নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
পৃথিবীরও পরিবর্তন আছে
আজকের উষ্ণ পৃথিবী
সুদূর অতীতে বরফ যুগে প্রবেশ করেছে,
কয়েকবার
আবার উষ্ণ হয়েছে।
সুদূর অতীতে ‘প্যানগি’ নামে
কেবল একটি মাত্র মহাদেশ ছিলো
সময়ের পরিক্রমায়
সেটি ভেঙে দুটি মহাদেশ হয়েছে;
গণ্ডোয়ানা ও লরেশিয়া,
সেগুলো আবারো ভেঙেছে ।
আজকের মহাদেশগুলো
এভাবেই সৃষ্টি হয়েছে;
ভারত উপমহাদেশ সময়ের পরিক্রমায়
দক্ষিণ মেরু থেকে বিষুবীয় এলাকায় চলে এসেছে;
এরকম দৃষ্টান্ত আরো আছে ।
এখন আর নেই ডাইনোসর
আর মেসোজোয়িক যুগ
ওলিম্যামোথও লুপ পেয়েছে ।
লুপ পাওয়া আর নতুনের আগমন
এই নিয়ে সর্বংসহা পৃথিবী
ক্রমাগত ঘুরছে —সূর্যের চারিদিকে
আপন কক্ষপথে —
তবে এই চলারো শেষ আছে
অভিকর্ষ আর মহাকর্ষ
এই নিয়ে বিশ্বজগৎ টিকে আছে-
যেদিন থাকবে না কোন আকর্ষণ বল
সেদিন আর অবণী থাকবে না টিকে . . .
ছবি নেট ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৮
সেলিম আনোয়ার বলেছেন: মাটিতে পা রাখতে হবে । সুস্থতার জন্য ওটা ভীষণ জরুরী।আগের লাফটিতে বেশি উপরে উঠা যায়নি । পরের লাফে আকাশ ফুড়ে বেড় হতে হবে যে। তাই মাটির সহায়তা বড্ড প্রয়োজন ।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১০
নীলপরি বলেছেন: বসুন্ধরার কাব্য গল্প ভালো লাগলো । ++
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা থাকলো ।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫০
কথাকথিকেথিকথন বলেছেন:
একেবারে ভূগোল, অক্ষাংশ, দ্রাগীমায় মোড়ানো কবিতা এঁটে ফেলেছেন দেখছি !
ভাল লেগেছে ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯
সেলিম আনোয়ার বলেছেন: ভূতাত্ত্বিক কবিতা ।
কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা রইলো ।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৬
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
ভুগোল কবিতা ।
আকর্ষণ বল না থাকলে কিছুই টেকেনা । গন্ডোয়ানার মতো ছিটকে পড়ে সব এদিক ওদিক ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা।
ঠিক বলেছেন পৃথিবীটা চলমান কন্টিনেন্টাল গ্রিফিথ থিওরি ।
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫০
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লেগেছে +
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা ভাল লাগল
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৯
চাঁদগাজী বলেছেন:
এবার মাটিতে পা দিয়েছেন কবি