা তেমনই তো ! যা টিপটিপে বৃষ্টি সারাদিন ! ব্যাচারা শরতের দেখাই মেলে না !
কবিতা ভাল লাগল সেলিম আনোয়ার সাহেব।
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৮
সুমন কর বলেছেন: কবি, আবার অপসরা !!!